বয়স্ক ভাতা কার্ড ডাউনলোড চেক ও ডাউনলোড করার নিয়ম ২০২৪

বয়স্ক ভাতা কার্ড করতে চাচ্ছেন? কিভাবে বয়স্ক ভাতা কার্ড চেক করতে হয় এবং ডাউনলোড করতে হয় বিস্তারিত জানতে পারবেন এই পোস্টে।

বয়স্ক ভাতা কার্ড থাকলে বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদফতর থেকে প্রতি মাসে ৬০০ টাকা হিসেবে প্রতি তিন মাস অন্তর অন্তর ১৮০০ টাকা করে ভাতা পাবেন। যেসব প্রার্থীকে নির্বাচিত করা হবে, তারা মোবাইল ব্যাংকিং বা এজেন্ট ব্যাংকিং সেবার মাধ্যমে ভাতার টাকা পাবেন।

বয়স্ক ভাতার জন্য অনলাইনে আবেদন করা যায় এবং চাইলে সমাজসেবা অধিদফতর এর অফিসে গিয়েও আবেদনপত্র জমা দিয়ে আবেদন করা যায়।

বয়স্ক ভাতার আবেদন করার পর নির্বাচিত হলে একটি কার্ড প্রদান করা হয়। বয়স্ক ভাতার এই কার্ডটি কিভাবে সংগ্রহ করতে হয় বিস্তারিত জানতে শেষ অব্দি পড়ুন।

বয়স্ক ভাতা কার্ড চেক

বয়স্ক ভাতা আবেদন যাচাই করার মতো করেই ভাতা কার্ড চেক করতে হয়। অর্থাৎ, আপনার আবেদনটি অনুমোদিত হয়েছে কিনা তা চেক করার মাধ্যমেই আপনি বয়স্ক ভাতার কার্ড পাবেন কিনা তা জানতে পারবেন।

অনলাইনে বয়স্ক ভাতা কার্ড চেক করার বিস্তারিত পদ্ধতি নিচে উল্লেখ করে দেয়া হয়েছে। চলুন, জেনে নেয়া যাক।

ধাপ ১ – ভাতা তথ্য ওয়েবসাইট ভিজিট

বয়স্ক ভাতা আবেদন যাচাই করার জন্য সমাজসেবা অধিদফতর এর ভাতা তথ্য ওয়েবসাইট ভিজিট করতে হবে। এজন্য, mis.bhata.gov.bd/applicationTracking লিংকে ক্লিক করুন। তাহলে, নিচে সংযুক্ত ইমেজের মতো একটি পেজ আসবে।

ধাপ ২ – এনআইডি ও ট্র্যাকিং নাম্বার প্রদান

এখন, কার্যক্রম * লেখার নিচে থাকা ড্রপ-ডাউন মেনু থেকে বয়স্ক ভাতা সিলেক্ট করুন।

আইডি যাচাই [NID,BRIS] * লেখার নিচে আপনার এনআইডি কার্ডের নাম্বার অথবা জন্ম নিবন্ধন সনদের নাম্বার লিখুন। অতঃপর, ট্র্যাকিং নং * লেখার নিচে আবেদনের ট্র্যাকিং নাম্বারটি লিখুন।

ধাপ ৩ – ভাতা কার্ড চেক

উপরোক্ত ধাপটি পূরণ করার পর নিচে থাকা ট্র্যাকিং আবেদনপত্র বাটনে ক্লিক করুন। তাহলে, আপনার বয়স্ক ভাতা আবেদনটি অনুমোদন হয়েছে কিনা এবং বয়স্ক ভাতা কার্ড হয়েছে কিনা জানতে পারবেন।

যদি ভাতা কার্ড অনুমোদিত হয়ে থাকে, তাহলে আপনি অনলাইন থেকে কিংবা সমাজসেবা অধিদফতর থেকে বয়স্ক ভাতা কার্ড ডাউনলোড করতে পারবেন। বিস্তারিত পদ্ধতি নিচে উল্লেখ করে দেয়া হয়েছে।

বয়স্ক ভাতা কার্ড ডাউনলোড

অনলাইনে বয়স্ক ভাতা কার্ড চেক করার পর আপনি বয়স্ক ভাতা পাওয়ার জন্য নির্বাচিত হয়েছে কিনা তা জানতে পারবেন। তবে, অনলাইনে ভাতা কার্ড ডাউনলোড করার উপায় নেই।

বয়স্ক ভাতার জন্য নির্বাচিত হলে সমাজসেবা অধিদফতর থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে। এরপর, সমাজসেবা অধিদফতর এর অফিসে গিয়ে ভাতা কার্ড সংগ্রহ করতে পারবেন।

যদি যোগাযোগ না করা হয়, তাহলে সমাজসেবা অধিদফতর গিয়ে এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন সনদের নাম্বার, পুরো নাম এবং আবেদনের ট্র্যাকিং আইডি দিয়ে ভাতা কার্ড সংগ্রহ করে নিতে পারবেন।

বয়স্ক ভাতা প্রদানের কার্ডটি থাকলে বিভিন্ন জায়গায় প্রয়োজনে ব্যবহার করতে পারবেন এবং প্রতি মাসে ভাতার টাকা সংগ্রহ করতে পারবেন। আবেদনের সময় প্রদান করা মোবাইল ব্যাংকিং মাধ্যমে বিকাশ/নগদ কিংবা এজেন্ট ব্যাংকিং মাধ্যমে ভাতার টাকা চলে আসবে।

এছাড়াও পড়ুন —

সারকথা

বয়স্ক ভাতা কার্ড চেক করার নিয়ম এবং বয়স্ক ভাতা কার্ড ডাউনলোড করার নিয়ম নিয়ে এই পোস্টে বিস্তারিত তথ্য আলোচনা করা হয়েছে। যারা বয়স্ক ভাতার জন্য আবেদন করেছেন তারা পোস্টে উল্লিখিত পদ্ধতি অনুসরণ করলে ভাতা কার্ড হয়েছে কিনা জানতে পারবেন এবং কার্ড হয়ে থাকলে তা সংগ্রহ করতে পারবেন।

সাধারণত জিজ্ঞাসিত প্রশ্নাবলী

অনলাইনে বয়স্ক ভাতা কার্ড ডাউনলোড করা যায়?

না। বয়স্ক ভাতা কার্ড সংগ্রহ করার জন্য সমাজসেবা অধিদফতর এর আঞ্চলিক অফিসে যোগাযোগ করতে হবে।

বয়স্ক ভাতা কি বন্ধ হয়েছে?

বয়স্ক ভাতা বন্ধ হয়নি। তবে, বয়স্ক ভাতার জন্য অনলাইনে আবেদন আপাতত বন্ধ আছে। শীঘ্রই আবেদন চালু হবে বলে ধারণা করা যাচ্ছে।
Visited 3,461 times, 137 visit(s) today

Leave a Comment