গর্ভবতী ভাতার আবেদন ফরম ২০২৪

গর্ভবতী ভাতা এর জন্য আবেদন করার ক্ষেত্রে গর্ভবতী ভাতার আবেদন ফরম প্রয়োজন হয়। আবেদন ফরম সংগ্রহ করার মাধ্যম দুইটি রয়েছে। ১) সরাসরি ইউনিয়ন পরিষদ থেকে; ২) অনলাইনে ফরম ডাউনলোড করে। 

আজকের আর্টিকেলে গর্ভবতী ভাতার অনলাইন আবেদন ফরম ডাউনলোড করার নিয়ম সম্পর্কে জানাবো। শুধু তাই নয়, সরাসরি আবেদন ফরমের পিডিএফ শেয়ার করবো, যাতে করে সরাসরি এখান থেকেই ডাউনলোড করে সেটিকে প্রিন্ট করে আবেদন করার কাজে ব্যবহার করতে পারেন। 

গর্ভবতী ভাতার আবেদন ফরম

বাংলাদেশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় হতে মহিলা বিষয়ক অধিদপ্তর কতৃক প্রদানকৃত গর্ভবতী ভাতা এর জন্য আবেদন করার ক্ষেত্রে যে আবেদন ফরমটি প্রয়োজন হয় সেটির pdf নিম্মে শেয়ার করছি। 

মাতৃত্বকাল বা গর্ভবতী ভাতা মঞ্জুরীর আবেদন ফরমে যে সকল তথ্য দিতে হবে সেগুলো হলো: 

  • আবেদনকারীর নাম
  • পিতার নাম
  • মাতার নাম 
  • স্বামীর নাম 
  • বর্তমান ঠিকানা 
  • স্থায়ী ঠিকানা 
  • মোবাইল নাম্বার 
  • জন্ম তারিখ 
  • জন্ম নিবন্ধন সনদ নাম্বার 
  • জাতীয় পরিচয় পত্র নাম্বার 
  • শিক্ষাগত যোগ্যতা 
  • রক্তের গ্রুপ 
  • প্রথম গর্ভধারণকাল 
  • দ্বিতীয় গর্ভধারণকাল 
  • প্রতিবন্ধী কি-না 
  • পেশা
  • মাসিক আয় 
  • পরিবারের উপার্জনক্ষম মহিলার সংখ্যা 
  • বসত বাড়ী আছে কি-না
  • সরকার প্রদত্ত অন্য কোনো ভাতা সুবিধা পাচ্ছেন কি-না 

এই সকল তথ্য গর্ভবতী ভাতার আবেদন ফরম-এ উল্লেখ্য করে জমা দিতে হবে। তাছাড়া গর্ভবতী ভাতার আবেদন করার নিয়ম কি সেটির বিস্তারিত গাইডলাইন ইতিমধ্যেই দেয়া হয়েছে। 

গর্ভবতী ভাতা অনলাইন আবেদন ফরম

দরিদ্র মা’র জন্য  মাতৃত্বকাল ভাতা মঞ্জুর আবেদনপত্র

প্রথম অংশ
(আবেদনকারী যথাযথ স্থানে নামব/ ঠিকানা লিখবেন)

বরাবর,  ……………………………………..
………………………………………….

আবেদনকারী স্বাক্ষরের জায়গা/ ছবির জায়গা

বিষয়: দরিদ্র মা’র জন্য  মাতৃত্বকাল ভাতা মঞ্জুর আবেদন।

মহাদয়,
বিনিত নিবেদন এই যে, আমার বর্তমান বয়স _____ বছর। আমি গণতান্ত্রিক বাংলাদেশ সরকার ঘোষিত ৫০০ টাকা হারে মাতৃত্বকালীন ভাতা প্রাপ্তির জন্য আবেদন জানাইতাছি এবং এই সূত্রে নিম্মেলিখিত তথ্যাদি আপনার সহানুভুতিশীল বিবেচনার জন্য পেশ করিতেছি। 

(ক) নামঃ ……………………………………

(খ) ঠিকানাঃ ……………………………………..

বর্তমান ঠিকানাঃ ……………………………………
স্থায়ী ঠিকানাঃ ……………………………………

(গ) স্বাস্থ্যগত অবস্থা: এখানে মূলত গর্ভবতী মহিলার শারীরিক কন্ডিশন ও কততম গর্ভধারণ সেই তথ্য দিতে হবে। ৪টি অপশন থাকবে যেকোনো একটি টিক মার্ক করতে হবে।

(ঘ) আর্থ-সামাজিক অবস্থা: এখানে আর্থিক দিক থেকে অবস্থা কেমন সেটা জানান দিতে হবে, মাসিক আয় ১৫০০ টাকার নিচে কি-না, একমাত্র রোজগারী মহিলা কি-না, কেবল বসত বাড়ী আছে নাকি অন্যের বাসায় ভাড়া থাকা হয় তাছাড়া নিজের বা পারিবারিক কোনো কৃষি জমি কিংবা পুকুর আছে কি-না সে বিষয়ে তথ্য দিতে হবে। 

(ঙ) শিক্ষাগত যোগ্যতা: পড়াশোনা কতটুকু করা হয়েছে সে বিষয়ে তথ্য দিতে হবে। 

গর্ভবতী ভাতা অনলাইন আবেদন ফরম ডাউনলোড লিংক: 

[https://dwa.gov.bd/sites/default/files/files/dwa.portal.gov.bd/page/146b9031_9dc0_42db_99f5_5dde4ab8b332/Maternity%20Allowance%20form.pdf

চুড়ান্ত মন্তব্য 

গর্ভবতী ভাতার আবেদন ফরম এর মাধ্যমেই ভাতা এর টাকার জন্য আবেদন করতে হয়। আবেদন প্রক্রিয়া জটিল নয়, তাছাড়া ২০২৪ সালে এসে প্রতি মাসে ৮০০ টাকা করে প্রদান করা হয় এবং এই সহায়তা মোট ৩৬ মাস পর্যন্ত চালু থাকে। তিন বছরের শেষে মোট ২৮,৮০০ টাকা পাওয়া যায়। আর্থ-সামাজিক অবস্থা মন্দ হলে ভাতার এই টাকা একজন গর্ভবতী নারীর জন্য অনেকটাই উপকৃত হওয়ার মতই।  

Visited 1,400 times, 1 visit(s) today

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *