মাতৃত্বকালীন ভাতা কবে দিবে ২০২৪

মাতৃত্বকালীন ভাতা প্রতি তিন মাস অন্তর দেয়া হয়। ২০২৪ সালে মাতৃত্বকালীন ভাতা কবে দিবে জানতে শেষ অব্দি পড়ুন।

মাতৃত্বকালীন ভাতা আবেদন করার পর যাদেরকে নির্বাচিত করা হয়, তাদেরকে বিকাশ/নগদ সহ মোবাইল ব্যাংকিং মাধ্যমে ভাতা প্রদান করা হয়। মাতৃত্বকালীন ভাতা প্রতি মাসে ৮০০ টাকা হিসেবে তিন মাস অন্তর অন্তর প্রদান করা হয়।

যারা ভাতা আবেদন করেছেন বা আগে থেকে ভাতা পাচ্ছেন, তারা ২০২৪ সালের ভাতা এখনো পাননি। তো চলুন, কবে পাবেন জেনে নেয়া যাক।

মাতৃত্বকালীন ভাতা কবে দিবে ২০২৪

মাতৃত্বকালীন ভাতা প্রতি তিন মাস অন্তর অন্তর প্রদান করা হয়। যারা ভাতা পায়, তাদেরকে ইতোমধ্যে ভাতা প্রদান করা হয়েছে। এছাড়া, যারা ভাতা পায়নি, তারা উপজেলা মা ও শিশু কার্যালয়ে যোগাযোগ করলে ভাতা সংক্রান্ত তথ্য জানতে পারবেন।

এছাড়া, ২০২৫ সালের শুরুর দিকে মাতৃত্বকালীন ভাতা প্রদান শুরু করা হবে। প্রতিবার ভাতার টাকা প্রদান করার সময় ৩ মাসের ভাতার টাকা একবারেই প্রদান করা হয়। তাই, যারা ভাতার টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন, তারা জানুয়ারি মাসের শুরুর দিকে ভাতার টাকা পাবেন।

আপনার ভাতার টাকা পেয়েছেন কিনা বা ভাতার টাকা এসেছিলো কিনা জানার জন্য মোবাইল ব্যাংকিং মাধ্যম চেক করুন। অর্থাৎ, অনলাইনে আবেদন বা সরাসরি আবেদন করার সময় যে বিকাশ/নগদ নাম্বার দিয়েছিলেন, সেটি চেক করে দেখুন টাকা এসেছে কিনা।

তবে, আপনি যদি সন্তানের ০ দিন বয়স থেকে ৩৬ মাস বয়স অব্দি মাতৃত্বকালীন ভাতা পেয়ে থাকেন, তাহলে আপনাকে আর ভাতা প্রদান করা হবেনা। সন্তানের ০ দিন বয়স থেকে ৩৬ মাস বয়স পর্যন্ত প্রথম এবং দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে এই ভাতা পাওয়া যায়।

তৃতীয় সন্তানের ক্ষেত্রে মাতৃত্বকালীন ভাতার জন্য আবেদন করা যায়না এবং আবেদন করা হলেও নির্বাচিত করা হবে। এছাড়াও, এই ভাতার জন্য আবেদন করার বেশ কিছু শর্তাবলি আছে যা মানতে হবে। নয়তো, ভাতা আবেদন অনুমোদন করা হবেনা।

ভাতার টাকা দিতে দেরি হচ্ছ কেন?

মাতৃত্বকালীন ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা সহ অন্যান্য ভাতার টাকা দিতে কিছুটা দেরি হচ্ছে। এছাড়া, কিছু ভাতার আবেদন এখনো শুরু হয়নি। এসব সমস্যা সাময়িক এবং দ্রুতই সমাধান হয়ে যাবে।

ভাতার টাকা দিতে দেরি হওয়া বা ভাতার জন্য আবেদন গ্রহণ শুরু করতে দেরি হওয়ার অন্যতম কারণ হচ্ছে দেশের বর্তমান পরিস্থিতি। কিছুদিন পূর্বে রাজনৈতিক পটপরিবর্তন হওয়ার কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে।

তাই, ভাতার জন্য আবেদন গ্রহণ করা এবং ভাতার টাকা প্রদান করতে দেরি হচ্ছে।

সারকথা

মাতৃত্বকালীন ভাতা বিভিন্ন সমস্যার কারণে দিতে দেরি হতে পারে। তবে, যারা ইতোমধ্যে ভাতা পেয়েছেন, তারা আবারও ভাতার টাকা ২০২৫ সালের জানুয়ারি মাসের শুরুর দিকে পাবেন। এছাড়া, যাদের ভাতার সকল টাকা পাওয়া হয়েছে, তারা আর ভাতা পাবেন না।

4 thoughts on “মাতৃত্বকালীন ভাতা কবে দিবে ২০২৪”

    • ভাতার টাকা না আসার যে কারণ গুলো আছে সেগুলো চেক করুন। এবং সবশেষে ইউনিয়ন পরিষদ অথবা সমাজসেবা অধিদপ্তরের যোগাযোগ করুন।

      Reply

Leave a Comment