দৃষ্ট্রি প্রতিবন্ধীদের কম্পিউটার অপারেটিং প্রশিক্ষন দেবে এনএসবিপি বাংলাদেশ

প্রিয় পাঠক পাঠিকাবৃন্দ, প্রতিবন্ধী বিডি ডট কম এর পক্ষ থেকে আন্তরিক প্রিতি ও ভালবাসা গ্রহণ করবেন। এই পোস্টে দৃষ্ট্রি প্রতিবন্ধীদের কম্পিউটার অপারেটিং প্রশিক্ষন সম্পর্কে আলোচনা করা হবে। তাই সকল দৃষ্ট্রি প্রতিবন্ধীদের কাছে প্রতিবন্ধী বিডি ডট কম এর বিশেষ অনুরোধ। আপনারা এই পোস্টটি অবশ্যই সম্পুর্ণ পড়বেন। তো আর কথা না বাড়িয়ে এবার মুল আলোচনা শুরু করা যাক।

জাতীয় দৃষ্ট্রিহীন ও দৃষ্ট্রি প্রতিবন্ধী সংস্থা (এনএসবিপি) সারা দেশ ব্যাপি দৃষ্ট্রিহীন ও দৃষ্ট্রি প্রতিবন্ধীদের জন্য কাজ করে থাকে। এনএসবিপির প্রথানতম লক্ষ্য হল: প্রতিবন্ধীদের শিক্ষা এবং উপযুক্ত প্রশিক্ষন প্রদান করে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলা। তারই ধারাবাহিকতায় এনএসবিপি দৃষ্ট্রিহীন ও দৃষ্ট্রি প্রতিবন্ধীদের বিনামুল্যে কম্পিউটার অপারেটিং প্রশিক্ষন প্রদান করে।

বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ, এই যুগে দৈনন্দিন যাবতীয় কাজকর্ম প্রযুক্তি নির্ভর হয়ে গেছে। যেমন নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় থেকে শুরু করে বাসার বিদ্যুত বিল প্রদান, সব কিছুই অনলাইনের মাধ্যমে করা যায়। প্রযুক্তির উৎকর্সতার সুবিধা থেকে দৃষ্ট্রি প্রতিবন্ধীরা বঞ্চিত হবে কেন। দৃষ্ট্রি প্রতিবন্ধীদের উচিত উপযুক্ত প্রযুক্তিগত প্রশিক্ষন গ্রহণ করে নিজেদের দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলা।

দৃষ্ট্রি প্রতিবন্ধীদের কম্পিউটার প্রশিক্ষন

আপনারা হয়ত অনেকেই ভাবছেন দৃষ্ট্রি প্রতিবন্ধীরা আবার কিভাবে কম্পিউটার অপারেটিং প্রশিক্ষন গ্রহণ করবে। আপনাদের জন্য বলছি বর্তমানে এমন অনেক সফটয়ার আছে যা স্কিনে প্রদর্শিত লেখাকে শব্দে পরিণত করে শোনায়। অর্থ্যাৎ কম্পিউটার স্কিনে যে লেখাই আসুক না কেন সফটয়ার তা অডিওতে রুপান্তর করে শোনাবে।

এই প্রযুক্তি ব্যবহার করে বর্তমানে দৃষ্ট্রি প্রতিবন্ধীরাও কম্পিউটার এবং স্মার্ট ফোন অপারেটিং করতে পারে। আর এই প্রযুক্তির মাধ্যমেই দৃষ্ট্রি প্রতিবন্ধীদের কম্পিউটার অপারেটিং প্রশিক্ষন দেবে এনএসবিপি বাংলাদেশ। তাই আপনি যদি চোখে কিছুই দেখতে না পান তবেও কোন সমস্যা নেই। আবার আপনি যদি চোখে কিঞ্চিত দেখতে পান তবুও আপনি এই প্রশিক্ষন গ্রহণ করতে পারবেন।

প্রশিক্ষনের মেয়াদকাল

এনএসবিপির কম্পিউটার অপারেটিং প্রশিক্ষনের মেয়াদকাল ১৫ দিন থেকে এক মাস পর্যন্ত হতে পারে। প্রশিক্ষনের মেয়াদকাল প্রশিক্ষনার্থীর মেধার উপর নির্ভর করে। অর্থ্যৎ যদি কোন প্রশিক্ষনার্থী দ্রæত শিখে নিতে পারে। তবে তার কোর্স দ্রæত শেষ হবে। আর যদি কোন প্রশিক্ষনার্থী ধীরে ধীরে শেখে, তবে তার কোর্স সমাপ্ত হতে দেরী হবে।

প্রশিক্ষন ফি

এনএসবিপির এই প্রশিক্ষন গ্রহণ করতে আপনাকে কোন ফি কিংবা টাকা পয়সা দিতে হবে না। আপনি সম্পুর্ণ বিনামুল্যে প্রশিক্ষন গ্রহণ করতে পারবেন। এছাড়াও প্রশিক্ষন চলাকালীন সময়ে বিনামুল্যে আবাসন এবং খাবার সুবিধা পাবেন। কোর্স ফি তো নেই-ই এমনকি থাকা খাওয়ার জন্য কোন টাকা দিতে হবে না। আপনার সকল ব্যয় এনএসবিপি নির্বাহ করবে।

নিজশ্ব কম্পিউটার ল্যাব

এনএসবিপির নিজশ্ব কম্পিউটার ল্যাব আছে। সুতরাং আপনাকে কোন কম্পিউটার বা ল্যাপটপ সাথে নিয়ে আসতে হবে না। আপনি এনএসবিপির নিজশ্ব ল্যাবে প্রশিক্ষন গ্রহণ করতে পারবেন। দক্ষ প্রশিক্ষক দারা প্রশিক্ষন কোর্স সম্পন্য করা হয়। তাই প্রশিক্ষনের মান সম্পর্কে কোন সন্দেহ নেই। এনএসবিপির কম্পিউটার ল্যাবে কম্পিউটার, স্কানার, প্রিন্টার, ইন্টারনেট সংযোগ আছে।

খাবারের মান কেমন

এনএসবিপিতে প্রশিক্ষন চলাকালীন সময়ে সকালের খাবারে সাদা ভাতের সাথে ডাল, সবজি কিংবা ডিমের তরকারী সরবরাহ করা হয়। দুপুরের খাবারে সাদা ভাতের সাথে গরু বা খাসির মাংশ সরবরাহ করা হবে। রাতের খাবারে সাদা ভাতের সাথে ডিমের তরকারী কিংবা ডাল সবজি সরবরাহ করা হবে। এছাড়াও প্রশিক্ষন চলাকালীন সময়ে বেলা ১১ ঘটিকায় নাস্তা সরবরাহ করা হবে।

আবাসন সুবিধা

এনএসবিপির নিজশ্ব আবাসিক হল আছে। আপনি যদি এখানে প্রশিক্ষন গ্রহণ করতে আসেন। তবে এনএসবিপির নিজশ্ব আবাসিক হলে থাকতে পারবেন। আবাসিক হলের পরিবেশ ভাল। এনএসবিপির আবাসিকক হলটি চার তলা বিল্ডিং সম্বলিত। প্রতিটি রুমে ফ্লোরে বিছানা করে ঘুমাতে হয়। কোন খাট বা চোকির ব্যবস্থা নেই। তবে লাইট ও ফ্যানের ব্যবস্থা আছে।

প্রশিক্ষন গ্রহনের জন্য যোগাযোগ

আপনি যদি দৃষ্ট্রিহীন কিংবা দৃষ্ট্রি প্রতিবন্ধী হন কেবল তবেই এনএসবিপি থেকে প্রশিক্ষন গ্রহণ করতে পারবেন। প্রশিক্ষন গ্রহণের জন্য কল করুন এই নাম্বারে: ০১৭৯৯ ৮৩৩৪০৩। কল করে আপনার নাম, বয়স, পেশা ও ঠিকানা এবং প্রতিবন্ধীতার ধরণ উল্লেখ করে বলবেন আপনি কম্পিউটার অপারেটিং প্রশিক্ষন গ্রহণ করতে চান। কবে কখন কোথায় আসতে হবে আপনাকে তা জানিয়ে দেয়া হবে।

প্রিয় পাঠক, এই ছিল আমাদের আজকের আলোচনা, এই পোস্টটি পড়তে আপনার কেমন লাগল তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি আর কি বিষয়ে জানতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের চাহিদা অনুযায়ি পোস্ট করার চেষ্টা করব। আপনি যদি কোন পয়েন্ট বুঝতে না পারেন তবে কমেন্ট করুন আমরা আপনার কনফিউশন দূর করব। সকলে ভাল থাকবেন সুস্থ্য থাকবেন এবং লেখাটি পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।

Leave a Comment