অনেকেই আছেন যারা সুবর্ণ নাগরিক কার্ডের জন্য আবেদন করার সময় ভুল তথ্য দিয়ে ফেলেছেন কিংবা কার্ড প্রসেসিং এর সময় ভুল তথ্য চলে এসেছে। এমতাবস্থায়, সুবর্ণ নাগরিক কার্ড সংশোধন করার খুব জরুরি, কেননা এই কার্ড একজন প্রতিবন্ধী ব্যক্তির পরিচয় বহন করে। তাই এবারের আর্টিকেলে সুবর্ণ নাগরিক আইডি কার্ড সংশোধন করার সম্পুর্ণ নিয়ম সম্পর্কে আলোচনা করবো।
সুবর্ণ নাগরিক আইডি কার্ড সংশোধন
সুবর্ণ নাগরিক আইডি কার্ড প্রতিবন্ধী ব্যক্তির জন্য একটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। এটি তাদের জন্য রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা, সেবা এবং অন্যান্য সুবিধা প্রাপ্তির জন্য ব্যবহৃত হয়। তবে অনেকের ক্ষেত্রে এই কার্ডের তথ্য সঠিক না থাকার কারণে তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়।
কিছু মানুষের ক্ষেত্রে আবেদন করার সময় ভুল তথ্য প্রদান করা হয়, আবার কিছু ক্ষেত্রে প্রক্রিয়া চলাকালীনও ভুল তথ্য চলে আসতে পারে। সেক্ষেত্রে, সুবর্ণ নাগরিক আইডি কার্ড সংশোধন করা অত্যন্ত জরুরি। আসুন তবে জেনে নেই সুবর্ণ নাগরিক আইডি কার্ড সংশোধন করতে কি কি লাগবে সে বিষয়ে।
সুবর্ণ নাগরিক আইডি কার্ড সংশোধন করতে কি কি লাগে
সুবর্ণ নাগরিক কার্ড সংশোধন করার জন্য নির্দিষ্ট কিছু ডকুমেন্টস প্রয়োজন, যেগুলি আপনার আবেদনটি সঠিকভাবে প্রক্রিয়া করার জন্য উপস্থাপন করতে হবে। এই ডকুমেন্টগুলো হলো:
১) প্রতিবন্ধী পরিচয়পত্রের নম্বর: আপনি যে সুবর্ণ নাগরিক আইডি কার্ডের সংশোধন করতে চাচ্ছেন, তার আইডি নম্বরটি প্রথমেই উল্লেখ করতে হবে।
২) জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের ফটোকপি: যদি সংশোধনকারী তথ্য জন্ম তারিখ বা ব্যক্তিগত অন্য কোনও তথ্যের সংশোধন হয়, তাহলে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন।
৩) চেয়ারম্যান সনদ: সংশোধিত তথ্যের সঠিকতা যাচাই করতে চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত একটি সনদ প্রয়োজন।
৪) যে বিষয়ে সংশোধন করতে হবে, সে বিষয়ে ভেরিফিকেশন ডকুমেন্টস: সংশোধনের প্রমাণস্বরূপ যথাযথ ডকুমেন্ট প্রদান করতে হবে। যেমন, জন্ম তারিখ সংশোধন করলে জন্ম নিবন্ধন সনদ বা অন্য কোন প্রমাণপত্র লাগবে।
৫) প্রতিবন্ধী ব্যক্তির ছবি: ছবির মাধ্যমে আপনার পরিচয় প্রমাণিত হতে হবে।
অনলাইনে সুবর্ণ নাগরিক কার্ড সংশোধন
বর্তমানে অনলাইনে সুবর্ণ নাগরিক আইডি কার্ডের সংশোধন করার কোনো সুযোগ নেই। তবে অনলাইন থেকে আবেদন ফরম ডাউনলোড করা যাবে। তবে অনলাইনে আবেদন করার ব্যবস্থা নেই। আবেদন করতে চাইলে সরাসরি করতে হবে সমাজসেবা অধিদপ্তরে গিয়ে।
সুবর্ণ নাগরিক আইডি কার্ড সংশোধন করার নিয়ম
সুবর্ণ নাগরিক কার্ড সংশোধন করার জন্য প্রথমেই চলে যেতে হবে সমাজসেবা অধিদপ্তরে, সেখানে গিয়ে আবেদন ফরম তুলতে হবে। এই সময় আপনার কাছে অরিজিনাল সুবর্ণ নাগরিক আইডি কার্ড থাকতে হবে।
আবেদন ফরমটি অত্যন্ত সতর্কতার সাথে পূরণ করতে হবে। আবেদন ফরমে যে তথ্য সংশোধন করতে চান তা সঠিকভাবে উল্লেখ করুন।
উদাহরণস্বরূপ:
নাম, জন্ম তারিখ, ঠিকানা, পিতার নাম, মাতার নাম, ছবি, ইত্যাদি। সংশোধন করতে চাইলে, সংশোধনের পূর্বের তথ্য এবং সংশোধিত তথ্য উল্লিখিত ছকে সঠিকভাবে উল্লেখ করুন।
তাছাড়া আপনার আবেদন ফরমের সাথে সংশোধন প্রমাণক কিছু ডকুমেন্ট সংযুক্ত করতে হবে, যেমন:
- জন্ম তারিখ সংশোধনের জন্য জন্ম নিবন্ধন সনদ।
- অন্য যেকোনও সংশোধনের জন্য সংশ্লিষ্ট প্রমাণপত্র।
- চেয়ারম্যান সনদ।
আবেদন ফরম পূরণ ও ডকুমেন্টস সংযুক্ত করার পর, ফরমটি সমাজসেবা অধিদপ্তরে জমা দিন। জমা দেওয়ার পর ফরমের নিচের অংশ কেটে আপনার কাছে একটি রিসিপ্ট থাকবে, যাতে সংশোধিত আইডি কার্ডের সংগ্রহের তারিখ উল্লেখ থাকবে। উক্ত তারিখে গিয়ে সংশোধিত সুবর্ণ নাগরিক আইডি কার্ড অফিস থেকেই সংগ্রহ করতে হবে।
# সুবর্ণ নাগরিক আইডি কার্ড সংশোধন আবেদন ফরম pdf
সুবর্ণ নাগরিক আইডি কার্ড সংশোধন আবেদন ফরম পূরণ করার নিয়ম
আবেদন ফরম পূরণ করার ক্ষেত্রে বেশ সতর্কতা অবলম্বন করতে হবে। আবেদন ফরম পূরণের সময় আপনার অরিজিনাল সুবর্ণ নাগরিক আইডি কার্ডটি সঙ্গে রাখতে হবে, কারণ সেখানে থাকা তথ্যের ভিত্তিতে সংশোধন করতে হবে।
১) প্রথমেই প্রতিবন্ধী ব্যক্তির পরিচয়পত্রে থাকা নামটি লিখে দিতে হবে।
২) এরপর একেক করে প্রতিবন্ধী কার্ডে থাকা বর্তমানে সংরক্ষিত তথ্য যেমন নাম, পিতার নাম, মাতার নাম, স্বামী/স্ত্রীর নাম, জন্ম তারিখ, ছবি, ঠিকানা ইত্যাদি লিখতে হবে। এর পাশের ছকেই অনুরূপ তথ্য লিখতে হবে, তবে এবার লিখবেন সেটা–যেটাতে পরিবর্তন আনতে চাচ্ছেন।
উধাহরণ সরুপঃ জন্ম তারিখে সংশোধনের প্রয়োজন হলে আগের জন্মতারিখ লিখবেন ফরমে থাকা ছকে বাম দিকে আর সঠিক জন্ম তারিখ লিখবেন ছকের ডান পাশে।
৩) এবার আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে কিছু দলিল যা আপনার সংশোধিত আবেদনকে যথাযথ ও গ্রহনযোগ্য করে তোলে। এক্ষেত্রে যদি জন্ম তারিখ সংশোধনের প্রয়োজন হয় তবে জন্ম নিবন্ধন লাগবে বা এমন কিছু লাগবে যা জন্ম তারিখ ভেরিফাই করে।
সবশেষে চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত সনদ গুলো জমা দিতে হবে আবেদন পত্রের সঙ্গে। সমাজসেবা পক্ষ থেকে সেগুলো যাচাই করবে এবং যথাযথ ভাবে নতুন সংশোধিত সুবর্ণ নাগরিক আইডি কার্ড তৈরি করে দিবে।
চুড়ান্ত মন্তব্য
সুবর্ণ নাগরিক কার্ড সংশোধন করার প্রক্রিয়া অনেকটাই সরল হলেও এটি যথাযথভাবে অনুসরণ করা অত্যন্ত জরুরি। ভুল তথ্য থাকলে তা সংশোধন করা না হলে, একজন প্রতিবন্ধী ব্যক্তির অধিকার এবং সুবিধা প্রাপ্তিতে সমস্যা সৃষ্টি হতে পারে। তাই, সঠিক তথ্য দিয়ে আবেদন করুন এবং প্রক্রিয়াটি সঠিকভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা অনুসরণ করুন। এবং প্রতিবন্ধী কার্ড বা সুবর্ণ নাগরিক কার্ড সংক্রান্ত অন্য কিছু জানার থাকলে এখানে ক্লিক করুন, ধন্যবাদ।

প্রতিবন্ধী বিডি একটি সেবামূলক ওয়েবসাইট যেখানে বাংলাদেশের প্রতিবন্ধী শ্রেনীর নাগরিকদের প্রদানকৃত ভাতা ও অন্যান্য সেবা সমূহ নিয়ে তথ্য প্রদান করে থাকে। এছাড়াও সরকার দ্বারা প্রদানকৃত অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা নিয়েও জানানো হয়ে থাকে। তবে এটা কোনো সরকারি ওয়েবসাইট নয়।