প্রিয় পাঠক পাঠিকাবৃন্দ, প্রতিবন্ধী বিডি ডট কম এর পক্ষ থেকে আন্তরিক প্রিতি ও ভালবাসা গ্রহণ করবেন। আজ আমরা একটি অতি গুরুত্বপুর্ণ বিষয়ে আলোচনা করব। ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ, এই তিন মাসের প্রতিবন্ধী বয়স্ক ও বিধবা ভাতার টাকা আসতে দেরি হবে। কেন দেরি হবে কবে নাগাদ ভাতার টাকা আসবে সে সম্পর্কে এই পোস্টে বিস্তারিত আলোচনা করব।
তাই সকল ভাতাভোগিদের কাছে প্রতিবন্ধী বিডি ডট কম এর বিশেষ অনুরোধ। আপনারা সকলে এই পোস্টটি সম্পুর্ণ পড়বেন। আমরা যারা প্রতিবন্ধী বয়স্ক বিধবা ভাতা পাই, তারা কম বেশি সকলেই জানি বাংলাদেশ সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে প্রতিবন্ধী বয়স্ক ও বিধবা ভাতা দিয়ে থাকে।
প্রতিবন্ধী বয়স্ক বিধবা ভাতা কবে দেবে ২০২৫
২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ, এই তিন মাসের প্রতিবন্ধী বয়স্ক ও বিধবা ভাতার টাকা দিতে এবার কিছুটা দেরি হবে। তার কারণ হল বিগত ৭/২/২০২৫ তারিখে ঢাকাতে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে সমাজকল্যাণ উপদেষ্টা বলেছেন: ভাতার তালিকা সংশোধন করা হবে এবং ভাতাভোগিদের আবার নতুন করে নিবন্ধন করতে হবে।
যেহেতু ভাতার তালিকা সংশোধন করা হবে এবং প্রতিবন্ধী বয়স্ক ও বিধবা ভাতা ভোগিদের আবার নতুন করে আবেদন করতে হবে। তাই ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ, এই তিন মাসের ভাতার টাকা দিতে দেরি হবে। উল্লেখ্য যে, সমাজকল্যাণ উপদেষ্টার বক্তব্য অনুযায়ি।
যারা সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় ভাতা সুবিধা পাচ্ছেন তাদের ৪৬ শতাংশই ভাতা পাওয়ার যোগ্য নয়। সরকার চায় তালিকা সংশোধন করে প্রকৃত যোগ্য ব্যক্তিদের ভাতা দিতে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ি ভাতা ভোগিদের আবার নতুন করে ভাতার জন্য নিবন্ধন করতে হবে।
নিবন্ধন করার পর নিবন্ধনকারীদের তথ্য মাঠ পর্যায় থেকে যাচাই বাছাই করা হবে। এই বিরাট কর্মযোগ্য সম্পাদন করতে সময়ের প্রয়োজন। তাই আগামী কিস্তির প্রতিবন্ধী বয়স্ক ও বিধবা ভাতার টাকা দেয়া অনিশ্চিত। তালিকা সংশোধন করার পর কেবলমাত্র যোগ্য ভাতাভোগিদেরই ভাতার টাকা দেয়া হবে।
অনেকেই প্রতিবন্ধী না হয়েও বিভিন্য অসাধু পন্থ্য অবলম্বন করে প্রতিবন্ধী কার্ড করিয়েছেন। এবং সেই প্রতিবন্ধী কার্ড ব্যবহার করে প্রতিবন্ধী ভাতাও করিয়েছেন। আপনাদের জন্য আগামীতে বড় দুসংবাদ আসতে যাচ্ছে। সরকার যদি মাঠ পর্যায় থেকে তথ্যা যাচাই বাছাই করে ভাতার টাকা দেয়। তবে আপনাদের ভাতা বালিত হবে।
সর্বপরি ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ এই তিন মাসের ভাতার টাকা এপ্রিল মাসে দেবার কথা ছিল। কিন্তু সরকারের ভাতা তালিকা সংশোধনের সিদ্ধান্তের কারণে এপ্রিল মাসে ভাতার টাকা আসার আর কোন সম্ভবনা নেই। ভাতার টাকা কবে দেয়া হবে সে সম্পর্কে আমরা তিখœ দৃষ্ট্রি রাখছি।
ভাতার টাকা কবে দেবে এ সংক্রান্ত কোন তথ্য পাওয়া মাত্রই আমরা তা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করব। তাই আপনারা আমাদের ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখবেন।
কাদের ভাতা বাতিল হবে
ভাতার তালিকা সংশোধন করার পর কাদের ভাতা বাতিল করা হবে সে সম্পর্কে আমরা এবার আলোচনা করব। উপরে আমরা আলোচনা করেছি বাংলাদেশ সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় বিতরণকৃত ভাতার তালিকা সংশোধন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
তালিকা সংশোধিত হলে অযোগ্য ব্যক্তিদের ভাতা বাতিল করা হবে যেমন: প্রতিবন্ধী ভাতার কেতাবি নাম হল: অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কর্মসূচী। তাই প্রতিবন্ধী ভাতা কেবলমাত্র অসচ্ছল প্রতিবন্ধীদের পাবার কথা। কিন্তু অনেক সচ্ছল প্রতিবন্ধীরাও বিভিন্য কুট কৌশল ব্যবহার করে প্রতিবন্ধী ভাতা করিয়েছেন।
মোট কথায় সচ্ছল প্রতিবন্ধীদের প্রতিবন্ধী ভাতা বাতিল করা হবে। প্রতিবন্ধী ভাতা এমন প্রতিবন্ধীদের জন্য। যারা কোন কাজ কর্ম করতে পারে না এবং তিব্র প্রতিবন্ধীতার শিকার কিংবা গুরুতর অসুস্থ্য।
এছাড়া যারা সচ্ছল পরিবারে বসবাস করার পরেও বিভিণ্য কুট কৌশল অবলম্বন করে বয়স্ক ভাতা করিয়েছেন আপনাদের বয়স্ক ভাতাও বাতিল হবে। কারণ বয়স্ক ভাতা অসচ্ছল অসহায় ও গরীব বয়স্ক ব্যক্তিদের জন্য। কিন্তু আমাদের আশেপাশে এমন নেক ব্যক্তিদের দেখা যায়।
যারা ধনী পরিবারের সদস্য এবং অর্থ বিত্তের মালিক হবার পরেও বয়স্ক ভাতা গ্রহণ করে। এমন ব্যক্তিদের বয়স্ক ভাতা বাতিল করে কেবলমাত্র অসহায়, গরীব দরিদ্র বয়স্ক ব্যক্তিদের বয়স্ক ভাতা দেয়া হবে।
বিধবা ভাতার ক্ষেত্রেও ব্যপারটা একই রকম। বিধবা ভাতা হল অসহায় গরীব বিধবা নারীদের জন্য। তাই কেবলমাত্র অসহায় গরীব বিধবা নারীদেরই বিধবা ভাতা প্রদান করা হবে। আপনারা যারা সচ্ছল পরিবারে বসবাস করেও বিধবা ভাতা নিচ্ছেন তথ্য যাচাই বাছাই সাপেক্ষে আপনাদের বিধবা ভাতা বাতিল করা হবে।
সর্বপরি যারা প্রকৃত ভাতা পাওয়ার যোগ্য এবং কোন কুট কৌশল ব্যবহার করে ভাতা করেনি তাদের ভয়ের কোন কারণ নেই। সরকার আপনাদের ভাতা বাতিল করবে না। সরকার কেবলমাত্র ভাতা পাওয়ার অযোগ্য ব্যক্তিদের ভাতাই বাতিল করবে। কারা ভাতা পাওয়ার যোগ্য বা অযোগ্য এ বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা আছে।
অর্থ্যৎ প্রতিটি ভাতা বিতরণ নীতিমালা আছে সেই নীতিমালা পড়লেই আমরা আরও বিস্তারিত জানতে পারব। আজকের মত তাহলে এ পর্যন্তই, সকলে ভাল থাকবেন সুস্থ্য থাকবেন এবং নিয়মিত চোখ রাখবেন প্রতিবন্ধী বিডি ডট কম ওয়েবসাইটে। লেখাটি পড়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

প্রতিবন্ধী বিডি একটি সেবামূলক ওয়েবসাইট যেখানে বাংলাদেশের প্রতিবন্ধী শ্রেনীর নাগরিকদের প্রদানকৃত ভাতা ও অন্যান্য সেবা সমূহ নিয়ে তথ্য প্রদান করে থাকে। এছাড়াও সরকার দ্বারা প্রদানকৃত অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা নিয়েও জানানো হয়ে থাকে। তবে এটা কোনো সরকারি ওয়েবসাইট নয়।