২০২৫ সালের অনুযায়ী প্রতিবন্ধী ভাতা কত মাস পর পর দেয়? 

২০২৫ সালে ইতিমধ্যেই প্রতিবন্ধী ভাতার প্রথম কিস্তি দিয়ে দেওয়া হয়েছে। অনেকেই রয়েছে যারা ভাতা পেয়েছে আবার কিছু  ব্যক্তির ক্ষেত্রে ভাতা সংক্রান্ত ইস্যু থাকার কারণে এখনো কি প্রথম কিস্তির ভাতা পায়নি।

উক্ত বিষয়কে কেন্দ্র করেই অনেকেই জানতে চেয়েছে প্রতিবন্ধী ভাতা কত মাস পর পর দেয়া হয়?  আজকের এই আর্টিকেলটির মাধ্যমে প্রতিবন্ধী ভাতা প্রদানের যে সময়কালটা রয়েছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। 

এটা আমরা সকলেই জানি যে বাংলাদেশ সরকার প্রতিবন্ধী জনগোষ্ঠীদের একটি নির্দিষ্ট অংশ যারা পুত্র এবং অসচ্ছল তাদের প্রতি মাসে একটি নির্দিষ্ট হারে ভাতা প্রদান করে যাচ্ছে।  ২০০৫-৬ অর্থবছর থেকে শুরু করে এখন অব্দি ভাতার পরিমাণ এবং সময়কাল এর বেশ কিছু পরিবর্তন এসেছে। 

২০০৫-৬ অর্থবছরে ভাতার কার্যক্রম শুরু করা হয় এবং তখন ভাতার পরিমাণ ছিল প্রতি মাসে 200 টাকা করে। এই মুহূর্তে তথা 2025 সালে এসে প্রতিবন্ধী ভাতার টাকার পরিমাণ দাঁড়িয়েছে ৮৫০ টাকাতে। প্রতি মাসে একজন প্রতিবন্ধী ব্যক্তিকে ৮৫০ টাকা করে ভাতা প্রদান করা হচ্ছে তবে প্রতিমাসের তাদের ভাতা দেওয়া হচ্ছে না। ভাতা দেওয়া হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর একত্রে।  এবার আসুন জেনে নেওয়া যাক প্রতিবন্ধী ভাতা কত মাস পর পর দেওয়া হয় এবং বছরে কতবার দেওয়া হয়। 

প্রতিবন্ধী ভাতা কত মাস পর পর দেওয়া হয়? 

সাধারণত প্রতিবন্ধী ভাতা ৩ মাস পর পর দেওয়া হয়ে থাকে। ভাতার সময়কাল শুরু হয় দেশের অর্থবছরকে কেন্দ্র করে। প্রতিবছর জুন-জুলাই মাসে বাজেটের মাধ্যমে উক্ত বছরের ভাতার পরিমাণ নির্ধারিত হয় এবং জুলাই থেকে শুরু করে প্রতি ৩ মাসের কিস্তির ভিত্তিতে ভাতা প্রদান করা হয়। 

তাহলে পুরো বিষয়টি মিলালে দেখা যায়, 

এক বছরে ভাতা প্রদান করা শুরু হয় জুন-জুলাই মাসের মধ্যে। এরপর ৩ মাস ভাতা প্রদান করা হয় তথা, অক্টোবর মাসে। এরপর আবার ৩ মাস পর ভাতা দেয়া হয় জানুয়ারি মাসে, একই ভাবে ৩ মাস পর আবার ভাতা দেয়া হয় এপ্রিল মাসে। এবং সবশেষে ভাতা প্রদান করে জুন-জুলাই মাসে।

এভাবেই প্রতি বছর ৩ মাস পর পর মোট ৪ বারে প্রতিবন্ধী ভাতা দেয়া হয়ে থাকে। 

প্রতিবন্ধী ভাতা কত টাকা দেয়া হবে ২০২৫ সালে?

২০২৫ সালের হিসেবে প্রতি মাসে প্রতিবন্ধী ভাতার টাকার পরিমাণ ৮৫০ টাকা। এক্ষেত্রে প্রতি ৩ মাস পর পর ভাতা দেয়া হবে ৮৫০*৩= ২৫৫০ টাকা। এবং পুরো বছর মোট ভাতা পাবে ৮৫০*১২= ১০২০০ টাকা। 

চুড়ান্ত মন্তব্য 

সবশেষে আপনি জানতে পারলেন প্রতিবন্ধী ভাতা কত মাস পর পর দেয়। মূলত প্রতি ৩ মাস পরপর প্রতিবন্ধী ভাতা দেয়া হয়, এবং প্রতি মাসে ভাতার পরিমাণ ৮৫০ টাকা করে। এতে করে প্রতি ৩ মাস পর মোট ২৫৫০ টাকা বিকাশ/নগদ এর মাধ্যমে আপনার একাউন্টে চলে আসবে আর পুরো বছরে ভাতার পরিমাণ হয়ে দাঁড়াবে ১০২০০ টাকা। 

প্রতিবন্ধী ভাতাসহ যেকোন ভাতার সর্বোশেষ আপডেট জানতে অনুসরণ করুন প্রতিবন্ধী ভাতা ডট কম, ধন্যবাদ। 

Visited 8 times, 8 visit(s) today

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *