প্রতিবন্ধী ভাতা কবে দিবে? ২০২৪-২৫ অর্থবছরে ভাতা দিতে লেট হওয়ার কারণ

প্রতিবন্ধী ভাতা দেয়ার কথা ছিলো জুলাই-সেপ্টেম্বর মাসের মধ্যেই তবে সেটা দেয়া হয়নি। এক্ষেত্রে প্রতিবন্ধী ভাতা কবে দিবে তা স্পেসিফিক ভাবে এখন অব্দিও বলা না গেলে ধারণা অনুযায়ী অক্টোবর মাসে দেয়ার সম্ভাবনা রয়েছে।

২০২৪ সালে প্রতিবন্ধী ভাতা দিতে লেট হওয়ার কারণ  

২০২৪ সালে ভাতার টাকা পেতে দেরির পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথমেই বলা যায়, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাদের মাঝে সাম্প্রতিক বদলি কার্যক্রম। [] সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন স্তরে বেশ কয়েকজন দক্ষ ও সৎ অফিসারকে বদলি করা হয়েছে, যা কাজের গতিতে প্রভাব ফেলছে। তাছাড়া, অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়কেও বদলি করা হয়েছে, যা আরও জটিলতা সৃষ্টি করেছে।

সমাজসেবা অধিদপ্তরের বড় একটি সমস্যা হলো পর্যাপ্ত জনবলের অভাব। অধিদপ্তরের বিভিন্ন স্তরে জনবল বৃদ্ধির দাবি জানানো হলেও তা এখনো পূরণ হয়নি। কর্মকর্তা-কর্মচারীদের দাবিগুলোও কার্যকর না হওয়ায় আন্দোলন হচ্ছে, যা প্রশাসনিক কাজের গতি কমিয়ে দিয়েছে।

নগদের দুর্বল সিকিউরিটি সিস্টেম

নগদ এর মাধ্যমে ভাতা প্রদান করা হলেও, সিকিউরিটি সিস্টেম দুর্বল হওয়ায় অনেক জায়গায় ভাতাভোগীদের টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। পিন পাসওয়ার্ড ট্র্যাকিং বা সিম ক্লোনিংয়ের মাধ্যমে ভাতাভোগীদের টাকা চুরি হয়ে যাচ্ছে। তাই নগদ পদ্ধতিটি বাতিল করার দাবি উঠেছে এবং অন্য কোনো মাধ্যমে ভাতা দেওয়ার পরিকল্পনা চলছে, যা ভাতা প্রদানে বিলম্ব ঘটাচ্ছে।

লাইভ ভেরিফিকেশন প্রক্রিয়ায় দেরি হওয়া 

লাইভ ভেরিফিকেশনের মাধ্যমে উপকারভোগীর জীবিত থাকার নিশ্চয়তা প্রদান করতে হয়। সম্প্রতি দেখা যাচ্ছে যে, অনেক ক্ষেত্রে মৃত্যুর পরও ভাতাভোগীর নামে ভাতা যাচ্ছিল, যা অডিটে আপত্তি তুলেছে। তাই লাইভ ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে, এবং এটি পুরোপুরি সম্পন্ন না হওয়া পর্যন্ত ভাতা ছাড় করা সম্ভব নয়।

লাইভ ভেরিফিকেশন প্রক্রিয়ায় উপকারভোগীদের সশরীরে উপস্থিত হয়ে পরিচয় নিশ্চিত করতে হয়। বিশেষ করে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এবং প্রতিবন্ধী ভাতাভোগীদের ক্ষেত্রে এটি অত্যন্ত জরুরি। অনেক সময় ভুল তথ্য দিয়ে প্রতিবন্ধী কার্ড করা ব্যক্তিদের কার্ড বাতিল করার জন্যও এই ভেরিফিকেশন প্রক্রিয়া ব্যবহৃত হয়। আর মূলত এইসব বিষয় ভেরিফাই না করার ফলেই ভাতা দিতে দেরি হচ্ছে। 

প্রতিবন্ধী ভাতা কবে দিবে ২০২৪?

ভাতা কেনো দিতে দেরি হচ্ছে সে বিষয়ে তো জানা গেলো, এবার সবচেয়ে বড় প্রশ্ন হলো “প্রতিবন্ধী ভাতা কবে দিবে?” মূলত ভাতা বিতরণের সময়সূচি নির্ভর করছে লাইভ ভেরিফিকেশন প্রক্রিয়া কতটুকু সম্পন্ন হয়েছে তার ওপর। যখন লাইভ ভেরিফিকেশনের ৮০-৯০% শেষ হবে, তখনই পেরোল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। এখন পর্যন্ত ২০২৪ সালের পেরোল দেওয়ার কোনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তাই পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে এবং ভাতা পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে।

ভাতা প্রদানের সম্ভাব্য সময়

ধারণা করে বলা যাচ্ছে, অক্টোবর মাসেই সকলের একাউন্টে ভাতার টাকা জমা হবে। বর্তমান পরিস্থিতির কারণে প্রথম কিস্তির ভাতা ও দ্বিতীয় কিস্তির ভাতা একসাথে দেওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে লাইভ ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পরেই। 

প্রতিবন্ধী ভাতা সংক্রান্ত জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর 

১) প্রতিবন্ধী ভাতা কয় মাস পর পর দেয়

প্রতিবন্ধী ভাতা ৩ মাস পরপর বছরে মোট ৪ বার দেয়া হয়। ভাতা প্রদানের সময় শুরু হয় প্রতিবছর বাজেট পাশের পর থেকে। তবে ২০২৪ সালে বাজেট পাশ হওয়ার পরে এখন অব্দি (সেপ্টেম্বর,২০২৪) ভাতা প্রদান করা হয়নি দেশের সার্বিক পরিস্থিতির কারণে। তবে শিগ্রই (সম্ভব্য সময় অক্টোবর) ভাতার টাকা প্রদানের কার্যক্রম শুরু হবে। 

২) প্রতিবন্ধী ভাতা কত টাকা দিবে ২০২৪ সালে?

১ বছরে একজন প্রতিবন্ধী সরকার থেকে প্রতিবন্ধী ভাতা বাবদ ১০,২০০ টাকা পাবেন। 

৩) প্রতিবন্ধী ভাতা মাসে কত টাকা

প্রতি মাসে ৮৫০ টাকা করে ৩ মাস পরপর মোট ২৫৫০ টাকা করে দেয়া হবে ২০২৪-২৫ অর্থবছরে। 

সর্বশেষ তথ্য 

২০২৪ সালে প্রতিবন্ধী ভাতা কবে দিবে এটা এখন জাতীয় প্রশ্ন। কেননা, প্রথম কিস্তির প্রতিবন্ধী ভাতা প্রদানে নিদিষ্ট সময় থেকেও দেরি হয়েছে। এই দেরির পেছনে বিভিন্ন কারণ হলো: প্রশাসনিক জটিলতা, জনবল সংকট, নগদের সিকিউরিটি সমস্যা, এবং লাইভ ভেরিফিকেশন প্রক্রিয়ার ধীরগতি। 

তবে সমাজসেবা অধিদপ্তর নিরলসভাবে কাজ করছে এবং ভাতাভোগীদের সেবা প্রদান নিশ্চিত করার জন্য সমস্ত সমস্যা সমাধানে চেষ্টা চালাচ্ছে। তাই ভাতাভোগীদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং লাইভ ভেরিফিকেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে যাতে ভাতার টাকা সময়মতো পাওয়া যায়।

16 thoughts on “প্রতিবন্ধী ভাতা কবে দিবে? ২০২৪-২৫ অর্থবছরে ভাতা দিতে লেট হওয়ার কারণ”

  1. প্রতিবন্ধী ভাতা বাড়ানো হোক জোর দাবি জানাচ্ছি নওগাঁ জেলা পত্নীতলা থানা থেকে আমি মোঃ জাহিদ হাসান শারীরিক প্রতিবন্ধী ৮৫০ আছে অন্তত ১০০০ করলে ভালো হয় দেখবেন এ বিষয়টি ধন্যবাদ

    Reply
    • এটা কোনো সরকারি ওয়েবসাইট নয়, এখানে দাবী জানিয়ে খুব একটা লাভ হবে না। এই বিষয়ে সমাজসেবা অধিদপ্তরে যোগাযোগ করুন।

      Reply
  2. জানতে চাচ্ছি যে- তত্বাবধাযক সরকার এসে কি প্রতিবন্ধী ভাতা বাতিল করলো নাকি?

    Reply
    • না, কোনো ভাতা ই বাতিল হয় নি, সব ভাতার টাকাই পাবেন। পে রোল শেষ হয়ে গেছে, শিগ্রই স্থানীয় জায়গা থেকে ভাতা প্রদান শুর করবে (এই মাসেই)

      Reply
    • ১ম কিস্তির টাকা দেয়া হয়ে গেছে, না পেলে অপেক্ষা করুন কিংবা ইউনিয়ন পরিষদে যোগাযোগ করুন।

      Reply
  3. প্রতিবন্ধী ভাতা কবে দিবে
    একটু তাড়াতাড়ি দিলে ভালো হইতো
    ধন্যবাদ।

    Reply

Leave a Comment