জেনে নিন প্রতিবন্ধী ভাতা কর্মসূচি চালু হয় কবে এবং কত টাকা ছিলো?
বাংলাদেশ সরকার দেশের সকল দরিদ্র এবং অসচ্ছল প্রতিবন্ধীদের আর্থিক সহায়তা করার লক্ষ্যে প্রতিমাসে এক বিশেষ ভাতা প্রদান করে থাকে যাকে আমরা প্রতিবন্ধী ভাতা হিসেবে চিনি। অনেকে জানতে চায় প্রতিবন্ধী ভাতা কর্মসূচি চালু করা হয় কবে? এটা জানার উদ্দেশ্য হলো এই বিষয়টিতে সচেতন থাকা এবং সরকার দ্বারা প্রদত্ত ভাতার কার্যক্রম সম্পর্কে অবগত থাকা।
তাহলে এই আর্টিকেলটির মাধ্যমে আজকে জানবো প্রতিবন্ধী ভাতা কর্মসূচি চালু করা হয়েছিল কবে, পাশাপাশি আরো জানবো এই কর্মসূচি চালু করার উদ্দেশ্য কি ছিল, প্রথম দিকে প্রতিবন্ধী ভাতা কত টাকা করে দেওয়া হতো এবং বর্তমানে প্রতিবন্ধী ভাতা কত টাকা এবং কার্যক্রম কিরকম অবস্থানে রয়েছে সেসব সম্পর্কে বিস্তারিত।
প্রতিবন্ধী ভাতা কর্মসূচি চালু হয় কবে?
প্রথমেই শুরু করি প্রতিবন্ধী ভাতা কর্মসূচি চালু হয় কবে সে সম্পর্কে অবগত করার মাধ্যমে। ২০০১ সালে বাংলাদেশে প্রতিবন্ধী কল্যাণ আইন 2001 প্রণয়ন করা হয় এরপর এই আইন প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সংরক্ষণে কাজ করে।
সংবিধান ১৫, ১৭, ২০ এবং 29 অনুচ্ছেদে অন্যান্য স্বাভাবিক নাগরিকদের সাথে প্রতিবন্ধী ব্যক্তিদের সমসুযোগ ও অধিকার বিষয়ক আলোচনা করা হয়। তারই আলোকে সংবিধানের ১৫ অনুচ্ছেদ দায়-দায়িত্বের অংশ হিসেবে ২০০৫-৬ অর্থবছর হতে দরিদ্র ও অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রম প্রবর্তন করা হয়।
শুরুর দিকে তথা ২০০৫-২০০৬ অর্থবছরে দরিদ্র এবং অসচ্ছল প্রতিবন্ধীদের জন্য ভাতা বরাদ্দ ছিল মাসিক 200 টাকা। উক্ত বছরের মোট ১ লক্ষ ৪ হাজার ১৬৬ জন প্রতিবন্ধী ব্যক্তি কে ভাতার আওতায় নিয়ে আসা হয়েছিল।
প্রতিবন্ধী ভাতা কর্মসূচি চালু করার উদ্দেশ্য কি ছিলো?
প্রতিবন্ধী ভাতা কর্মসূচি চালু করার প্রথম এবং প্রধান উদ্দেশ্য হল দরিদ্র এবং অসচ্ছল প্রতিবন্ধী যারা স্বাভাবিক অন্যান্য মানুষের মত চলাফেরা কিংবা কর্মক্ষেত্রে নিজেদের মানুষই করতে পারে না তাদের আর্থিকভাবে সহায়তা করা।
একজন সাধারন মানুষ চাইলেই নিজের জীবনযাপনের জন্য যে কোন কিছু করে জীবন যাপনের বেসিক প্রয়োজন মেটাতে সক্ষম হয় তবে একজন প্রতিবন্ধী নিজের প্রতিবন্ধকতার জন্য অনেক ক্ষেত্রে তারা করে উঠতে পারে না।
এমতাবস্থায় দেশের নাগরিক এবং প্রতিবন্ধকতার মধ্যে থাকা প্রতিবন্ধীদের প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণে ভাতা প্রদান করে তাদের আর্থিক স্বচ্ছলতায় কিছুটা হলেও সাহায্য করায় ছিল প্রতিবন্ধী ভাতা কর্মসূচি চালু করার উদ্দেশ্য।
প্রতিবন্ধী ভাতা প্রথম দিকে কত টাকা দেয়া হতো?
যেমনটা কিছুক্ষণ আগেই বলা হলো ২০০৫-৬ অর্থবছরে প্রতিবন্ধী ভাতা কার্যক্রম শুরু হয় এবং ওই বছরে ১ লক্ষ ৪ হাজার ১০০ সিসিতজন প্রতিবন্ধী ব্যক্তি কে প্রতি মাসে 200 টাকা করে ভাতা প্রদান করা হতো।
এরপর ২০০৮-৯ অর্থবছরে ভাতা ভোগীর সংখ্যা বাড়িয়ে দুই লক্ষ তারা হয় এবং মাসিক ভাতার হার ৫০ টাকা বাড়িয়ে 250 টাকা বরাদ্দ করা হয়। এভাবেই প্রতিনিয়ত সময়ের স্রোতে ভাতা ভোগের সংখ্যা এবং ভাতার টাকার পরিমাণও বৃদ্ধি পায়।
2009 10 অর্থবছরে ভাতা বর্গির সংখ্যা ২ লক্ষ ৬০ হাজার জন হয়ে গিয়েছিল এবং মাসিক ভাতা ৩০০ টাকা করে পেত। এভাবেই ২০১৫তে ভাতার পরিমান ছিল ৫০০ টাকা এবং ১৬ সালে তা ৬০০ টাকা হয়েছে এবং ১৭-১৮ অর্থবছরে ভাতার পরিমাণ 700 টাকা নির্ধারণ করা হয়।
এবার যদি বর্তমান সময়ের কথা বলি ২০২৪-২৫ অর্থবছরে প্রতিটি প্রতিবন্ধী ব্যক্তিকে মাসিক ৮৫০ টাকা করে ভাতা প্রদান করা হয়েছে যা ২০২৫ সালে চলমান রয়েছে পরবর্তীতে ভাতার পরিমাণ বাড়বে কিনা সেটি নির্ভর করবে দেশের পরবর্তী বাজেট নির্ধারণের উপর।
বর্তমানে প্রতিবন্ধী ভাতা কার্মসূচি পরিচালিত হয় কিভাবে?
বর্তমান সময়ে প্রতিবন্ধী ভাতার কর্মসূচি অত্যন্ত সঠিক ভাবে চলছে। প্রতিটি ভাগাভাগি তাদের ভাতা যথাযথভাবে আছে কিনা তা নির্ণয়ে লাইভ ভেরিফিকেশন সহ বিভিন্ন ভেরিফিকেশনের পন্থা অবলম্বন করা হচ্ছে।
পাশাপাশি যেহেতু প্রত্যেকটি ভাতাভোগীর ব্যক্তিগত মোবাইল নাম্বারে নির্দিষ্ট সময়ে টাকা পৌঁছে যাচ্ছে তাই এই বিষয়ে কোনো সমস্যার সম্মুখীন প্রতিবন্ধী ব্যক্তিরা হচ্ছে না।
বর্তমানে প্রতিমাসে ৮৫০ টাকা করে ভাতা প্রদান করা হচ্ছে যা তিন মাস পর পর একত্রে ভাতা ভোগের একাউন্টে জমা হয়।
পরিশেষে কিছু কথা
আশা করি এবার আপনি জানতে পেরেছেন প্রতিবন্ধী ভাতা কর্মসূচি চালু হয় কবে। এবং পাশাপাশি আরো জেনেছেন কত টাকা করে প্রতিবন্ধী ভাতা তখন এবং এখন পেয়ে থাকে একজন প্রতিবন্ধী ব্যক্তি। প্রতিবন্ধী বিষয়ক আরো তথ্য জানতে অনুসরণ করুন প্রতিবন্ধী বিডি ডট কম ওয়েবসাইটটি।