প্রতিবন্ধী ভাতা চেক || প্রতিবন্ধী ভাতা কার্ড চেক করার নিয়ম
প্রতিবন্ধী ভাতা চেক করার জন্য সমাজসেবা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ট্রাকিং আবেদনপত্র সেকশনে NID ও Tracking নাম্বার সাবমিট করতে হয়। পুরো বিষয়টিতে ভালো ভাবে বুজতে ও স্টেপ বাই স্টেপ গাইডলাইন পেতে আর্টিকেলটি পড়ুন।
প্রতিবন্ধী ভাতা কার্ড চেক
একজন প্রতিবন্ধী তার প্রাপ্য হক ভাতা পাওয়ার জন্য অনলাইনে কিংবা অফলাইনে আবেদন করার একটা নিদিষ্ট সময় পর আবেদনের স্ট্যাটাস জানা বা আবেদন গ্রহণ করা হয়েছে কি-না সেটা জানার ক্ষেত্রে প্রতিবন্ধীর ভাতা কার্ড চেক করার প্রয়োজনীয়তা দেখা দেয়।
বর্তমানে অনলাইনে প্রতিবন্ধীর ভাতা চেক করা যায়, তাই কষ্ট করে সমাজসেবা অধিদপ্তরের গিয়ে প্রতিবন্ধীর ভাতা চেক করতে হয় না। তবে কেউ যদি চায় তবে অফিসে গিয়েও ভাতা আবেদন গ্রহণ করা হয়েছে কি-না সেটা জানতে পারবে।
তবে এই আর্টিকেলে জানাবো কিভাবে অনলাইনে প্রতিবন্ধীর ভাতা চেক করবেন সে বিষয়ে।
প্রতিবন্ধী ভাতার কার্ড চেক করতে কি কি প্রয়োজন?
অনলাইনে প্রতিবন্ধী ভাতার কার্ড চেক করার ক্ষেত্রে দুইটা জিনিসের প্রয়োজন।
১) যে ব্যক্তির নামে ভাতা আবেদন করা হয়েছে তার NID বা জাতীয় পরিচয়পত্রের নাম্বার।
২) প্রতিবন্ধী ভাতা কার্ড আবেদনের পর প্রাপ্ত ট্র্যাকিং নাম্বার
আবেদন ফরম থেকে ট্র্যাকিং নাম্বার খুজে পেতে নিচের দেয়া ছবিটি অনুসরণ করুন।
প্রতিবন্ধী ভাতা চেক করার নিয়ম ২০২৪
প্রতিবন্ধী ভাতা চেক করার সবচেয়ে সহজ ও শর্টকার্ট উপায় হলো অনলাইনে প্রতিবন্ধী ভাতার চেক। এক্ষেত্রে আপনার হাতে থাকা স্মার্ট ফোন থেকে যেকোনো ব্রাউজার ওপেন করে সার্চ করুন “ট্র্যাকিং নাম্বার সমাজসেবা অধিদপ্তর” প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটাতে ক্লিক করুন। অথবা সরাসরি চলে যান সমাজ সেবা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে।
সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনার একাউন্টে লগিন করে নিন, এবং মেনু অপশন থেকে “ট্র্যাকিং আবেদনপত্র” নামক বাটনে ক্লিক করুন। অথবা সরাসরি উক্ত পেজে যেতে যান প্রতিবন্ধীর ভাতা চেক করার লিংক: [https://mis.bhata.gov.bd/applicationTracking] এ ক্লিক করার মাধ্যমে।
ড্যাশবোর্ড থেকে ৩টি বক্স দেখতে পারবেন। প্রথম বক্সে কার্যক্রম তথা, প্রতিবন্ধী ভাতাটি সিলেক্ট করে দিন ড্রপ ডাউন অপশন থেকে।
এরপরের বক্সে আবেদনাধীন ব্যক্তির NID নাম্বারটি সাবমিট করে দিন। সবশেষে ট্র্যাকিং নাম্বারটিও সাবমিট করুন শেষ বক্সে। সব কিছু সাবমিট করা হয়ে গেলে “ট্র্যাকিং আবেদনপত্র” নামক বাটনে ক্লিক করলেই প্রতিবন্ধী ভাতার বর্তমান স্ট্যাটাস দেখা যাবে।
কিভাবে প্রতিবন্ধী ভাতা পাবেন?
আপনার আবেদন করা প্রতিবন্ধী ভাতার কার্ড যদি চলে আসে তবে সেটি সংগ্রহ করতে সরাসরি সমাজসেবা অধিদপ্তরে যেতে হবে। মূলত কার্ড হাতে না আনলেও আপনি ভাতা আপনার প্রদান করা নাম্বারে পেয়ে যাবেন। তবে যদি চলে আসে তবে অতিদ্রুত প্রতিবন্ধী ভাতা কার্ড সংগ্রহ করা উচিৎ।
চুড়ান্ত মন্তব্য
আশা করছি আর্টিকেলে বলা প্রতিটা স্টেপ অনুসরণ করলে প্রতিবন্ধী ভাতা কার্ড চেক বা প্রতিবন্ধী ভাতা চেক করতে সক্ষম হবেন। প্রতিবন্ধী ভাতা সংক্রান্ত আরো অন্যান্য তথ্য জানতে প্রতিবন্ধী বিডি ওয়েবসাইটের ভাতা নামক ক্যাটাগরি অনুসরণ করুন, ধন্যবাদ।
01890141783 sir aamader vata aasena
পে-রোল হয়ে গেছে, ভাতা দেয়াও শুরু হবে আর কয়েকটা দিন অপেক্ষা করেন। দেয়া শুরু হলে জানিয়ে দেয়া হবে।
আমি প্রতিবন্ধী ভাতা পাই
কিন্তু ট্র্যাকিং নাম্বার জানি না ।
আমি কি ভাবে প্রতিবন্ধী ভাতা কার্ড
চেক করবো