প্রতিবন্ধী ভাতা মোবাইল নাম্বার পরিবর্তন করার নিয়ম
হ্যালো সবাইকে, আশা করছি সকলেই সুস্থ আছেন। আজকে আবার হাজির হলাম নতুন এক সমস্যার সমাধান নিয়ে আর সেটা হলো, যেসকল প্রতিবন্ধী ভাই ও বোনেদের ভাতা এর টাকা আসা যে মোবাইল নাম্বার রয়েছে সেটায় যদি কোনো প্রবলেম থাকে আর সেটা পরিবর্তন করার প্রয়োজন দেখা দেয় তবে “প্রতিবন্ধী ভাতা মোবাইল নাম্বার পরিবর্তন” কিভাবে করবেন সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানোর জন্য।
এই আর্টিকেলে পুরো বিস্তারিত প্রসেস জানাবো, পাশাপাশি প্রতিবন্ধী ভাতা মোবাইল নাম্বার পরিবর্তন করার ফরমটিও দিয়ে দিবো যাতে করে আপনাদের কোনো অসুবিধে না হয়, আপনি জানেন যে প্রতিবন্ধী বিডি ওয়েবসাইটটি দেশের সকল প্রতিন্ধীদের সমস্যার সমাধানের জন্য কাজ করে থাকে। তবে যাইহোক, শুরু করা যাক আজকের শর্ট টিউটরিয়ালটি যেখানে দেখাবো প্রতিবন্ধী ভাতা মোবাইল নাম্বার পরিবর্তন করার নিয়ম।
প্রতিবন্ধী ভাতা মোবাইল নাম্বার পরিবর্তন করার নিয়ম
আপনি যখন প্রতিবন্ধী ভাতা এর জন্য মোবাইল নাম্বার দিবেন তখন খুব সাবধানতা অবলম্বন করতে হবে কেননা, এই নাম্বারেই সকল টাকা আসবে। এক্ষেত্রে উক্ত নাম্বারে বিকাশ কিংবা নগদ যেকোনো একটা বা দুইটাই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস থাকা জরুরি।
তবে অনেক সময় হয় যে, বিকাশ কিংবা নগদে সমস্যা দেখা যায়, বা নাম্বারটি আর সচল নেই, কিংবা যেকোনো কারণ ই হোক না কেনো প্রতিবন্ধী ভাতা মোবাইল নাম্বার যদি পরিবর্তন করতেই হয় তবে এটা নিয়ে হেলা করা উচিৎ নয়।
উক্ত কাজটি করার জন্য একটা মাত্র পদ্ধতি রয়েছে আর সেটা হলো কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা। তবে এখানেই শেষ নয়, পুরো প্রসেসটি কিভাবে ঘটবে বা আপনার কি করণীয় সে বিষয়ে এবার জানাচ্ছি।
প্রথমেই আপনাকে প্রয়োজনীয় কিছু তথ্য সহীত সমাজসেবা অধিদপ্তর কিংবা আপনার এরিয়ার কাউন্সিল অফিস / ইউনিয়ন পরিষদে যেতে হবে। এক্ষেত্রে আপনি যেসকল তথ্য সঙ্গে করে নিয়ে যাবেন সেগুলো হলো:
১) মোবাইল নাম্বার
২) ভাতা বহি
৩) জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
এবার সেখানে উপস্থিত হওয়ার পর আপনাকে একটি ফরম দিবে যা পূরণ করতে হবে। উক্ত ফরমটি অনুরুপ নিচের দেয়া বিবরণীর মত হবে।
প্রতিবন্ধী ভাতা মোবাইল নাম্বার পরিবর্তন করার নমুনা আবেদন পত্র
তারিখ:
বরাবর
সমাজসেবা অফিসার
শহর সমাজসেবা/উপজেলা সমাজসেবা কার্যালয়
বিষয় : মোবাইল হিসাব নম্বর পরিবর্তনের আবেদন।
যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে, আমি একজন [__এখানে আবেদনকারীর নাম দিবেন__] বর্তমান মোবাইল হিসাব নম্বর পরিবর্তন করতে ইচ্ছুক । হিসাব নম্বর পরিবর্তনের জন্য তথ্য নিম্নরূপ:
ভাতাভোগীর নাম:
পিতার নাম:
মাতার নাম:
ভাতাভোগীর MIS নম্বর:
জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন নম্বর:
জন্ম তারিখ:
বর্তমান মোবাইল হিসাব নম্বর:
পরিবর্তিত মোবাইল হিসাব নম্বর:
মোবাইল হিসাব পরিবর্তনের কারণ:
প্রত্যয়নকারী ইউনিয়ন চেয়ারম্যান/সদস্য/সদস্যের স্বাক্ষর ও সীল
ভাতাভোগীর স্বাক্ষর ও টিপসহি
সমাজসেবা অফিসের অংশ
[ অত্র অফিসে রক্ষিত তথ্য অনুযায়ী আবেদন কারীর (ভাতাভোগীর) তথ্য সঠিক আছে/নাই ]
[ সনান্তকারী ইউনিয়ন সমাজকর্মী/পৌরসমাজকর্মী/ কারিগরি প্রশিক্ষকরে স্বাক্ষর ও সীল
ভাতাভোগীর স্বাক্ষর ও টিপসহি ]
[ MIS এ পরিবর্তন করা হলো/হলোনা ]
এটা মূলত একটি আবেদনপত্র। আপনাকে নাম্বার পরিবর্তন করার জন্য আবেদন করতে হবে। এবার আবেদন পত্র / ফরম নিয়ে বিস্তারিত কিছু বলে নেয়া যাক।
প্রতিবন্ধী ভাতা মোবাইল নাম্বার পরিবর্তন করার ফরম
যাইহোক না কেনো আবেদন ফরম পূরণ করা আর জমা দেয়া না হলে কোনো ভাবেই ভাতা এর নাম্বার পরিবর্তন করতে পারবেন না। যাইহোক, উক্ত ফরমের দিকে দৃষ্টিপাত করলে দেখা যায় যে, ভাতা প্রাপ্ত ব্যক্তির ব্যাক্তিগত কিছু তথ্য দেয়ার পর পূর্বের যে নাম্বারটি ছিলো সেটা দিতে হবে এবং পাশাপাশি নতুন নাম্বারটি দেয়ার পর নাম্বার পরিবর্তণের কারণ ব্যাখায় করতে হবে।
সঠিক ভাবে এই ফরমটি পূরণ করে জমা দিতে হবে। এই ফরমটির অনলাইন কপির পিডিএফ ফরম্যাটের লিংক দিয়ে দিচ্ছি। এখান থেকে ডাউনলোড করে সেটা প্রিন্ট আউট করে হাতে লিখে জমা দিতে পারেন।
PDF File Link: [https://drive.google.com/file/d/1GP0y1c_vWGhJ3_lKBWnYxBAREDbJHfMh/view]
আপনি চাইলে কম্পিউটার থেকেও টাইপ করে সম্পূর্ণ কমপ্লিট করার পর প্রিন্ট আউট করে বের করতে পারেন। তবে এখানে মূল উল্লেখ্য যে বিষয়টি আছে সেটি হলো আপনাকে অবশ্যই এই ফরমে “প্রত্যয়নকারী ইউনিয়ন চেয়ারম্যান/সদস্য/সদস্যের স্বাক্ষর ও সীল” থাকতে হবে। এক্ষেত্রে আপনার ইউনিয়নের মেম্বার, চেয়ারম্যান এর স্বাক্ষর নিবেন। পাশাপাশি আপনি নিজেও (যদি আপনি ভাতা ভোগী হয়ে থাকেন) স্বাক্ষর বা টিপসই দিবেন।
এরপর সেটাকে নিয়ে যাবেন সমাজসেবা অধিদপ্তরে জমা দেয়ার জন্য। আর আপনি যদি সেখানে জমা দিতে না চান তবে আপনার ইউনিয়ন পরিষদেও জমা দিয়ে আসতে পারেন তারা আপনার হয়ে সমাজ সেবা অধিদপ্তরে দিয়ে আসবে।
ব্যাস, এটুকুই ছিলো প্রতিবন্ধী ভাতা মোবাইল নাম্বার পরিবর্তন করার নিয়ম। আপনাকে স্রেফ মনোযোগ দিয়ে ফরমটি পূরণ করে দিতে হবে, বাকি কাজ তারা নিজেরাই করে দিবে।
পরিশেষে কিছু কথা
আশা করছি এই আর্টিকেলটির মাধ্যমে বিস্তারিত ভাবেই প্রতিবন্ধী ভাতা মোবাইল নাম্বার পরিবর্তন করার নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন। এমনই প্রতিবন্ধী সংক্রান্ত যেকোনো সমস্যা ও তার সঠিক সমাধানের জন্য অনুসরণ করুন প্রতিবন্ধী ডট কম, ধন্যবাদ।