কত বছর বয়স হলে বয়স্ক ভাতা পাওয়া যায়?

বয়স্ক ভাতা বিষয়ক কমন একটি প্রশ্ন, “কত বছর বয়স হলে বয়স্ক ভাতা পাওয়া যায়?” মূলত পুরুষদের জন্য বয়স্ক ভাতা পেতে হলে ন্যূনতম বয়স হতে হবে ৬৫ বছর এবং নারীদের জন্য ন্যূনতম বয়স হতে হবে ৬২ বছর​।[] শুধু তাই নয়, বয়স্ক ভাতা পাওয়ার জন্য রয়েছে আরো অনেক কন্ডিশন। এই আর্টিকেলে জানবো সেই সকল বিষয় সম্পর্কে।  

বয়স্ক ভাতা আবেদনের বয়স কত?

মূলত বয়স্ক ভাতা আবেদন তখনই করা যাবে যখন আবেদনকারীর বয়স–পুরুষ হলে ৬৫ এবং মহিলা হলে ৬২ কিংবা এর অধিক হবে। আবেদনের সময় আবেদনের ফরমে এই বিষয়ে উল্লেখ্য থাকে। তাছাড়া বয়স্ক ভাতা প্রাপ্তির যোগ্যতাতেও এই বিষয়টি উল্লেখ্য থাকে। এমনটাও বলা রয়েছে যে, ভাতা প্রাপ্তির গ্রহণযোগ্যতা বেড়ে যায় যখন বয়স অনেক বেশি থাকে। 

বয়স্ক ভাতার জন্য বয়স কত লাগে? 

বয়স্ক ভাতা প্রাপ্তির জন্য পুরুষের ৬৫ বয়স লাগে, তবে কিছু কিছু স্থানে ৫৭ বয়স বছর হলেই আবেদন গ্রহণ করে। তবে সেখানে কন্ডিশন জুড়ে দেয়া হয় যে, আবেদনকারীর মধ্যে সর্বোচ্চ যারা বয়সের থাকবে তাদের অগ্রাধিকার বেশি দেয়া হবে এবং যদি উচ্চ বয়সের কেউ না থাকে সেক্ষেত্রে পাবে।

অন্যদিকে মহিলাদের ক্ষেত্রে বিষয়টা কিছুটা নমনীয় কেননা, মহিলাদের ক্ষেত্রে বয়স্ক ভাতার জন্য ৬২ বছর বয়স লাগে। যেহেতু পুরুষের তুলনায় মহিলাদের কর্মক্ষমতা কম তাই পুরুষের তুলনায় মহিলাদের আরো অনেক কম বয়সে অগ্রাধিকার দেয়া হয়। 

বয়স্ক ভাতা কত বছর বয়সে দেওয়া হয় 

বিষয়টা কখনই এমন নয় যে, আপনি বৃদ্ধ হয়েছেন বয়স হয়েছে আর আপনার বয়স্ক ভাতা আসা শুরু হয়ে যাবে। হ্যাঁ, এটা ঠিক যে বয়স্ক ভাতা পাওয়ার জন্য একটি নিদিষ্ট বয়স অব্দি পৌছাতে হয় তবে এটাই চুড়ান্ত মানদন্ড নয়। পরবর্তী ধাপে বয়স্ক ভাতা আবেদন করতে ও পেতে কি কি লাগে সেই বিষয়ে বিস্তারিত দেয়া থাকবে, তবে বয়স্ক ভাতা সাধারণত পুরুষের ক্ষেত্রে ৬৫ বছর বয়সে দেওয়া হয়। অন্যদিকে মহিলাদের ক্ষেত্রে বয়স্ক ভাতা ৬২ বছর বয়সে দেয়া হয়। 

বয়স্ক ভাতা আবেদন করতে কি কি লাগে

১) বয়স: পুরুষদের জন্য ন্যূনতম ৬৫ বছর। নারীদের জন্য ন্যূনতম ৬২ বছর।

২) আর্থ-সামাজিক অবস্থা: দরিদ্র বা নিম্ন আয়ের ব্যক্তি হতে হবে। আবেদনকারীর মাসিক আয় ১০,০০০ টাকার নিচে হতে হবে।

৩) নাগরিকত্ব: আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং আবেদনকৃত এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।

৪) স্বাস্থ্য ও অক্ষমতা: শারীরিক বা মানসিকভাবে অসুস্থ বা অক্ষম হলেও আবেদন করতে পারবেন।

৫) অন্যান্য গ্রহণযোগ্যতা: সরকার থেকে অন্য কোনো সামাজিক নিরাপত্তা ভাতার সুবিধাভোগী না হলে বয়স্ক ভাতা পাওয়া যাবে। সাধারণত বীর মুক্তিযোদ্ধা, শারীরিক অক্ষমতা বা আর্থিকভাবে দুর্বল বৃদ্ধদের প্রাধান্য দেওয়া হয়​। 

চুড়ান্ত মন্তব্য 

আশা করছি এবার জেনে গেছেন কত বছর বয়স হলে বয়স্ক ভাতা পাওয়া যায় । পাশাপাশি আরো জানিয়েছি বয়স্ক ভাতা পেতে কি কি লাগে। এবার আপনার উল্লেখ্যিত বয়স ও অন্যান্য যোগ্যতা থেকে থাকলে বয়স্ক ভাতার জন্য আবেদন করতে পারেন, এই বিষয়ে পূর্ণাঙ্গ গাইডলাইন প্রয়োজন হলে আমাদের ওয়েবসাইটে বয়স্ক ভাতা নামক ক্যাটাগরিটিতে রয়েছে। 

Leave a Comment

x