বয়স্ক ভাতা আবেদন ফরম ২০২৪ (পিডিএফ সহ) 

বয়স্ক ভাতার জন্য আবেদন করার ক্ষেত্রে অবশ্যই বয়স্ক ভাতা আবেদন ফরম পূরণ করে তা জমা দিতে হয়। যদিও অনলাইনে আবেদনের ক্ষেত্রে আলাদা করে কোনো ফরম পূরণ করতে হয় না, আবেদন প্রক্রিয়া কালীন যে তথ্য দেয়া হয় সেগুলোই ফরম আঁকারে শেষে ডাউনলোড করা যায়। তবে সরাসরি সমাজসেবা অধিদপ্তরে গিয়ে আবেদন করার ক্ষেত্রে বয়স্ক ভাতার আবেদন ফরম প্রয়োজন হয়। 

এই আর্টিকেলে বয়স্ক ভাতার আবেদন ফরমের পিডিএফ ভার্সন সহ আবেদন ফরম সংক্রান্ত যাবতীয় সকল কিছু জানাবো। পাশাপাশি জানতে পারবেন বয়স্ক ভাতার আবেদনের ক্ষেত্রে ফরম কতভাবে কোথা থেকে পাবেন এবং কিভাবে পূরণ করবেন সে-সম্পর্কেও। 

বয়স্ক ভাতা আবেদন ফরম

বয়স্ক ভাতার আবেদন ফরমটি আবেদনকারী হয়তো নিজে পূরণ করবে, কিংবা অন্য কারো দ্বারা পূরণ করিয়ে নিয়ে টিপসই বা স্বাক্ষর দিবে। আবেদন ফরম সরাসরি সমাজসেবা অধিদপ্তর থেকে সংগ্রহ করতে পারবে, অন্যথায় অনলাইন থেকে আবেদন ফরমের পিডিএফ ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। 

এই আর্টিকেলের মধ্যেই বয়স্ক ভাতার আবেদন ফরম pdf প্রদান করা হবে। বয়স্ক ভাতার আবেদন ফরমটিতে যেসকল বিষয় উল্লেখ্য থাকবে এবং আপনাকে যেসব তথ্য সাবমিট করতে হবে সেগুলো হলো: 

  • আবেদনকারীর নাম
  • পিতা/মাতার নাম
  • স্বামী/স্ত্রীর নাম
  • জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধনের নাম্বার 
  • লিঙ্গ
  • ধর্ম
  • জন্ম তারিখ
  • ঠিকানা (বর্তমান ও স্থায়ী) 
  • পেশা 
  • বৈবাহিক অবস্থা 
  • বার্ষিক গড় আয় 
  • স্বাস্থ্যগত অবস্থা 
  • আর্থ-সামাজিক অবস্থা 

উপরোক্ত তথ্য প্রদানের মাধ্যমেই বয়স্ক ভাতার আবেদন ফরম পূরণ করতে পারবেন এবং ভাতার জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণটা বুঝার সুবিধার্থে নিম্মে বয়স্ক ভাতার আবেদন ফরম এর ছবি দেয়া হলো। 

বয়স্ক ভাতা আবেদন ফরম pdf

শুরুতেই বয়স্ক ভাতার আবেদন ফরম pdf ভার্সনটির সাথে পরিচয় করিয়ে দেই। যখন আপনি সরাসরি আবেদন করতে যাবেন তখন আপনাকে প্রিন্ট আউট করা একটি আবেদন ফরম দেয়া হবে, এবং হাতে লিখে সেটি পূরণ করতে হবে। 

প্রশ্ন হচ্ছে, বয়স্ক ভাতার আবেদন ফরম pdf কোথায় পাবেন? সাধারণত এটা ইউনিয়ন পরিষদ কিংবা সমাজসেবা অধিদপ্তর থেকেই গ্রহণ করা যায়, তবে আবেদনকারীর সুবিধার্থে নিম্মে বয়স্ক ভাতার আবেদন ফরম এর পিডিএফ ভার্সন দিয়ে দিচ্ছি। 

আবেদেনকারী এখান থেকেই পিডিএফ ডাউনলোড করে, সেটিকে প্রিন্ট আউট করে ফরম পূরণের পর জমা দিয়ে আসতে পারবে। 

বয়স্ক ভাতা অনলাইন আবেদন ফরম

আমরা ইতিমধ্যেই জেনেছি বয়স্ক ভাতা অনলাইন আবেদন করার নিয়ম সম্পর্কে, সেখানে স্পষ্টভাবে উল্লেখ ছিলো যে, বয়স্ক ভাতা অনলাইন আবেদন করার সময় যে তথ্য গুলো দিয়ে হয় এবং সকল তথ্য দেয়া শেষে সামারির যে অংশটা ডাউনলোড করা হয় সেটিই আবেদন ফরম। 

আপনি যদি বয়স্ক ভাতা অনলাইন আবেদন ফরম পূরণ করার বিস্তারিত প্রসেস দেখতে চান তবে উক্ত লিংকে ক্লিক করেন। তবে এক নজরে বয়স্ক ভাতা অনলাইন আবেদন ফরম পূরণ করার নিয়ম হলো:  

১. সরকারি ওয়েবসাইট (http://mis.bhata.gov.bd) এ প্রবেশ করে “Online Application” অপশনটি সিলেক্ট করুন।

২. NID নাম্বার ও জন্ম তারিখ দিয়ে “যাচাই” করুন।

৩. NID-এর মাধ্যমে অটোমেটিকভাবে তথ্য পূরণ হবে; ভুল থাকলে সংশোধন করুন।

৪. অতিরিক্ত তথ্য–যেমন: বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, পেশা, আয়, ভূমির পরিমাণ ইত্যাদি দিন।

৫. যোগাযোগের ঠিকানা, মোবাইল নাম্বার, ব্যাংক বা মোবাইল ব্যাংকিং তথ্য যুক্ত করুন।

৬. আবেদন সম্পন্ন করে প্রিন্ট নিয়ে স্থানীয় চেয়ারম্যান/মেয়রের সত্যায়ন করান। এরপর প্রয়োজনীয় ডকুমেন্টসহ সমাজসেবা অধিদপ্তরে জমা দিন।

এই ছিলো সম্পূর্ণ প্রসেস যা অনুসরণ করে বয়স্ক ভাতার আবেদন ফরম সঠিকভাবে আসছে। 

চুড়ান্ত মন্তব্য 

বয়স্ক ভাতা আবেদন করার জন্য বয়স্ক ভাতার আবেদন ফরম খুব জরুরি, এই ডকুমেন্টস না থাকলে কোনো ভাবে বয়স্ক ভাতা আবেদন করা যাবে না। অফলাইনে হোক কিংবা অনলাইনে–আবেদন ফরমের মাধ্যমেই প্রক্রিয়া শুরু হয়। 

Visited 491 times, 18 visit(s) today

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *