বয়স্ক ভাতা কত টাকা? এবং বয়স্ক ভাতা কত মাস পর পর দেওয়া হয়

বয়স্ক ভাতার জন্য আবেদন করার পর চুড়ান্তভাবে ভাতা প্রাপ্তির জন্য সিলেক্ট হওয়ার পর স্বাভাবিক ভাবেই মনে প্রশ্ন আসে, “বয়স্ক ভাতা কত টাকা?” মূলত বয়স্ক ভাতার টাকা প্রতি বছর রিভিউ করা হয়, সেই রিভিউয়ে বরাবরই টাকার পরিমাণ বেড়ে যায়। শুরুর দিকে বয়স্ক ভাতা ছিলো ১০০ টাকা আর এখন বর্তমান সময়ে ভাতার পরিমাণ মাসে ৬০০ টাকা। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে পড়তে থাকুন। 

বাংলাদেশে বয়স্ক ভাতা কত টাকা 

বাংলাদেশে ২০২৪- ২৫ অর্থবছরে, বয়স্ক ভাতা দেয়া হবে ৬০,০১০ জনকে। প্রতিজনকে বয়স্ক ভাতা বাবদ দেয়া হবে ৬০০ টাকা করে। এই বছর বয়স্ক ভাতার জন্য বার্ষিক বাজেট ৪৩৫০.৯৭ কোটি টাকা। নিচে এই বিষয়ক একটি ছক প্রকাশ করা হলো যেখানে বয়স্ক ভাতা দেয়া শুরুর বর্ষ (১৯৯৭-৯৮) থেকে শুরু করে বর্তমান (২০২৪-২৫) অর্থবছর অব্দি কোন সালে কতজনকে ভাতা দেয়া হয়েছে এবং জনপ্রতি মাসে কত টাকা দেয়া হয়েছে তার বিস্তারিত তথ্য দেয়া আছে। 

অর্থবছরউপকারভোগীর সংখ্যা (হাজার জনে)জনপ্রতি মাসিক ভাতার হার (টাকায়)বার্ষিক বাজেট (কোটি টাকায়)
১৯৯৭-৯৮৪০৩.১১১০০১২.৫০
১৯৯৮-৯৯৪০৩.১১১০০৪৮.৫০
১৯৯৯-০০৪১৩.১৯১০০৫০.০০
২০০০-০১৪১৫.১৭১০০৫০.০০
২০০১-০২৪১৫.১৭১০০৪৯.৯২
২০০২-০৩৫০০.৩৯১২৫৭৫০.৫৮
২০০৩-০৪৯৯৯.৯৯১৫০১৭৯.৯৯
২০০৪-০৫১৩১৫.০০১৬৫২৬০.৩৭
২০০৫-০৬১৫০০.০০১৮০৩২৪.০০
২০০৬-০৭১৬০০.০০২০০৩৮৪.০০
২০০৭-০৮১৭০০.০০২২০৪৪৮.৮০
২০০৮-০৯২০০০.০০২৫০৬০০.০০
২০০৯-১০২২৫০.০০৩০০৮১০.০০
২০১০-১১২৪৭৫.০০৩০০৮৯১.০০
২০১১-১২২৪৭৫.০০৩০০৮৯১.০০
২০১২-১৩২৪৭৫.০০৩০০৮৯১.০০
২০১৩-১৪২৭২২.৫০৩০০৯৮০.১০
২০১৪-১৫২৭২২.৫০৪০০১৩০৬.৮০
২০১৫-১৬৩০০০.০০৪০০১৪৪০.০০
২০১৬-১৭৩১৫০.০০৫০০১৮৯০.০০
২০১৭-১৮৩৫০০.০০৫০০২১০০.০০
২০১৮-১৯৪০০০.০০৫০০২৪০০.০০
২০১৯-২০৪৪০০.০০৫০০২৬৪০.০০
২০২০-২১৪৯০০.০০৫০০২৯৪০.০০
২০২১-২২৫৭০১.০০৫০০৩৪৪৪.৫৪
২০২২-২৩৫৭০১.০০৫০০৩৪৪৪.৫৪
২০২৩-২৪৫৮০১.০০৬০০৪২০৫.৯৬
২০২৪-২৫৬০.০১৬০০৪৩৫০.৯৭

বয়স্ক ভাতা মাসে কত টাকা

২০২৪-২৫ অর্থবছরে বয়স্ক ভাতা মাসে ৬০০ টাকা করে দেয়া হয়। গত বছরও ভাতার প্রতিমাণ একই ছিলো তবে অনেক বেশি লোককে ভাতা দেয়া হয়েছে। সেই তুলনায় এই বছর ভাতাভোগীর সংখ্যা কমে এসেছে। এর পিছনে কারণ হলো বিগত সরকারের আমলে অসংখ্য ভুয়া ভাতাভোগী ছিলো যা এই বছর ছাটাই করা হয়েছে। 

গত বছর বয়স্ক যেখানে ভাতা ভোগীর সংখ্যা ছিলো ৫৮০১০০০ জন, এই বছর (২০২৪) বয়স্ক ভাতাভোগীর সংখ্যা কেবল ৬০০১০ জন।

বয়স্ক ভাতা মাসিক হারে দেয়া হয়, প্রতি মাসে ৬০০ টাকা করে। তবে প্রতি মাসে ভাগাভোগীরা টাকা হাতে পায় না, কয়েকমাসের অর্থ একত্রিত হলে একত্রে পায়। বয়স্ক ভাতা দেয়া যখন চালু করা হয় তখন প্রতি মাসে ১০০ টাকা করে ভাতা প্রদান করা হতো। 

এরপর ২০০২-৩ অর্থবছরে ভাতা ২৫ টাকা বাড়িয়ে করা হয় ১২৫ টাকা। এরপর পর্যায়ক্রমে ১৫০, ১৬৫, ১৮০, ২০০, ২২০, ২৫০ টাকা করে দেয়া হয়। এরপর ২০০৯-১০ অর্থবছরে ৩০০ টাকা বয়স্ক ভাতা দেয়া হয় প্রতি মাসে। এই পরিমাণ ভাতা পরপর ৩ বছর দেয়া হয়। তারপর আরো বাড়ানো হয় ১০০ টাকা। সবশেষে ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত ৫০০ টাকা প্রতিমাসে দেয়া হতো। এবং গতবছর ও চলতি বছর বয়স্ক ভাতা মাসে ৬০০ টাকা করে দেয়া হবে বলে ধার্য করা হয়। এটাই চলমান আছে, পরবর্তীতে আরো বাড়তে পারে।  

বয়স্ক ভাতা কত মাস পর পর দেওয়া হয়

মূলত বয়স্ক ভাতা প্রতি ৩ মাস পর পর দেয়া হয়। এক্ষেত্রে প্রতিমাসে ৬০০ টাকা করে হলে ৩ মাস পর একত্রে ১৮০০ টাকা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে প্রদান করা হয়। একজন বয়স্ক ভাতাভোগী বছরে ৭২০০ টাকা পেয়ে থাকে ভাতা হিসেবে। 

বয়স্ক ভাতার টাকা দেখার নিয়ম

বয়স্ক ভাতার টাকা দেখার নিয়ম হলো – আপনি যে নাম্বারে (বিকাশ/নগদ) টাকা পাচ্ছেন সেটির ব্যালেন্স ও স্টেটমেন্ট চেক করা। তাছাড়া আপনি বয়স্ক ভাতা পাচ্ছেন কি-না সেটি আলাদা ভাবে চেক করার অপশন রয়েছে, সেক্ষেত্রে বয়স্ক ভাতা অনলাইন চেক করার নিয়ম দেখুন। তবে সেটা প্রয়োজন হয় তাদের যারা নতুন ভাতা এর জন্য আবেদন করেছে। 

তবে আপনি যদি রেগুলার ভাতার টাকা পেয়ে থাকেন তবে আপনার বিকাশ কিংবা নগদ একাউন্ট চেক করুন টাকা জমা রয়েছে কি-না। প্রতি ৩ মাস পরপর একটি নিদিষ্ট সময়ে ভাতার টাকা দেয়া হয়ে থাকে। বয়স্ক ভাতা কবে দিবে তার স্পেসিফিক ভাবে জানতে উক্ত আর্টিকেলটি পড়ে নিবেন। 

চুড়ান্ত মন্তব্য 

বর্তমান সময়ে (২০২৪-২৫ অর্থবছর) বয়স্ক ভাতা প্রতিমাসে ৬০০ টাকা করে দেয়া হচ্ছে। প্রতি ৩ মাস পরপর ১৮০০ টাকা প্রদান করা হয়। ১ বছরে একজন বয়স্ক ভাতাভোগী ৭২০০ টাকা পেয়ে থাকেন।   

Visited 302 times, 1 visit(s) today

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *