বিধবা ভাতা কত টাকা দেয় ও বিধবা ভাতার টাকা কবে দিবে?

আজকের আর্টিকেলটি নভেম্বর মাস, ২০২৪ সালের সর্বশেষ আপডেটে জানাবো বিধবা ভাতার টাকা কবে দিবে এবং ২০২৪ সালে এসে বিধবা ভাতা কত টাকা দেয়। আমরা ইতিমধ্যেই বিধবা ভাতা সংক্রান্ত বেশ কিছু তথ্য আর্টিকেল আকারে প্রকাশ করেছি, আর এই ওয়েবসাইটের উদ্দেশ্যই হলো বিভিন্ন ভাতাভোগীদের তথ্য দিয়ে সহায়তা করা। 

সেই সুবিদে আমাদের আজকের আলোচনার বিষয় হলো বিধবা ভাতা। তাহলে দেখে নেয়া যাক বিধবা ভাতা সংক্রান্ত বিষয়ে মেজর দুইটি প্রশ্নের উত্তর সম্পর্কে। 

বিধবা ভাতা কত টাকা দেয়? 

বাংলাদেশে ১৯৯৮-৯৯ অর্থছর থেকে বিধবা স্বামী নিগৃহীতা মহিলাদের সাহায্যের জন্য ভাতা কার্যক্রম শুরু করা হয়। তখনকার সময়ে ভাতার পরিমাণ ছিলো ১০০ টাকা। তবে সময়ের স্রোতে ২০২৪-২৫ অর্থবছরে এসে ভাতার টাকা হয়ে দাঁড়িয়েছে ৬০০ টাকা প্রতি মাসে। 

বর্তমানে বিধবা ভাতা ৬০০ টাকা করে দিয়ে থাকে সমাজসেবা অধিদপ্তর থেকে। এই টাকাটা প্রতিমাসে ধার্য করা হলেও প্রতি মাসে প্রদান করা হয় না। প্রতি ৩ মাস পরপর ৩ মাসের টাকা একত্রে ভাতাভোগীর কাছে প্রেরণ করা হয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, যেমন – বিকাশ, নগদ ইত্যাদি এর মাধ্যমে। 

গত বছরেও বিধবা ভাতার পরিমাণ ছিলো ৫৫০ টাকা। অবশেষে জুন, ২০২৩ মাসে বিধবা ভাতার টাকা ৫০ টাকা বাড়িয়ে করা হয় ৬০০ টাকায়। এখন বর্তমানে প্রতিটি বিধবা ভাতাভোগী ৬০০ টাকা করে ভাতা পাবে প্রতি মাসে। 

উল্লেখ্য যে, এখন অব্দি ভাতার টাকার পরিমাণ বৃদ্ধি পাওয়া ছাড়া কমেনি, যার কারণে বলা যায় এখন ২০২৪-২৫ অর্থবছরে ভাতার টাকা ৬০০ টাকা হলেও আগামী অর্থবছরে সেটা বৃদ্ধি পাবে। 

তবে মূল বিষয় এই যে, বর্তমানে বিধবা ভাতা ৬০০ টাকা করে প্রতি মাসে দেয়া হচ্ছে। প্রতি ৩ মাস পরপর ১৮০০ টাকা ভাগাভোগীর একাউন্টে জমা হচ্ছে। এক্ষেত্রে বছরে ৪ বার বিধবা ভাতা প্রদান করা হয়, সেই হিসেবে একজন বিধবা ভাতা বাবদ বছর পায় ৭২০০ টাকা। 

বিধবা ভাতার টাকা কবে দিবে

ইতিমধ্যে আপনি জানেন যে বিধবা ভাতার টাকা বছর ৪ বার দেয়া হয়। এই ৪ বারের হিসাব হয় অর্থবছরের‍র উপর নির্ভর করে। শুরু হয় অর্থবছরকে কেন্দ্র করে (জুন-জুলাই মাস) 

এক্ষেত্রে জানুয়ারি, এপ্রিল, জুলাই, অক্টোবর – এই চারটি মাস হলো ভাতা প্রাপ্তির আদর্শ মাস। কোনো প্রকার অসুবিধে না হলে এই চার মাসে ৪ বার ভাতার টাকা দেয়া হয়ে থাকে। 

এটুকু ক্লিয়ার? এখন আসি এইবার এতো লেট হয়েছে কেনো ভাতা প্রদানে, আর এক্ষেত্রে প্রভাব কি সেই বিষয়ে। 

মূলত, সরকার পরিবর্তন, লাইভ ভেরিফিকেশন, পেরোল শুরুতে দেরি হওয়া সহ বেশ কিছু কারণে এই বছর ১ কিস্তির টাকা প্রদান করতে অনেকটাই লেট হয়ে গেছে। তবে এই লেট হওয়ার মানে এই নয় যে, ভাতার টাকা পাওয়া যাবে না। 

আপনি ভাতার সম্পূর্ণ টাকাই পাবেন কিছুটা সময় এদিক ওদিক হবে তাছাড়া আর কিছু না। যদিও ১ম কিস্তির টাকা জুলাই-আগষ্ট দেয়ার কথা ছিলো তবে দেশে সমস্যার কারণে সেটা দেয়া হয়নি, যার কারণে কিছুটা বিলম্ভ ও নভেম্বর মাসে এসে ভাতার টাকা প্রদান করা হচ্ছে। 

জী হ্যাঁ, নভেম্বর মাস, তথা বর্তমানে ভাতার টাকা দেয়া শুরু হয়েছে। এখানে বলে রাখা ভালো যে, ভাতার টাকা এমন নয় যে একদিন একই সময় সকলের কাছে পৌছে যায়। এটা মূলত কিছু সময় নিয়েই কাজ করে, যার ফলে একেক সময় একেক স্থানে ভাতার টাকা পৌছে যায়। 

তবে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে আশেপাশে সকলেই ভাতার টাকা পেলেও নিজে পাচ্ছে না, এমন ভুক্তভোগীদের চিন্তার কোনো কারণ নেই, কেননা এখানে দুইটি বিষয় থাকতে পারে তা হলো: ১) আপনার একাউন্টে কোনো সমস্যা হয়েছে; ২) আপনার নাম্বার এখনও লিস্টে আসেনি। 

কারণ যেটাই হোক সেটা আইডেন্টিফাই করা দরকার। এরপর ভাতার টাকা চলে আসবে। তাছাড়া যদি কেউ ১ম কিস্তির টাকা না ও পেয়ে থাকে তবে এর মানে এই যে, সে ১ম ও ২য় কিস্তির টাকা একত্রে পাবে। 

Summary 

এই বিষয়ে মূল ব্যাপার হচ্ছে, নভেম্বর মাস, ২০২৪ সালে ভাতা বিধবা ভাতার ১ম ও ২য় কিস্তির টাকা দেয়া শুরু হয়েছে। ভাতার টাকা প্রদানের কার্যক্রম কয়েকদিন ধরে চলে থাকে। একেক করে সকলের একাউন্টে ভাতার টাকা পৌছে যাবে। 

এক্ষেত্রে আপনার করণীয় হলো আপনি যে নাম্বারে ভাতার টাকা গ্রহণ করেন সেই নাম্বার না একাউন্ট সচল আছে কি-না সেটা ভালো ভাবে যাচাই করে রাখেন। 

বিধবা ভাতার টাকা সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তর 

১) আমি এখনও বিধবা ভাতার টাকা পাইনি, কি করবো? 

প্রথমেই SMS এর অপেক্ষা না করে আপনার একাউন্টটি চেক করুন। অনেক সময় ভাতার টাকা চলে আসে কিন্তু SMS আসে না। এরপরের বিষয় হলো আপনি আপনার একাউন্ট ঠিক আছে কি না চেক করুন। এক্ষেত্রে একাউন্টে যেকোনো একটি ট্রান্সজেকশন করুন, যেমন ১০০ টাকা ক্যাশ ইন বা ক্যাশ আউট। যদি হয় তবে বুঝে নিতে হবে আপাননার একাউন্ট ঠিক আছে, লিস্টিং এর কারণে ভাতার টাকা আসছে না, এক্ষেত্রে শিগ্রই পেয়ে যাবেন। 

২) বিধবা হলে কি টাকা পাওয়া যায়?

জী, বাংলাদেশ সরকার বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের সাহায্যের লক্ষ্যে ১৯৯৮-৯৯ অর্থছর থেকে আর্থিক সহযোগীতা করে আসছে যা বর্তমানেও চলমান। বর্তমানে প্রতি মাসে ৬০০ টাকা করে দেয়া হচ্ছে বিধবা ভাতা। 

৩) বিধবা ভাতা কত টাকা কবে থেকে দেয়া শুরু হয়?

বাংলাদেশ সরকার ১৯৯৮-৯৯ অর্থছর থেকে বিধবা ভাতা কত টাকা দেয়া শুরু করে।

৪) স্বামী মারা যাওয়ার পর ভাতা পেয়েছি, এখন নতুন বিয়ে হয়েছে এখনো কি ভাতা পাবো? 

বিধবা বা স্বামী নিগৃহীতা মহিলাদের ভাতা দেয়া হয় আর্থিক সহযোগীতার জন্য এই সুবাদে যে তিনি একা সার্ভাইব করছে। তবে যদি সে পুনরায় বিয়ে করে এবং বর্তমানে স্বামী থাকে তবে সে আর ভাতার টাকা পাবে না। 

চুড়ান্ত মন্তব্য 

বিধবা ভাতা দেয়া শুরু হয় ১৯৯৮-৯৯ অর্থবছর থেকে, তখন ভাতার পরিমাণ ১০০ টাকা প্রতি মাসে থাকলেও ২০২৪-২৫ অর্থবছরে বিধবা ভাতা ৬০০ টাকা দেয় এবং প্রতি ৩ মাস পরপর ভাতা প্রদান করা হয়। 

বর্তমানে (নভেম্বর, ২০২৪) ১ম কিস্তির ভাতার টাকা দেয়া হচ্ছে। যারা টাকা পাচ্ছে না, তারা কিছুদিন অপেক্ষা করুন আর একাউন্ট সচল আছে কি না চেক করুন। সর্বোপরি প্রতারক চক্র থেকে সচেতন থাকুন, কখনই ভাতার অফিস থেকে আপনার একাউন্টের PIN/OTP চাওয়া হবে না ভাতার টাকা প্রদানের জন্য, ধন্যবাদ। 

Visited 525 times, 28 visit(s) today

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *