প্রতিবন্ধী বয়স্ক বিধবা ভাতা নিবন্ধন করতে হবে নতুন করে

প্রিয় পাঠক পাঠিকাবৃন্দ, প্রতিবন্ধী বিডি ডট কম এর পক্ষ থেকে আন্তরিক প্রিতি ও ভালবাসা গ্রহণ করবেন। এখন আমরা অতি গুরুত্বপুর্ণ একটি বিষয়ে আলোচনা করব। প্রতিবন্ধী বয়স্ক বিধবা ভাতা নিবন্ধন করতে হবে নতুন করে এটাই আমাদের আলোচ্য বিষয়। টাইটেল পড়েই বুঝতে পেরেছেন আমরা অতি গুরুত্বপুর্ণ একটি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। তাই সকলের কাছে পোস্টটি সম্পুর্ণ পড়ার বিশেষ অনুরোধ রইল

ভাতা নিবন্ধন

বাংলাদেশ সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় প্রতিবন্ধী বয়স্ক বিধবা সহ বেশ কয়েক প্রকার ভাতা প্রদান করে। এসকল ভাতা পাবার জন্য আগ্রহী ব্যক্তিদের প্রথমে যথাযথ প্রকৃয়া অনুসরণ করে আবেদন করতে হয়। আবেদন অনুমোদন সাপেক্ষে আবেদনকারী ব্যক্তিদের ভাতা প্রদান করা হয়।

বিগত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তবর্তিকালীন সরকার ক্ষমতা গ্রহণ করে। ক্ষমতা গ্রহনের কিছুদিনের মধ্যেই সমাজকল্যাণ উপদেষ্টা একটি প্রেস ব্রিফিংয়ে সংবাদিকদের জানান। সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় যাদের ভাতা প্রদান করা হচ্ছে তাদের ৪৬ শতাংশই ভাতা পাবার যোগ্য নয়।

সে সময়ই তিনি সাংবাদিকদের জানান ভাতার তালিকা সংশোধন করা হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তার-ই ধারাবাহিকতায় বিগত ৭ ফেব্রæয়ারি উসমানী মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে সমাজকল্যাণ উপদেষ্ঠা জানান। সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় চলমান ভাতা তালিকা সংশধোন করা হবে।

এবং ভাতাভোগিদের আবার নতুন করে নিবন্ধন করতে হবে। বর্তমানে শতকরা ৪৬ জন ভাতাভোগি ভাতা পাবার অযোগ্য। তারা বিভিন্য অসাধু উপায়ে ভাতা করিয়েছে। সরকার চায় অনিয়ম দূর করে প্রকৃত যোগ্য ব্যক্তিদের ভাতা প্রদান করতে। সর্বপরি যারা প্রতিবন্ধী ভাতা বয়স্ক বিধবা ভাতা পান তাদের আবার নতুন করে নিবন্ধন করতে হবে।

নিবন্ধন করার পর মাঠ পর্যায় থেকে তথ্য যাচাই বাছাই করা হবে। যারা প্রকৃত ভাতা পাওয়ার যোগ্য কেবল তাদেরই ভাতা দেবে সরকার।

ভাতা নিবন্ধন কবে শুরু হবে

উপরে আমরা আলোচনা করেছি সরকারি সিদ্ধান্ত অনুযায়ি প্রতিবন্ধী বয়স্ক ও বিধবা ভাতাভোগিদের আবার নতুন করে ভাতা নিবন্ধন করতে হবে। তবে নতুন ভাতা নিবন্ধন কবে শুরু হবে সে সম্পর্কে সরকার এখনও কিছু জানায়নি। তাই আমরাও বলতে পারছি না নতুন ভাতা নিবন্ধন কবে শুরু হবে।

তাবে এ বিষয়ে আমরা সজাগ দৃষ্ট্রি রাখছি। সরকার যেদিনই ভাতা নিবন্ধন শুরুর তারিখ জানাবে আমরা আমাদের ওয়েবসাইটে তা জানিয়ে দেব।

ভাতা নিবন্ধন কিভাবে করতে হবে

নতুন ভাতা নিবন্ধন কিভাবে করা যাবে সে সম্পর্কে সমাজকল্যাণ উপদেষ্টা সরসরি কিছু না বলেলও কিছুটা ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন ভাতা নিবন্ধনের জন্য পোর্টাল তৈরীর কাজ চলমান আছে। সুরতাং সমাজকল্যাণ উপদেষ্টার এ বক্তব্য থেকে বোঝা যায় অনলাইনের মাধ্যমে ভাতা নিবন্ধন করতে হবে।

কোন পোর্টালে প্রবেশ করে ভাতা নিবন্ধন করতে হবে সে সম্পর্কে তথ্য পাওয়া মাত্রই আমরা আমাদের ওয়েবসাইটে তা জানিয়ে দেব।

ভাতা নিবন্ধন করতে কি কি লাগবে

ভাতা নিবন্ধন করার জন্য প্রতিবন্ধীদের ক্ষেত্রে প্রতিবন্ধী পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন সনদ কিংবা জাতীয় পরিচয়পত্রের অনুলিপি দরকার হবে। বিধবা ভাতার ক্ষেত্রে বিধবা নারীর জাতীয় পরিচয়পত্রের কপি এবং স্বামীর মৃত্যু সনদের কপি লাগবে। বয়স্ক ভাতার ক্ষেত্রে আগ্রহী ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের কপি হলেই হবে।

ভাতা নিবন্ধন করতে ফি লাগবে কি না

সরকারের দেয়া প্রতিবন্ধী বয়স্ক বিধবা ভাতা নিবন্ধনের জন্য কোন ব্যক্তিকে কোন সরকারি ফি প্রদান করতে হবে না। তবে আপনি যদি কোন দোকান থেকে নিবন্ধন করেন, দোকানদার তার পারিশ্রমিক হিসেবে ৫০ বা ১০০ টাকা নিতে পারে। সর্বপরি ভাতা নিবন্ধনের জন্য কোন সরকারি ফি নেই।

প্রিয় পাঠক পাঠিকাবৃন্দ, ভাতা নিবন্ধন সকল ভাতাভোগিদের জন্য অত্যান্ত গুরুত্বপুর্ণ। কোন ব্যক্তি যদি নতুন করে ভাতা নিবন্ধন না করে। তবে সে আর ভাতা পাবে না। যদি সে ভাতা পাবার যোগ্যও হয় তবুও সে ভাতা পাবে না। তাই ভাতা নিবন্ধন ব্যপারটাকে অবহেলা করার সুযোগ নেই।

আমরা ভাতা নিবন্ধন সম্পর্কে সব সময় খোজ খবর রাখছি। এ সংক্রান্ত সকল আপডেট আমাদের ওয়েবসাইটে নিয়মিত প্রকাশ করা হবে। তাই সকলের কাছে আমাদের বিশেষ অনুরোধ আপনারা নিয়মিত চোখ রাখবেন প্রতিবন্ধী বিডি ডট কম ওয়েবসাইটে। আজকের মত তাহলে এ পর্যন্ত-ই সবাই ভাল থাকবেন সুস্থ্য থাকবেন লেখাটি পড়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

Leave a Comment