মাতৃত্বকালীন ভাতা চেক ২০২৪ | গর্ভবতী ভাতা চেক করার নিয়ম
গর্ভবতী ভাতা বা মাতৃত্বকালীন ভাতা চেক করার নিয়ম হলো যে নাম্বারটি দিয়ে ভাতার জন্য আবেদন করা হয়েছে ঐ নাম্বারে থাকা বিকাশ/নগদ একাউন্টে টাকা আসছে কি-না সেটা চেক করা। মাতৃত্বকালীন ভাতা চেক করার ক্ষেত্রে নিদিষ্ট কোনো পন্থা এখন অব্দি নেই তবে যদি কেউ মাতৃত্বকালীন ভাতা প্রাপ্ত হয় তাহলে তার নামের তালিকা উক্ত ইউনিয়ন পরিষদ থেকে প্রকাশ করা হবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য থাকছে পুরো আর্টিকেল জুরে।
মাতৃত্বকালীন ভাতা
পল্লী অঞ্চলের দরিদ্র গর্ভবতী মায়েদের অসহায়ত্বের কথা বিবেচনা করে তাদের দুঃখ-দুর্দশা লাঘব করার জন্য ২০০৭-০৮ অর্থবছরে দরিদ্র মায়েদের জন্য মাতৃত্বকালীন ভাতা প্রদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির আওতায় দরিদ্র গর্ভবতী মায়েদের ভাতা প্রদানের পাশাপাশি স্বাস্থ্য-সেবা এবং অন্যান্য বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন মহিলা বিষয়ক অধিদপ্তর এই কর্মসূচি বাস্তবায়ন করছে।
মাতৃত্বকালীন ভাতা পাওয়ার ক্ষেত্রে কিছু কন্ডিশন রয়েছে যার মধ্যে মূখ্য হলো নারীকে অবশ্যই ৫-৬ মাসের গর্ভবতী হতে হবে আর নারীর বয়স ২০ কিংবা এর অধিক হতে হবে। পাশাপাশি তার মাসিক আয়ের পরিমাণ ১৫ হাজার টাকার বেশি হওয়া যাবে না। এই কয়েকটি মেজর কন্ডিশন ফুলফিল হলেই মাতৃত্বকালীন ভাতার জন্য আবেদন করতে পারবেন। মাতৃত্বকালীন ভাতা অনলাইনে আবেদন করার সম্পূর্ণ প্রক্রিয়া ইতিমধ্যেই জানিয়ে দেয়া হয়েছে।
তবে মূল বিষয় হচ্ছে, মাতৃত্বকালীন ভাতার জন্য আবেদন করার পর ভাতার টাকা একাউন্টে আসলো কি-না সে বিষয়ে অনেকেই সন্দিহান। এমতাবস্থায় মাতৃত্বকালীন ভাতা চেক করার প্রয়োজনীয়তা দেখা দেয়। তবে এবার আসুন দেখে নেয়া যাক মাতৃত্বকালীন ভাতা চেক করার নিয়ম
মাতৃত্বকালীন ভাতা চেক করার নিয়ম
অন্যান্য ভাতার মত মাতৃত্বকালীন ভাতার ক্ষেত্রে আবেদন ট্র্যাকিং এর ব্যবস্থা মূলত নেই। তবুও মাতৃত্বকালীন ভাতা চেক করার দুইটা মাধ্যম রয়েছে। ১) ইউনিয়ন পরিষদে গিয়ে খোজ করা; ২) যে একাউন্টটি দেয়া হয়েছে ভাতার টাকা গ্রহণ করার জন্য–সে একাউন্ট স্টেটমেন্ট চেক করা। আসুন এবার সেগুলো কিভাবে দেখবেন এই বিষয়ে জানিয়ে দেই।
মাতৃত্বকালীন ভাতার টাকা গ্রহনের জন্য আবেদনের সময়কালীন একটি মোবাইল নাম্বার দিতে বলা হয় যেখানে বিকাশ কিংবা নগদ একাউন্ট থাকে। বাংলাদেশ সরকার বর্তমানে সকল ধরণের ভাতার টাকা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস গুলোর মাধ্যমেই দিয়ে থাকে যাতে করে ভাতা ভোগীদের সুবিধা হয় টাকা তুলতে।
যাইহোক, মাতৃত্বকালীন ভাতার টাকা চেক করার জন্য দেখতে হবে আপনি আবেদনের সময় বিকাশ নাকি নগদ কোন একাউন্টের জন্য নাম্বার প্রদান করেছেন। আমি নিচে দুইটি পদ্ধতিই দেখাচ্ছি আপনি যেটি দিয়েছেন সেটি অনুসরণ করুন।
বিকাশে মাতৃত্বকালীন ভাতার টাকা চেক করার নিয়ম
বিকাশ থেকে মাতৃত্বকালীন ভাতা চেক করতে হলে প্রথমেই চলে যান বিকাশ মোবাইল অ্যাপ কিংবা ডায়াল করুন *২৪৭#; বিকাশ অ্যাপ থেকে ব্যালেন্স চেক করা খুব সহজ, প্রথমে অ্যাপে লগিন করুন, এরপর ড্যাশবোর্ড থেকেই উপরের অংশে ট্যাপ করে দেখতে পারবেন ব্যালেন্স। অন্যদিকে ডায়াল করে ব্যালেন্স চেক করার নিয়ম:
- প্রথমেই ডায়াল করুন *১৬৭#
- ব্যালেন্স চেক করার জন্য টাইপ করুন ৯
- এরপর আবার ১ ডায়াল করে পিন দিন।
- এবার আপনার যত ব্যালেন্স আছে দেখাবে।
যদি ভাতার টাকা চলে আসে তবে এখানে দেখতে পারবেন। আর এই টাকা ভাতার টাকাই কি-না সেটি ভেরিফাই করতে পুনরায় *167# ডায়াল করুন এবং এবার ২ টাইপ করুন স্টেটমেন্টের জন্য। মিনি স্টেটমেন্টে কোথা থেকে কত টাকা আসছে সেটা দেখতে পারবেন।
নগদে মাতৃত্বকালীন ভাতার টাকা চেক করার নিয়ম
অনুরূপভাবে নগদ থেকেও মাতৃত্বকালীন ভাতার টাকা চেক করতে পারবেন। এক্ষেত্রে ফোনের ডায়াল পেড থেকে টাইপ করুন *১৬৭#। এবার নিচের ইন্সট্রাকশন অনুসরণ করুন।
ডায়াল প্যাডে এবার ৭ টাইপ করুন, কেননা এটাই আপনার একাউন্টের তথ্য দেখাবে।
এবার এখানে দুইটা অপশন আছে, ১) ব্যালেন্স চেক করার জন্য; ২) মিনি স্টেটমেন্ট। এখানে আপনার করণীয় হলো প্রথমে ব্যালেন্স চেক করার জন্য ১ টাইপ করবেন। টাকা আসলে দেখতে পারবেন এবং টাকা কোথা থেকে আসছে এটা দেখার জন্য ২ টাইপ করবেন তাহলেই দেখতে পারবেন এই টাকা মাতৃত্বকালীন ভাতা এর কি-না।
চুড়ান্ত মন্তব্য
মূলত এভাবেই মাতৃত্বকালীন ভাতা চেক করতে হয়। এমনিতে স্পেসিফিক কোনো ওয়েবসাইট নেই চেক করার জন্য। হয়তো আপনাকে ইউনিয়র পরিষদ থেকে প্রকাশ করা লিস্ট দেখতে হবে নয়তো আপনার একাউন্ট ব্যালেন্স চেক করতে হবে। তবে আপনি যদি একবার ভাতার জন্য eligible হয়ে যান তবে অটোমেটিকভাবেই ভাতার টাকা আসতে থাকবে। আশা করি এই আর্টিকেলের মাধ্যমে মাতৃত্বকালীন ভাতা চেক করার নিয়ম জানতে পেরেছেন।