প্রিয় পাঠক পাঠিকাবৃন্দ, আজ আমরা অতি গুরুত্বপুর্ণ একটি বিষয়ে আলোচনা করব। আর তা হল ঈদের আগে কি ভাতার টাকা দেবে সে সম্পর্কে। আমরা কম বেশি অনেকেই জানি বাংলাদেশ সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় বেশ কয়েকটি ভাতা প্রদান করে। যেমন: প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ইত্যাদি। প্রতি তিন মাস পর পর এসব ভাতার অর্থ প্রদান করা হয়। এবং যদি ইদের সামনে ভাতা দেয়ার সময় হয় কিংবা ভাতার টাকা দেবার সময় হবার কিছুদিন বাকি থাকে।

তবুও সরকার ঈদের আগেই সকলের কাছে ভাতার টাকা পৌছে দেয়। তারই ধারাবাহিকতায় এবার আমরা ঈদের আগে ভাতার টাকা পাব কি না সে সম্পর্কে অনেক ভাতা ভোগি ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের কাছে জানতে চেয়েছেন। আপনাদের সকল প্রশ্নের উত্তর দেব এই পোস্টে। তাই সকলের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আপনারা এই পোস্টটি অবশ্যই পড়বেন।

ঈদের আগে কি ভাতা দেবে

এবার আমরা আলোচনা করব, ঈদের আগে ভাতার টাকা দেবে কি না সে সম্পর্কে। ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ, এই তিন মাসের প্রতিবন্ধী বয়স্ক ও বিধবা ভাতার টাকা রোজার ঈদের আগে দেয়া হবে কি না সে সম্পর্কে জানতে আমরা সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখার একজন কর্মকর্তার সাথে যোগাযোগ করেছিলাম। তিনি আমাদের জানিয়েছেন। ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ, এই তিন মাসের প্রতিবন্ধী, বয়স্ক ও বিধবা ভাতার টাকা ঈদের আগে দেবার তেমন কোন সম্ভবনা দেখা যাচ্ছে না।

তিনি বলেন আজ মার্চ মাসের ১০ তারিখ, অন্য সময় হলে এত দিনে আমরা পে রোল চেয়ে জেলা পর্যায়ের সমাজসেবা কার্যালয়গুলিকে চিঠি দিতাম। কিন্তু সরকার থেকে এখনও পে রোল চাওয়ার জন্য আমরা কোন নির্দেশনা পাইনি। তাই আমরা বলতে পারি রোজার ঈদের আগে প্রতিবন্ধী বয়স্ক ও বিধবা ভাতার টাকা দেয়া হবে না। এই কর্মকর্তার বক্তব্য থেকে আমরা বুজতে পারলাম। ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ, এই তিন মাসের প্রতিবন্ধী বয়স্ক ও বিধবা ভাতার টাকা রোজার ঈদের আগে দেয়া হবে না।

কেন ঈদের আগে ভাতার টাকা দেয়া হবে না

কেন ঈদের আগে প্রতিবন্ধী বয়স্ক ও বিধবা ভাতার টাকা দেয়া হবে না এমন প্রশ্ন করলে এই কর্মকর্তা আমাদের বলেন। সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় বিতরণকৃত সকল ভাতার তালিকা সংশোধন করার সিন্ধান্ত গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় ভাতাপ্রাপ্ত সকল ভাতাভোগিকে আবারও নতুন করে ভাতার জন্য নিবন্ধন করতে হবে। এ লক্ষ্যে নতুন সিস্টেম ডেলেলাপমেন্ট করা হচ্ছে।

তাই আমার মনে হয় সকল ভাতার তালিকা সংশোধন করার পর ভাতার টাকা প্রদান করা হবে। ভাতার তালিকা সংশোধন করতে বেশ কয়েক মাস সময় লাগবে। আর ততদিনে ঈদ হয়ে যাবে তাই ইদের আগে ভাতার টাকা দেয়া হয়ত সম্ভব হবে না। তবে এটা কোন অফিসিয়াল তথ্য নয়। কারণ এমন কোন ঘোষনা এখনও সরকার থেকে দেয়া হয় নি। অমি আমার ব্যক্তিগত অভিমত থেকে এ কথা বলছি। সরকার যদি চায় তবে সরকার ঈদের আগেই সকল ভাতার টাকা প্রদান করতে পারে। সরকার ভাতার টাকা পরিশোধ করার নির্দেশনা দিলেই আমরা জেলা পর্যায়ের সমাজসেবা কার্যালয়গুলিকে ভাতার পে রোল প্রেরণের জন্য চিঠি দেব।

ঈদের আগে ভাতার টাকা দেয়ার সম্ভবনা আছে কি

ঈদের আগে প্রতিবন্ধী বয়স্ক বিধবা ভাতার টাকা দেয়ার কোন সম্ভবনা আছে কি না এমন প্রশ্ন করা হলে সেই কর্মকর্তা বলেন। ঈদের আগে টাকা দেয়া হবে কি না এটা সম্পুর্ণই সরকারের ব্যাপার। আমি বিগত দিনে দেখেছি সরকার সব সময়ই ঈদের আগে ভাতার টাকা পরিশোধ করার সর্বচ্চ চেষ্টা করে। তবে এবারের ব্যপারটা আলাদা। কারণ সরকার ভাতার তালিকা সংশোধ করতে চায়। এমন অবস্থায় ঈদের আগে ভাতার টাকা দেয়া হবে কি না তা জানতে হলে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। আর কিছুদিন পর এ বিষয়ে আমরা চুড়ান্ত তথ্য দিতে পারব।

প্রিয় পাঠক ঈদের আগে প্রতিবন্ধী বয়স্ক ও বিধবা ভাতার টাকা পরিশোধ করা হবে কি না সে সম্পর্কে সর্বশেষ আপডেট সবার আগে জানতে নিয়মিত চোখ রাখুন প্রতিবন্ধী বিডি ডট কম ওয়েবসাইটে। এই ছিল আমাদের আজকের আলোচনা। আজের পোস্ট আপনার কেমন লাগল তা কমেন্ট করে জানাবেন। আজকের মত তাহলে এ পর্যন্তই সকলে ভাল থাকবেন সুস্থ্য থাকবেন। পোস্টটি পড়ার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।

Leave a Comment