প্রতিবন্ধী ঋণ আবেদন ফরম প্রতিবন্ধী ঋণ কি ভাবে পাব
প্রতিবন্ধী ঋণ আবেদন ফরম কোথায় পাবেন, কি ভাবে আবেদন করবেন সে সম্পর্কে এই পোস্টে আলোচনা করা হবে। প্রিয় প্রতিবন্ধী ভাই বোন বন্ধুগণ, প্রতিবন্ধী বিডি ডট কম এর পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা গ্রহণ করবেন। বর্তমান চাকরির বাজারে একটি চাকরি পাওয়া খুবই কঠিন আর একজন প্রতিবন্ধী ব্যক্তির জন্য চাকরি পাওয়াটা সোনার হরিণ পাওয়ার থেকে কোন অংশে কম নয়।
প্রতিবন্ধী ঋণ আবেদন ফরম
তাই প্রতিবন্ধীদের নিজেদের কর্মসংস্থান নিজেদেরই করতে হবে, এজন্য আমাদের ব্যবসা করতে হবে অথবা ফ্রিল্যানসিং শিখতে হবে, ব্যবসা করার জন্য পুঁজি দরকার আর এই পুঁজি আমরা খুব সহজেই সমাজসেবার প্রতিবন্ধী ঋণ থেকে পেতে পারি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অসচ্ছল প্রতিবন্ধীদের আত্ম নির্ভরশীল হিসেবে গড়ে তুলতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে, তার-ই ধারাবাহিকতায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর অসচ্ছল প্রতিবন্ধীদের সুদমুক্ত ঋণ প্রদান করে থাকে।
প্রতিবন্ধী ঋণ পাওয়ার জন্য কোথায় যোগাযোগ করতে হয়?
ঋণ পাওয়ার জন্য পৌড়সভার বাসিন্দাদের তাঁদের ওয়ার্ড সমাজকর্মির সাথে যোগাযোগ করতে হবে, এবং ইউনিয়নে বসবাসকারিদের তাঁদের নিজ ইউনিয়ন সমাজকর্মির সাথে ঋণ নেবার জন্য আলোচনা করতে হবে। তাছাড়া শহর/উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তার সাথে যোগাযোগ করতে পারেন। এমন অনেক প্রতিবন্ধী ব্যক্তি আছেন যাদের পক্ষে সমাজসেবা অধিদপ্তরে গিয়ে খোঁজ খবর করা খুব কষ্টসাদ্ধ তারা ইউনিয়ন সমাজকর্মির সাথে যোগাযোগ করবেন তাঁরাই ঋণ পাওয়ার যাবতীয় প্রক্রিয়া আপনাকে জানিয়ে দেবে।
সমাজসেবা মাঠকর্মির মোবাইল নম্বর কীভাবে পাব?
শহর সমাজসেবা/উপজেলা সমাজসেবা মাঠকর্মীদের মোবাইল নম্বর নিজ জেলা/শহর/উপজেলা সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। উক্ত ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় মোবাইল নম্বর সংগ্রহ করা যাবে। উদাহারণসরুপ মনে করা যাক আমি নাটোর জেলার সদর উপজেলার বাসিন্দা আমি আমার ইউনিয়নের সমাজকর্মির মোবাইল নম্বর পাওয়ার জন্য গুগলে সার্চ করব সমাজসেবা অধিদপ্তর নাটর। সার্চ রেজাল্ট থেকে আমার কাঙ্ক্ষিত ওয়েবসাইটে প্রবেশ করলেই কর্মকর্তা কর্মচারীদের তালিকা দেখার অপশন পাওয়া যাবে সেখান থেকেই আমার কাঙ্ক্ষিত সমাজকর্মির মোবাইল নম্বরটি সংগ্রহ করতে পারব।
প্রতিবন্ধী ঋণ আবেদন ফরম কোথায় পাব?
অসচ্ছল প্রতিবন্ধী ঋণ আবেদন ফরম শহর/ইউনিয়ন সমাজকর্মির নিকট থেকে সংগ্রহ করা যাবে কিংবা এখান থেকে প্রতিবন্ধী ঋণ আবেদন ফরম পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন। ফরম ডাউনলোড কিংবা সংগ্রহের পর যথাযথ নিয়ম অনুসরণ করে ফরম পূরণ করতে হবে, ফরম পূরণ করার সময় খেয়াল রাখতে হবে, সকল তথ্য যেন শতভাগ সঠিক থাকে কোন তথ্য যেন ভুল কিংবা ত্রটিপুর্ণ না হয়।
প্রতিবন্ধী ঋণ আবেদন ফরম পিডিএফ
প্রতিবন্ধী ঋণের কিস্তি পরিশোধের নিয়মাবলি:
ঋণ গ্রহণ করার ৪ মাস পর থেকে কিস্তি প্রদান শুরু হয়, সমাজসেবা অধিদপ্তর থেকে নেয়া প্রতিবন্ধী ঋণে সুদ দিতে হয় না।
প্রতিবন্ধী ঋণ পেতে কি কি কাগজপত্র লাগে?
সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদেয় অসচ্ছল প্রতিবন্ধী ঋণ পেতে ঋণ আবেদনকারীর সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদৃপ্ত সুবর্ণ নাগরিক পরিচয়পত্র থাকতে হবে। সুবর্ণ নাগরিক পরিচয়পত্রের অনুলিপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। এছাড়া ঋণ গ্রহীতার সদ্য তোলা ৪ কপি রঙিন সত্যায়িত ছবি ঋণ আবেদন ফরমে যুক্ত করতে হবে, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি সংযুক্ত করতে হবে।
প্রতিবন্ধী ঋণ মঞ্জুরির প্রকৃয়াঃ
একজন প্রতিবন্ধী ব্যক্তি ঋণের জন্য আবেদন করলেই ঋণ পাবে এমন কোন কথা নেই, ঋণ প্রাপ্তির জন্য আবেদন করার পর সমাজসেবা অধিদপ্তর কর্তৃক গঠিত ঋণ মঞ্জুরি কমিটির নিকট ঋণ গৃহণে আগ্রহী ব্যক্তির ঋণের আবেদন উপস্থাপন করা হয় অসচ্ছল প্রতিবন্ধী ঋণ সহায়তা মঞ্জুরি কমিটি যদি উক্ত ব্যক্তির ঋণ আবেদন অনুমোদন করে কেবল তবেই প্রতিবন্ধী ব্যক্তি উক্ত ঋণ সহায়তা পেতে পারবেন।
প্রতিবন্ধী ঋণের সুদ কত শতাংশ?
অসচ্ছল প্রতিবন্ধী ঋণ সম্পূর্ণ সুদমুক্ত, তবে ৫ শতাংশ সার্ভিস চার্জ প্রদান করতে হবে।
কত টাকা প্রতিবন্ধী ঋণ পাওয়া যায়?
সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদেয় ঋণ ১০ হাজার টাকা থেকে শুরু হয়ে ৫০ হাজার টাকা পর্যন্ত হতে পাবে। তবে যে সকল প্রতিবন্ধী ব্যক্তি প্রথমবারের মত ঋণ প্রাপ্তির আবেদন করবেন তাঁরা ৫০ হাজার টাকা ঋণ পাবেন না, তাঁরা প্রাথমিকভাবে ১০ হাজার কিংবা ২০ হাজার টাকা ঋণ পাবেন। গৃহীত ঋণের কিস্তি নিয়মিত পরিশোধ করতে পারলে পরবর্তীতে ঋণের টাকার অঙ্ক বৃদ্ধি করা হবে। এই হল প্রতিবন্ধী ঋণ সংক্রান্ত আলোচনা, যদি কোন প্রশ্ন থাকে হবে কমেন্ট করে জানাবেন। লেখাটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
প্রিয় প্রতিবন্ধী ভাই বোন বন্ধুগণ আজকের মত এ পর্যন্তই, ভাল থাকবেন সুস্থ থাকবেন এবং নিয়মিত ভিজিট করবেন প্রতিবন্ধী বিডি ডট কম।