প্রতিবন্ধী ভাতা কার্ড চেক কি ভাবে ভাতার কার্ড চেক করবেন
প্রিয় পাঠক অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন কি ভাবে প্রতিবন্ধী ভাতা কার্ড চেক করা যায়, তাদের সকল প্রশ্নের উত্তর নিয়ে হাজির হলাম। ২০২৩-২০২৪ অর্থ বছরে ২ কোটি ৯০ লাখ প্রতিবন্ধী ব্যক্তিকে প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়। বাংলাদেশে প্রতিবন্ধীদের সংখ্যা ক্রমাগত বেরেই চলেছে।
প্রতিবন্ধী ভাতা কার্ড চেক
তাই আমাদের আশে পাশে এমন অনেক মানুষ আছে যারা প্রতিবন্ধী ভাতা পান, কিংবা প্রতিবন্ধী ভাতা করতে চান। এসকল মানুষদের বিরাট একটি অংশ তাঁদের প্রতিবন্ধী ভাতার কার্ডটি যাচাই করতে চান কিন্তু কি ভাবে যাচাই করতে হয় তা জানেন না। এই পোস্টে প্রতিবন্ধী কার্ড চেক সংক্রান্ত যাবতীয় আলোচনা করা হবে। প্রত্যেকে অবশ্যই সম্পুর্ণ পোস্টটি পড়বেন।
প্রতিবন্ধী ভাতা কি?
প্রতিবন্ধী ভাতা হল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বিতরণকৃত নগদ অর্থ যা অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ২০০৫ সাল থেকে প্রদান করা হচ্ছে। বাংলাদেশ যেহেতু উন্নয়নশীল রাষ্ট্র তাই এখনও বাংলাদেশে এমন অনেক প্রতিবন্ধী মানুষ আছেন যাদের কোন উপার্জনের ব্যবস্থা নেই। এমন গরীব অসহায় প্রতিবন্ধীদের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সরকার ২০০৫ সালে মাসিক ২০০ টাকা হারে প্রতিবন্ধী ভাতা প্রদান শুরু করে।
প্রতিবন্ধী ভাতা পাবার উপায়
অসচ্ছল প্রতিবন্ধী ভাতা পেতে হলে আগ্রহী ব্যক্তিকে অবশ্যই বাংলাদেশের স্থায়ি নাগরিক হতে হবে। বয়স কমপক্ষে ৬ মাস হতে হবে। ভাতা গ্রহণে আগ্রহী ব্যক্তির সুবর্ণ নাগরিক কার্ড (প্রতিবন্ধী পরিচয়পত্র) থাকতে হবে, এবং আগ্রহী ব্যক্তিকে অবশ্যই প্রতিবন্ধী হতে হবে। এসকল শর্ত পুরণ করতে পারলে সরকার যখন ভাতা প্রদানের জন্য আবেদন গ্রহণ করে তখন নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে হবে।
প্রতিবন্ধী ভাতার টাকা কিভাবে প্রদান করা হয়
এইতো কিছু দিন আগেও প্রতিবন্ধী ভাতার টাকা, ভাতা ভোগিকে সরাসরি ব্যংকে উপস্থিত হয়ে গ্রহণ করতে হত। কিন্তু ২০১৯ সালে বাংলাদেশ সরকার ভাতাপ্রাপ্তি সহজতর করার জন্য মোবাইল ব্যংকিং সার্ভিসের মাধ্যমে ভাতার টাকা বিরতণের সিদ্ধান্ত গ্রহণ করে। বর্তমানে ভাতার টাকা পাবার জন্য ভাতা ভোগিকে আর ব্যংকে যেতে হয় না। ভাতা ভোগি ঘরে বসেই তাঁর মোবাইল ব্যংকিং সার্ভিসের মাধ্যমে ভাতার টাকা পেয়ে যান। মোবাইল ব্যংকিং সার্ভিস বলতে বিকাশ ও নগদকে বোঝানো হযেছে।
কি ভাবে প্রতিবন্ধী ভাতার কার্ড পাব
প্রতিবন্ধী ভাতা কার্ড পাবার জন্য প্রথমে প্রতিবন্ধী ভাতাভোগি হতে হবে, অর্থাৎ যে ব্যক্তি প্রতিবন্ধী ভাতার কার্ড পেতে চান তাকে আগে প্রতিবন্ধী ভাতা পেতে হবে। প্রতিবন্ধী ভাতা সুবিধার আওতাভুক্ত হবার পর সমাজসেবা অধিদপ্তর থেকে সকল প্রতিবন্ধী ভাতা ভোগিদের বিনামুল্যে প্রতিবন্ধী ভাতা কার্ড প্রদান করা হয়। যারা ভাতার টাকা পান কিন্তু এখনও ভাতার কার্ড পাননি তারা অতি দ্রæত নিজ নিজ শহর/উপজেলা সমাজসেবা অধিদপ্তরে যোগাযোগ করুন।
প্রতিবন্ধী ভাতা কত টাকা
২০২৩-২০২৪ অর্থ বছরে বাংলাদেশ সরকার সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে মাসিক ৮৫০ টাকা হারে অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে ভাতা প্রদান করেছে। ২০২৪-২০২৫ অর্থ বছরে প্রতিবন্ধী ভাতা বারার কোন সম্ভবনা এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। বিভিন্য সামাজিক এবং প্রতিবন্ধী সংস্থা সরকারের কাছে প্রতিবন্ধী ভাতা বারানোর জোর আবেদন জানিয়ে জাচ্ছে।
প্রতিবন্ধী কার্ড না থাকলে কি প্রতিবন্ধী ভাতা পাওয়া যাবে
আমাদের মাঝে এমন অনেক মানুষ আছেন যারা প্রতিবন্ধী কার্ড করেননি কিন্তু প্রতিবন্ধী ভাতা করার জন্য ছোটাছুটি করেন। এমন ব্যক্তিদের বলছি বর্তমানে প্রতিবন্ধী কার্ড না থাকলে কোন ভাবেই প্রতিবন্ধী ভাতা পাওয়া যাবে না। বিগত সময়ে প্রতিবন্ধী কার্ড না থাকলেও প্রতিবন্ধী ভাতা পাওয়া যেত। কিন্তু বর্তমানে সমাজসেবা অধিদপ্তর থেকে পরিস্কার জানিয়ে দেয়া হয়েছে, যে সকল প্রতিবন্ধী ব্যক্তির প্রতিবন্ধী কার্ড (সুবর্ণ নাগরিক কার্ড) নেই তারা ভাতার জন্য আবেদন করতে পারবেন না। আর যাদের প্রতিবন্ধী কার্ড নেই কিন্তু প্রতিবন্ধী ভাতা পান তাদের অতি দ্রæত প্রতিবন্ধী কার্ড করতে হবে অন্যথায় প্রতিবন্ধী ভাতা বাতিল হতে পারে।
প্রতিবন্ধী ভাতা কার্ড চেক করবেন কি করে
প্রিয় পাঠক বাংলাদেশের অনেক অফিসিয়াল কার্যক্রমই অনলাইনের মাধ্যমে করা হচ্ছে। ঘরে বসেই ট্রেনের টিকিট, জাতীয় পরিচয়পত্র সহ আরও অনেক কাগজপত্র অনলাইনের মাধ্যমে যাচাই করা যা। কিন্তু প্রতিবন্ধীদের ক্ষেত্রে এই সুবিধা এখনও পুরোপুরি চালু হয়নি। প্রতিবন্ধী কার্ড কিংবা প্রতিবন্ধী ভাতার কার্ড অনলাইনে যাচাই কিংবা ডাউনলোড কোন সুযোগ নেই। আমরা আশা করি অতি দ্রæতই এই অসুবিধা দুরিভুত হবে।
তবে অনলাইনে না হলেও অফলাইনে প্রতিবন্ধী ভাতার কার্ড চেক করা যায় এজন্য প্রতিবন্ধী ভাতার কার্ডটি সাথে নিয়ে নিজ শহর/উপজেলা সমাজসেবা অধিদপ্তরে উপস্থিত হয়ে কার্ডটি যাচাই করে নেয়া যাবে।
প্রিয় পাঠক অনেক কথা হল, আজ তাহলে এ পর্যন্ত-ই আপনারা কি বিষয়ে জানতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের যে কোন মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ন। ভাল থাকবেন সুস্থ্য থাকবেন, যতটা সম্ভব ঘরে থাকবেন বাংলাদেশের উপর দিয়ে তিব্র তাপদাহ বয়ে যাচ্ছে। এমত অবস্থায় প্রয়জন ছাড়া ঘরের বাহিরে বের না হওয়াই ভাল। সকলে ভাল থাকবেন আবারও সকলকে অনেক অনেক ধন্যবাদ।
আমি আগে ফোন নাম্বারে টাকা তুলছেন একবার হঠাৎ করে বিকাশ একাউন্টের সমস্ত নতুন ফোন নাম্বার অ্যাড করতে চাই কিভাবে করব
নাম্বার পরিবর্তনের আবেদন করুন, নাম্বার পরিবর্তনের নিয়ম জানতে এখানে ক্লিক করুন।
আমার বাম কান বন্ধ ডান কানে কম শুনি আমি কি প্রতিবন্ধী কার্ড পাবো
জী পেতে পারেন, এখানে যে নিয়ম উল্লেখ্য আছে, বিষেষ করে মেডিক্যাল রিপোর্ট যথাযথ ভাবে থাকলে পেতে পারেন।
আমার বাবার প্রতিবন্ধি কার্ড আছে কিন্তু কোন টাকা পাইনা এখন কি করতে হবে
জরুরি ভিত্তিতে ইউনিয়ন পরিষদ/কাউন্সিল অফিসে যোগাযোগ করুন। ভালো হয় যদি সমাজসেবা অধিদপ্তরে সরাসরি গিয়ে কথা বলতে পারেন।