শ্রবন প্রতিবন্ধীদের বিনামুল্যে কক্লিয়ার ইমপ্লান্ট ডিভাইস দেবে ইএনটি

প্রিয় প্রতিবন্ধী ভাই বোন বন্ধুগণ, আশা করছি সকলে ভাল আছেন, আজ শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি দারুন সু-খবর নিয়ে এসেছি। যে সকল ব্যক্তি কানে একেবারেই শুনতে পান না তাদের, শ্রবন প্রতিবন্ধীদের বিনামুল্যে কক্লিয়ার ইমপ্লান্ট ডিভাইস দেবে ইএনটি, সম্পুর্ণ শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পুর্ণ বিনামুল্যে বা নাম মাত্র মুল্যে কক্লিয়ার ইমপ্লান্ট ডিভাইস প্রদান করা হবে।

বিনামুল্যে কক্লিয়ার মেশিন প্রদান Free cochlear machine

বাংলাদেশ সরকারের অর্থায়নে, সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগীতায়, এই প্রকল্প ব্যাস্তবায়ন করা হচ্ছে। যে সকল শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি একমদ কানে শুনতে পান না, তারা এই প্রকল্পের অধিনে কক্লিয়ার ইমপ্লান্ট ডিভাইসের জন্য আবেদন করতে পারবেন।

কক্লিয়ার ইমপ্রান্ট ডিভাইস কি

কক্লিয়ার ইমপ্লান্ট ডিভাইস হল একটি ইলেক্ট্রনিক ডিভাইস, যা অপারেশন এর মাধ্যমে কক্লিয়ার নার্ভের সাথে সংযুক্ত করা হয়। উল্লেখ্য যে কক্লিয়ার নার্ভের কারণেই আমরা শুনতে পাই।

কক্লিয়ার ইমপ্লান্ট ডিভাইস কাদের প্রয়োজন

যে সকল শ্রবন প্রতিবন্ধী ব্যক্তি হেয়ারিং এইড মেশিন ব্যবহার করেও ভাল শুনতে পান না, কিংবা কিছুই শুনতে পান না, তারা অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে কক্লিয়ার ইমপ্লান্ট ডিভাইস সার্জারির মাধ্যমে স্থাপন করতে পারবেন। যে সকল শিশু জন্মগত ভাবে কানে শুনতে পায় না, সে সকল শিশুদের ৫ বছরের অগেই কক্লিয়ার ইমপ্লান্ট ডিভাইস স্থাপন করা উচিত। তবে অবশ্যই একজন দক্ষ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে।

কিভাবে আবেদন করবেন

ন্যাশনাল ইনিস্টিটিউন অব ইএনটি এর কার্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে আবেদন ফরম সংগ্রহ এবং পুরণের মাধ্যমে আবেদন করতে হবে, ঠিকানা: রুম নং-৭০৯, (৭ম তলা), কক্লিয়ার ইমপ্লান্ট, ন্যাশনাল ইনিস্টিটিউন অব ইএনটি, তেজগাঁও, ঢাকা। সকাল ৯ টা থেকে দুপুর ১ টা (বন্ধের দিন বাদে) আবেদন ফরম সংগ্রহ করা যাবে, অপ্রাপ্ত শ্রবণ প্রতিবন্ধীদের জন্য তাদের অভিভাবককে আবেদন করতে হবে। আবেদন ফরম সংগ্রহ এবং জমার শেষ তারিখ: ১৩, জুন, ২০২৪।

Visited 115 times, 1 visit(s) today

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *