সরকারি হাসপাতালে প্রতিবন্ধীদের সুযোগ সুবিধা

প্রিয় পাঠক প্রতিবন্ধী বিডি ডট কম এর পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা গ্রহণ করবেন আজ একটি অতি গুরুত্বপুর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, আজকের আলোচ্য বিষয় হল সরকারি হাসপাতালে প্রতিবন্ধীদের সুযোগ সুবিধা। অনেক প্রতিবন্ধী ভাই বোন ইনবক্সে আমার কাছে এই বিষয়ে জানতে চেয়েছেন তাদের কথা ভেবে আজকের এই পোস্টটি লিখতে বসেছি। আজকের এই পোস্টে একজন প্রতিবন্ধী ব্যক্তি সরকারি হাসপাতাল ও সরকারি মেডিকেল কলেজে কি কি সুযোগ সুবিধা পাবেন সে সম্পর্কে এই পোস্টে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব।

প্রতিবন্ধীদের ফ্রি চিকিৎসা Protibondhider free chikitsha

বাংলাদেশ সরকার প্রতিবন্ধীদের কল্যাণে বিভিন্য সুযোগ সুবিধা প্রদান করে তার-ই ধারাবাহিকতায় সরকারি হাসপাতাল ও মেডিকেল কেলেজে আউট ডোরে প্রতিবন্ধীদের ফ্রি দাক্তার দেখানোর সুযোগ দেয়া হয়। এবং কনো সিরিয়াল ছাড়াই দাক্তার দেখানোর সুযোগ দেয়া হয়, আপনাদের বোঝার জন্য একটু সহজ করে বলছি।

একজন সাধারণ ব্যক্তি সরকারি হাসপাতালে বা মেডিকেল কলেজে আউট  ডোরে দাক্তার দেখাতে গেলে তাঁকে প্রথমে টিকেট কাউন্টার থেকে হাসপাতাল পর্যায়ে ৫ টাকা এবং মেডিকেল কলেজ পর্যায়ে ১০ টাকা দিয়ে টিকেট ক্রয় করতে হয়, তারপর নির্ধারিত কক্ষের সামনে গিয়ে লাইনে দাড়াতে হয়, সিরিয়াল অনুযায়ি যখন তাকে ডাকা হয় তখন তিঁনি দাক্তার দেখাতে পারে।

একজন প্রতিবন্ধী ব্যক্তিকে এসকল অসুবিধার সম্মখিন হতে হয় না। একজন প্রতিবন্ধী ব্যক্তি হাসপাতাল কিংবা মেডিকেল কলেজে বিনামুল্যে আইট ডোরে দাক্তার দেখাতে পারবেন টিকেট কিনতে কোন টাকা দিতে হবে না। টিকেট কেনার পর সিরিয়ালেও দাড়াতে হয় না, দাক্তারের সহায়ককে প্রতিবন্ধীতার বিষয়টি জানালে প্রতিবন্ধী ব্যক্তিকে সবার আগে দাক্তার দেখিয়ে দেয়া হয়।

এছাড়া যাবতীয় পরিক্ষা নিরিক্ষা অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিগণ আংশিক বা সম্পুর্ণ ছাড়ে করাতে পারে, এজন্য হাসপাতাল কর্র্তিপক্ষের অনুমোতি নিতে হয়। বিনামুল্যে বা আংশিক মুল্যে পরিক্ষা নিরিক্ষা করানোর জন্য প্রতিবন্ধী ব্যক্তিকে হাসপাতালের পরিচালকের সাথে যোগাযোগ করতে হবে তিনি বিনামুল্যে বা আংশিক মুল্যে স্বাস্থ্য পরিক্ষার অনুমোতি দিতে পারেন।

ফ্রি চিকিৎসা পেতে কি কি কাগজপত্র লাগবে

উপরক্ত সুযোগ সুবিধা পাবার জন্য প্রতিবন্ধী ব্যক্তির সুবর্ণ নাগরিক পরিচয়পত্র (প্রতিবন্ধী পরিচয়পত্র) এর কপি হলেই হবে, আর কোন কাগজ পত্র সাধারনত প্রয়োজন হয় না। তবে বিশেষ ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং আগের চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র প্রয়োজন হতে পারে।

এখানে যে সকল সুযোগ সুবিধার কথা বলা হয় কোন হাসপাতাল বা মেডিকেল কলেজে (সরকারি) উক্ত সুযোগ সুবিধা পেতে কোন অসুবিধার সম্মুখিন হতে হয় তবে সরাসরি হাসপাতালের সুপারের সাথে কিংবা উর্ধতন কর্তিৃপক্ষের সাথে যোগাযোগ করবেন।

প্রিয় পাঠক আশা করছি এই তথ্যগুলি আপনার উপকারে আসবে, লেখাটি পড়ে আপনার কেমন লাগল তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি আর কোন বিষয়ে জানতে চান সেটাও মন্তব্য করে জানাতে ভুলবেন না। প্রতিবন্ধী বিডি ডট কম সকল প্রতিবন্ধী ভাই বোনদের ওয়েবসাইট তাই আপনার পরিচিত প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে প্রতিবন্ধী বিডি ডট কম ওয়েবসাইট সম্পর্কে আলোচনা করবেন। সবাইকে আমাদের ওয়েবসাইট সম্পর্কে জানাবেন এবং নিয়মিত ভিজিট করবেন প্রতিবন্ধী বিডি ডট কম, সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Visited 215 times, 1 visit(s) today

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *