প্রতিবন্ধী স্কুলের শিক্ষকদের কি কি যোগ্যতা থাকতে হয়?

বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় এর এনডিডি সম্পর্কিত বিশেশ/সমন্বিত নীতিমালা ২০১৮ অনুযায়ী প্রতিবব্ধী স্কুলের শিক্ষক হওয়ার জন্য বেশ কিছু যোগ্যতা আবশ্যক করা হয়। চলুন প্রতিবন্ধী স্কুলের শিক্ষকদের কি কি যোগ্যতা থাকতে হয় এই বিষয়ে বিস্তারিত জেনে নেই। 

প্রতিবন্ধী স্কুলের শিক্ষকদের কি কি যোগ্যতা থাকতে হয়

প্রতিবন্ধী স্কুলের সর্বশেষ খবর  

বৈষম্যবিরোধী প্রতিবন্ধী বিদ্যালয় ঐক্য ফোরামের উদ্যাগে প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে স্বীকৃতি ও এমপিও-ভুক্ত করার দাবীতে গত ২১ আগষ্ট ২০২৪ ইং তারিখ দুপুরে সচিবালয়ের সামনে চার দফা দাবিতে কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে উপস্থিতরা বলেন, প্রতিবন্ধী বিদ্যালয়গুলো স্বীকৃতি দিতে হবে এবং সেই সাথে এমপিও-ভুক্ত করতে হবে। তারা আরও জানান, চার দফা দাবি না মেনে নিলে আমরা কর্মসূচি চালিয়ে যাবো এবং তারা ৪৮ ঘন্টার আল্টিমেটাম ঘোষণা করেন। 

তাদের চার দফা দাবিগুলো হলো— 

১.অনতিবিলম্বে সকল প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে স্বীকৃতি ও এমপিও প্রদান নিশ্চিত করতে হবে।

২.প্রতিটি বিদ্যালয়ে আধুনিক মানসম্পন্ন প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো নির্মাণ সুনিশ্চিত করতে হবে।

৩.অনতিবিলম্বে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিশেষ শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন ও  একটি আধুনিক থেরাপি সেন্টার নিশ্চিত করা, সব শিক্ষার্থীর জন্য মিড-ডে মিলসহ শিক্ষা উপকরণ (পুস্তক, খাতা, কলম, ছাতা, স্কুল ড্রেস, জুতা ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র) প্রদান ।

৪.প্রতিবন্ধী ভাতা পাঁচ হাজার টাকায় উন্নীত করা এবং শিক্ষাজীবন শেষে দরিদ্র শিক্ষার্থী ও অভিভাবক আত্মনির্ভরশীল জীবনযাপনের ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে।

প্রতিবন্ধী স্কুল শিক্ষক নিয়োগ যোগ্যতা

প্রতিবন্ধী স্কুল গুলোতে নীতিমালা ২০২৮ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে শিক্ষক পদে ৪ টি এবং থেরাপি সহকারী পদে নিয়োগ প্রদান করা হয়। চলুন প্রতিবন্ধী স্কুল শিক্ষক নিয়োগ যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জেনে নেই। 

প্রধান শিক্ষক

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে স্নাতক/ সমমানসহ বিএসএড/ এমএসএড এবং সেই সাথে প্রযোজ্য প্রতিবন্ধিতা বিষয়ে (বুদ্ধি প্রতিবন্ধী / অটিজম / ডাউ সিনড্রোম / সেরিব্রাল পালস) প্রশিক্ষণ ও ১০ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক ঘোষিত বয়সসীমা প্রযোজ্য হবে। 

সিনিয়র সহকারী শিক্ষক

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে স্নাতক/ সমমানসহ বিএসএড/ এমএসএড এবং সেই সাথে প্রযোজ্য প্রতিবন্ধিতা বিষয়ে (বুদ্ধি প্রতিবন্ধী / অটিজম / ডাউ সিনড্রোম / সেরিব্রাল পালস) প্রশিক্ষণ ও ৭ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

সহকারী শিক্ষক 

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে স্নাতক/ সমমানসহ বিএসএড/ এমএসএড এবং সেই সাথে প্রযোজ্য প্রতিবন্ধিতা বিষয়ে (বুদ্ধি প্রতিবন্ধী / অটিজম / ডাউ সিনড্রোম / সেরিব্রাল পালস) প্রশিক্ষণ থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 

নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক ঘোষিত বয়সসীমা প্রযোজ্য হবে। 

জুনিয়র শিক্ষক/সঙ্গীত ও শরীরচর্চা শিক্ষক

 স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে স্নাতক/ সমমানসহ বিএসএড/ এমএসএড এবং সেই সাথে প্রযোজ্য প্রতিবন্ধিতা বিষয়ে (বুদ্ধি প্রতিবন্ধী / অটিজম / ডাউ সিনড্রোম / সেরিব্রাল পালস) প্রশিক্ষণ থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক ঘোষিত বয়সসীমা প্রযোজ্য হবে। 

থেরাপি সহকারী  

ফিজিওথেরাপী / অকুপেশনাল থেরাপী তে ০৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেডিক্যাল টেকনোলজি ডিগ্রি থাকতে হবে। 

নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক ঘোষিত বয়সসীমা প্রযোজ্য হবে। 

প্রতিবন্ধী স্কুলের শিক্ষকদের বেতন

শিক্ষকদের পদবী অনুযায়ী প্রতিবন্ধী স্কুলের শিক্ষকদের বেতন নির্ধারণ হয়ে থাকে। প্রতিটি প্রতিবন্ধী স্কুলে ১ জন প্রধান শিক্ষক, ১ জন সিনিয়র সহকারী শিক্ষক, ৩ জন সহকারী শিক্ষক, ৫ জন জুনিয়র শিক্ষক এবং প্রতি ৭ জন ছাত্র-ছাত্রীর জন্য ১ জন শিক্ষা সহায়ক/ থেরাপী সহকারী থাকে। চলুন প্রতিবন্ধী স্কুলের শিক্ষকদের বেতন জেনে নেই। 

ক্রমিক নংপদবী বেতন স্কেল 
প্রধান শিক্ষক ৮ম গ্রেড ২৩০০০-৫৫৪৭০ 
সিনিয়র সহকারী শিক্ষক ৯ম গ্রেড ২২০০০-৫৩০৬০ 
সহকারী শিক্ষক ১০ম গ্রেড ১৬০০০-৩৮৬৪০
জুনিয়র শিক্ষক/সঙ্গীত ও শরীরচর্চা শিক্ষক ১১তম গ্রেড ১২৫০০-৩০২৩০ 
থেরাপি সহকারী / শিক্ষা সহকারী ১১তম গ্রেড ১২৫০০-৩০২৩০ 

চুড়ান্ত মন্তব্য

আশা করি প্রতিবন্ধী স্কুলের শিক্ষকদের কি কি যোগ্যতা থাকতে হয় তা ইতিমধ্যে জানতে পেরেছেন। এখন প্রতিবন্ধী স্কুলে শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে, যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে আবেদন করতে পারবেন। যদি, প্রতিবন্ধী স্কুলের শিক্ষকদের কি কি যোগ্যতা থাকতে হয় এই বিষয়ে আর কোন প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। 

2 thoughts on “প্রতিবন্ধী স্কুলের শিক্ষকদের কি কি যোগ্যতা থাকতে হয়?”

  1. শিক্ষক কীভাবে নিয়োগ করা হয়..? সরাসরি /পরীক্ষার মাধ্যমে..

    Reply

Leave a Comment