অনুদান

প্রতিবন্ধীদের লোন দেবার জন্য প্রতিবন্ধী সংস্থাকে ফান্ড দেয় যে যে প্রতিষ্ঠান

প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠানের জন্য আর্থীক সহায়তা

প্রিয় প্রতিবন্ধী ভাই বোন বন্ধুগণ প্রতিবন্ধী বিডি ডট কম এর পক্ষ থেকে একরাশ লাল গোলাপের শুভেচ্ছা গ্রহণ করবেন।প্রতিবন্ধী বিষয়ক সংস্থা কীভাবে ঋণ পেতে পারে সে বিষয় নিয়ে আলোচনা করা হবে। অনেক সময় প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠানের কাছে প্রতিবন্ধী ব্যক্তিগণ ঋণ চায় কিন্তু তহবিলে টাকা না থাকা কিংবা ঋণের জন্য টাকা বরাদ্দ না থাকার কারণে প্রতিষ্ঠান ঋণ প্রত্যাশী ব্যক্তিকে ঋণ দিতে পারে না। এ সমস্যা সমাধানে আজকের পোস্টটি আপনাদের কাজে আসবে বলে প্রতিবন্ধী ডট কম মনে করে, প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করে এমন সরকারি/বেসরকারি/আধা সরকারি কিংবা স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠানকে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ঋণ সহায়তা প্রদান করে থাকে এই টাকা উক্ত প্রতিষ্ঠান প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ঋণ আকারে বিতরণ করতে পারবে।

বিজ্ঞাপন

জাতিসংঘ প্রতিবন্ধী বিষয়ক কমিটির মতে উন্নয়নশীল রাষ্ট্রগুলির শতকরা ১০ শতাংশ মানুষ কোন কোন ভাবে প্রতিবন্ধীতার শিকার সে হিসেবে বাংলাদেশের ১ কোটিও বেশি মানুষ প্রতিবন্ধী। এই বিশাল জনগোষ্ঠীকে দেশের মূল চালিকা স্রোতে যুক্ত করা না হলে দেশের সার্বিক উন্নয়ন সাধন করা সম্ভব নয়। এই বিশাল জনগোষ্ঠীকে শিক্ষা, প্রশিক্ষণ এবং মুলধন প্রদান করে আর্থিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। প্রতিবন্ধীদের দক্ষতা বৃদ্ধিতে সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিবন্ধীদের বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করছে এর মধ্যে উল্লেখযোগ্য ‘বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল“ এই প্রতিষ্ঠান সাধারণ ব্যক্তিদের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের কম্পিউটার ভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে যেমন ১ মাইক্রসফ্ট অফিস আপ্লিকেশন, ২ গ্রাফিক্স ডিজাইন, ৩, ভিডিও এডিটিং, ৪ ডিজিটাল মার্কেটিং ইত্যাদি। এছাড়াও সিআরপি প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা অনুযায়ী বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে থাকে যেমন ১ গার্মেন্ট ও টেস্কটাইল,২ হস্ত শিল্প, ৩ কুটির শিল্প, ৪ বেত শিল্প, ৫ প্লাস্কিক শিল্প ইত্যাদি।

এমন আরও অনেক প্রতিষ্ঠান আছে যে সকল প্রতিষ্ঠান প্রতিবন্ধীদের সক্ষমতা অনুযায়ী প্রতিবন্ধীদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে থাকে ফলে ক্রমাগত প্রতিবন্ধীদের দক্ষতা বৃদ্ধি পাচ্ছে তারা এখন আর পরিবার সমাজ এবং রাষ্ট্রের বোঝা নয় তারা এখন সরকারি চাকরি থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সকল খাতে আশাব্যাঞ্জক অবদান রেখে চলেছে। প্রতিবন্ধীদের এই অগ্রযাত্রা এক দিনে সাধিত হয় নাই এই অগ্রযাত্রার জন্য অসংখ্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান প্রায় ৩ দশক যাবত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে এসেছে, তারা প্রতিবন্ধীদের অধিকার সম্পর্কিত প্রশিক্ষণ দিয়েছে, প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষার অধিকারের জন্য প্রতিবন্ধী ব্যক্তির পরিবার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় করেছে। এমন একটি সময় ছিল যখন প্রতিবন্ধী ব্যক্তিদের স্কুল কলেজে ভর্তিই নেয়া হত না কিন্তু বিপুল সামাজিক কার্যক্রমের ফলে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে।

বিজ্ঞাপন

জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এর ‍ঋণ পাওয়ার যোগ্যতা
প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠান জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন থেকে ২৫ হাজার থেকে থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত ঋণ পেতে পারে এজন্য ঋণের জন্য আবেদনকারী প্রতিষ্ঠানের যে যোগ্যতা থাকতে হবে তা হল প্রতিবন্ধীদের নিয়ে কাজ করার ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, সমাজসেবা অধিদপ্তর, জয়েন্ট স্টক কোম্পানি, এনজিও বিষয় ব্যুরো, মহিলা অধিদপ্তর কিংবা অন্য কোন নিবন্ধন কর্তৃপক্ষ কর্তৃক নিবন্ধিত হতে হবে।এই দুটি যোগ্যতা থাকলেই যে কোন সংস্থা জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এর ঋণ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে।

জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন থেকে ঋণ পেলে সেই টাকা ঋণপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের প্রতিবন্ধী সদস্যদের মাঝে পুনরায় ঋণ আকারে বিতরণ করতে পারবে। ফলে মূলধনের অভাবে ব্যবসা কিংবা কাজ করতে পারছে না এমন প্রতিবন্ধীদের মূলধনের ব্যবস্থা হবে যার ফলে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।

বিজ্ঞাপন

যে সকল প্রতিষ্ঠান ঋণ পাওয়ার জন্য আবেদন করতে চান তারা অবশ্যই ঋণ বিতরণ সংক্রান্ত নীতিমালা ভালোভাবে পড়ে নেবেন। প্রতিষ্ঠান হিসেবে ঋণ পাওয়ার পর সেই টাকা সাধারণ সদস্যদের মাঝে ঋণ হিসেবে রিতরণ করলে ঋণের কিস্তি আদায়ে সর্বোচ্চ ৬ শতাংশ সার্ভিস চার্জ নির্ধারণ করা যাবে, ৬ শতাংশ এর বেশি সার্ভিস চার্জ কোন ভাবেই নির্ধারণ করা যাবে না। প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে রিতরণকৃত ঋণের লভ্যাংশ দিয়ে প্রতিবন্ধী সংস্থার উন্নয়নমূলক কাজ করা সম্ভব।

যে সকল প্রতিষ্ঠান জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন থেকে ঋণ পেতে আগ্রহী তারাদের প্রথমে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশ-এর সহযোগী প্রতিষ্ঠান হিসেবে চুক্তিবন্ধ হতে হবে এজন্য নির্ধারিত ফরমে সহযোগী সংস্থা হিসেবে কাজ করার জন্য জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন-এ কাজ করার জন্য আবেদন করতে হবে। প্রতিষ্ঠানের নিজস্ব কিংবা ভাড়া অফিস থাকতে হবে এবং অনুমোদিত কার্যনির্বাহী পরিষদ থাকতে হবে ও অনুমোদিত গঠনতন্ত্র থাকতে হবে। আবেদন ফরম জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন-এর স্থানীয় অফিস থেকে সংগ্রহ করা যাবে। প্রিয় প্রতিবনধী বন্ধুগণ আমরা আমাদের ওয়েবসাইটে প্রতিবন্ধী সম্পকৃত বিভিন্ন আর্টিকেল পোস্ট করে থাকি বিভিন্ন খবর সার্কুলার জানতে নিয়মিত ভিজিট করুন প্রতিবন্ধী বিডি ডট কম ওয়েবসাইট।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button