বয়স্ক ভাতা মোবাইল নাম্বার পরিবর্তন করার নিয়ম + আবেদন ফরম PDF

বয়স্ক লোকদের জন্য ভাতা একটি আশার আলোর ন্যায় কাজ করে, তারা খুব সমস্যার মধ্যে পরে যাবে যদি ভাতা প্রাপ্তির টাকা তাদের হাতে ঠিকভাবে না পৌছায়। ভাতার টাকা তাদের হাতে না পৌছানোর অনেক গুলো কারণ থাকলেও মেজর একটা কারণ তারা যে নাম্বারে ভাতার টাকা পাবার আশা করছিলো সেই নাম্বার সঠিক নয়। এমতাবস্থায়, বয়স্ক ভাতা মোবাইল নাম্বার পরিবর্তন করা জরুরি। 

তাই, এবারের আর্টিকেলে দেখাবো বয়স্ক ভাতা মোবাইল নাম্বার পরিবর্তন করার নিয়ম, প্রদান করবো প্রয়োজনীয় ডকুমেন্টস (আবেদন ফরম) এবং দিবো সম্পুর্ণ গাইডলাইন–যা অনুসরণ করলে এই সমস্যার থেকে দ্রুত বেড়িয়ে আসা যাবে। শুরু করা যাক। 

কেন বয়স্ক ভাতা মোবাইল নাম্বার পরিবর্তন করবেন?

প্রথমত, মোবাইল নাম্বার হারিয়ে যাওযার ক্ষেত্রে বয়স্ক ভাতার মোবাইল নাম্বার পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দেয়। তাছাড়া নতুন মোবাইল নাম্বার ব্যবহারের প্রয়োজন হলেও অনেকে বয়স্ক ভাতা প্রাপ্ত মোবাইল নাম্বার পরিবর্তন করতে চায়। 

বিশেষ করে যদি কেউ প্রতারণার মাধ্যমে আপনার মোবাইল থেকে OTP বা পাসওয়ার্ড নিয়ে নেয়, তাহলে নিরাপত্তার জন্য মোবাইল নাম্বার পরিবর্তন করতে হবে। অথবা সচরাচর যেটি দেখা যায় যে, ভুল করে ভাতা নেওয়ার সময় মোবাইল নাম্বার ভুল দেয়া হয়, তাহলে তা সঠিক করতে হবে।

এই জাতীয় সমস্যার সমাধান হলো বয়স্ক ভাতার মোবাইল নাম্বার পরিবর্তন করে ফেলা। পরবর্তী ধাপে কিভাবে এই কাজটি করতে পারবেন তার বিস্তারিত আলোচনা করা রয়েছে। 

বয়স্ক ভাতা মোবাইল নাম্বার পরিবর্তন করার নিয়ম (ধাপে ধাপে) 

এই পর্যায়ে ধাপে ধাপে জানাবো বয়স্ক ভাতার মোবাইল নাম্বার পরিবর্তণ করার জন্য আপনাকে ঠিক কি কি করতে হবে সে বিষয়ে। মনে রাখা জরুরি যে, এটাই একমাত্র উপায় মোবাইল নাম্বার পরিবর্তনের, তাই যেকোনো প্রকার প্রতারণার হাত থেকে রক্ষা পেতে অফিসিয়াল নিয়ম অনুসরণ করুন।

উপজেলা সমাজসেবা কার্যালয়ে যাওয়া 

আপনি বয়স্ক ভাতা মোবাইলের নাম্বার পরিবর্তন অনলাইনে করতে পারবেন না, এক্ষেত্রে আপনাকে সরাসরি উপজেলা সমাজসেবা কার্যালয়ে যেতে হবে। সেখানে গিয়ে আপনাকে প্রুভ করতে হবে যে আপনি বয়স্ক ভাতা প্রাপ্তি এবং কোনো কারণে আপনার নাম্বারটি আপনার কাছে নেই, এবং আপনি এটি পরিবর্তন করতে চান। 

বয়স্ক ভাতার মোবাইল নাম্বার পরিবর্তন ফরম পূরণ 

নাম্বার পরিবর্তনের বিষয়টি যখন চুড়ান্ত হবে তখন আপনাকে একটি ফরম দেয়া হবে সেই ফরম পূরণ করার মাধ্যমে নাম্বার পরিবর্তনের আবেদন করতে হবে। পরের ধাপে বয়স্ক ভাতার মোবাইল নাম্বার পরিবর্তন ফরমটির নমুনা, pdf ভার্সন ও ডাউনলোড লিংক দিয়ে দেয়া হয়েছে। 

ফরমে প্রয়োজনীয় স্বাক্ষর এবং সিল দেয়া 

ফরম পূরণ করা হয়ে গেলে সেখানে প্রয়োজনীয় স্বাক্ষর, যেমন – প্রত্যয়নকারী ইউনিয়ন চেয়ারম্যান/সদস্য/সদস্যের স্বাক্ষর ও সীল, ভাতাভোগীর স্বাক্ষর প্রদান করতে হবে। 

উপজেলা সমাজসেবা অফিসে ফর্ম জমা

নাম্বার পরিবর্তনের ফরম পূরণ, স্বাক্ষর প্রদান শেষ হলে সেটিকে জমা দিতে হবে উপজেলা সমাজসেবা অফিসে। এক্ষেত্রে আপনি দুইটা পথ বেছে নিতে পারেন। ১) সরাসরি নিজে গিয়ে উপজেলা সমাজসেবা অফিসে জমা দেয়া; ২) আপনার ইউনিয়ন পরিষদে গিয়ে জমা দেয়া, তারা সেখান থেকে সমাজসেবা কার্যালয়ে জমা দিয়ে দিবে। 

নতুন মোবাইল নাম্বার অ্যাক্টিভেশন

সবশেষে, আপনার আবেদনটি সফলভাবে গ্রহণযোগ্যতা পেলে আবেদন ফরমে উল্লেখ্যিত নতুন নাম্বারটিতে বয়স্ক ভাতার টাকা আসা শুরু হবে। 

বয়স্ক ভাতা মোবাইল নাম্বার পরিবর্তন ফরম

তারিখ:

বরাবর

সমাজসেবা অফিসার

শহর সমাজসেবা/উপজেলা সমাজসেবা কার্যালয়


বিষয় : মোবাইল হিসাব নম্বর পরিবর্তনের আবেদন।


যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে, আমি একজন [_____] বর্তমান মোবাইল হিসাব নম্বর পরিবর্তন করতে ইচ্ছুক । হিসাব নম্বর পরিবর্তনের জন্য তথ্য নিম্নরূপ:


ভাতাভোগীর নাম:

পিতার নাম:

মাতার নাম:

ভাতাভোগীর MIS নম্বর:

জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন নম্বর:

জন্ম তারিখ:

বর্তমান মোবাইল হিসাব নম্বর: 

পরিবর্তিত মোবাইল হিসাব নম্বর: 

মোবাইল হিসাব পরিবর্তনের কারণ:
 


প্রত্যয়নকারী ইউনিয়ন চেয়ারম্যান/সদস্য/সদস্যের স্বাক্ষর ও সীল

ভাতাভোগীর স্বাক্ষর ও টিপসহি


সমাজসেবা অফিসের অংশ


[অত্র অফিসে রক্ষিত তথ্য অনুযায়ী আবেদন কারীর (ভাতাভোগীর) তথ্য সঠিক আছে/নাই] 

[সনান্তকারী ইউনিয়ন সমাজকর্মী/পৌরসমাজকর্মী/ কারিগরি প্রশিক্ষকরে স্বাক্ষর ও সীল

ভাতাভোগীর স্বাক্ষর ও টিপসহি] 

[MIS এ পরিবর্তন করা হলো/হলোনা]

বয়স্ক ভাতা মোবাইল নাম্বার পরিবর্তন ফরম pdf 

উপরের যে ফরমের নমুনা দেয়া হয়েছে সেটি সমাজসেবা কার্যালয় থেকে দেয়া হবে, আপনি সেটির দ্বারা আবেদন করতে পারেন। অন্যথায় আপনি যদি চান প্রাথমিক ভাবে অনলাইন থেকে আবেদন পত্র প্রিন্ট করে সেটা পূরণ করার মাধ্যমে আবেদন করবেন সেক্ষেত্রে নিচের দেয়া পিডিএফটি ডাউনলোড করে নিতে পারেন। 

বয়স্ক ভাতার মোবাইল নাম্বার পরিবর্তন ফরম pdf 1: Click Here 

বয়স্ক ভাতার মোবাইল নাম্বার পরিবর্তন ফরম pdf 2: Clicke Here

মোবাইল নাম্বার পরিবর্তন করতে যে বিষয়গুলো মনে রাখবেন

সময় বাঁচাতে প্রয়োজনীয় কাগজপত্র (যেমন – NID কার্ড, MSI নাম্বার, নতুন নাম্বার ইত্যাদি) আগে থেকে প্রস্তুত রাখুন। অফিসারের সঙ্গে শালীন এবং বিনয়ী আচরণ করুন, কারণ আপনার অনুরোধটি সঠিকভাবে দ্রুত মঞ্জুর করতে তারা সাহায্য করবেন। মোবাইল নাম্বার পরিবর্তনের সেবাটি বিনামূল্যে দেয়া হয়, তাই কেউ যদি টাকা দাবি করে তবে বুঝবেন সেটি প্রতারণা।

Visited 1,020 times, 9 visit(s) today

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *