ভাতা

বয়স্ক ভাতার টাকা কবে আসবে ২০২৪

বয়স্ক ভাতার টাকা কবে দিবে ২০২৪

প্রিয় পাঠক প্রতিবন্ধী বিডি ডট কম এর পক্ষ থেকে একরাশ ভালবাসা গ্রহণ করবেন। আজকের আলোচনার টপিক, বয়স্ক ভাতার টাকা কবে আসবে ২০২৪। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বয়স্ক নাগরিকদের সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় মাসিক ভাতা প্রদান করে। এই ভাতার সুবিধা ভোগি অনেক ব্যক্তি আছেন যারা জানতে চান বয়স্ক ভাতা কবে দিবে তাদের জন্যই আজকের এই পোস্ট। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধিনস্থ্য সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বাংলাদেশ সরকার এই ভাতা প্রদান করে।

বিজ্ঞাপন

বয়স্ক ভাতা কি

বয়স্ক ভাতা বলতে এমন ভাতাকে বোঝানো হয়, যে ভাতা বয়স্ক ব্যক্তিদের প্রদান করা হয়। বাংলাদেশ সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় উপার্জনহিন বয়স্ক ব্যক্তিদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতি মাসে এই ভাতা প্রদান করে। বাংলাদেশ সরকার বয়স্ক ভাতার জন্য বরাদ্দ অর্থ সমাজকল্যাণ মন্ত্রণালয়কে প্রদান করে, সমাজকল্যাণ মন্ত্রণালয় তার অধিনস্থ সমাজসেবা অধিদপ্তরকে উক্ত ভাতার জন্য বরাদ্দ অর্থ প্রদান করে। সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন পরিষদ,পৌড়সভা/সিটি কর্পরেশনের মাধ্যমে বয়স্ক ভাতা পাবার যোগ্য ব্যক্তিদের নির্বাচন করে।

বয়স্ক ভাতার জন্য নির্বাচিত হবার জন্য অবশ্য বয়স্ক ভাতা মঞ্জুরির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয়। ইউনিয়ন পরিষদ/পৌড়সভা/সিটি কর্পরেশন এর চেয়ারম্যান কিংবা কমিশনার আবেদনকারীদের নির্বাচনের জন্য সুপারিশ করে, যে আবেদনকারীর জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌড়সভার কাউন্সিলার/সিপি কর্পরেশন-এর কাউন্সিলার সুপারিশ করে সেই আবেদনকারী ভাতা প্রাপ্তির জন্য নির্বাচিত হয়ে থাকে।

বিজ্ঞাপন

বয়স্ক ভাতার কত টাকা বয়স্ক ভাতা কত টাকা দেয়

বয়স্ক ভাতা চালু হবার সময় বয়স্ক ভাতার টাকার পরিমাণ এত বেশি ছিল না, অনেক চড়াই উতরাই পেরিয়ে ২০২৩-২০২৪ অর্থ বছরে বয়স্ক ভাতার পরিমাণ মাসিক ৬০০ টাকায় উন্নিত করা হয়। সামনে ২০২৪-২০২৫ অর্থ বছর আসতে চলেছে। সরকারের কাছে বয়স্ক ব্যক্তিগণ সহ বিভিন্য সামাজিক সংগঠন বয়স্ক ভাতার টাকার পরিমাণ বৃদ্ধি করার জন্য দাবি জানিয়ে আসছে। তবে বয়স্ক ভাতার টাকার পরিমাণ বৃদ্ধি করা হবে কি না সে সম্পর্কে কোন তথ্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

বয়স্ক ভাতা পাবার উপায় কি

বয়স্ক ভাতা পেতে হলে আপনার বয়স অবশ্যই ৬৫ বছরের বেশি হতে হবে। আপনার বয়স যদি ৬৫ এর বেশি হয় তবে আপনি বয়স্ক ভাতার জন্য আবেদন করতে পারবেন। আবেদন করলেই আপনি বয়স্ক ভাতা পাবেন এমন কিন্তু নয়। আবেদন করার পর আপনার আবেদন যাচাই বাছাই করা হবে। ভাতা মঞ্জুরি কমিটি যদি আপনার ভাতার আবেদন অনুমোদন করে তবে আপনি বয়স্ক ভাতা পাবেন।

বিজ্ঞাপন

বয়স্ক ভাতার আবেদন

বয়স্ক ভাতার জন্য আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বিগত সময়ে কাগজের ফরম পুরণের মাধ্যমে আবেদন করা যেত কিন্তু সরকার ২০২৩ সাল থেকে নিয়ম করেছে সকল ভাতার আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। তবে বছরের যে কোন সময় আবেদন করা যাবে না, জুন জুলাই মাসে নতুন জাতীয় বাজেট পাস হবার পর নতুন বয়স্ক ভাতার বরাদ্দ আছে। তথন বয়স্ক ভাতার আবেদনের জন্য নির্ধারিত পোর্টাল নতুন আবেদনের জন্য খুলে দেয়া হবে, তখন বয়স্ক ভাতার জন্য অনলাইনে আবেদন করা যাবে।

মোট কথা বছরের সকল সময় বয়স্ক ভাতার জন্য আবেদন করা যাবে না। সরকার যখন আবেদন করার জন্য বলবে তখন আবেদন করা যাবে। আবেদনের সময় জানতে আপনার ইউনিয়ন/পৌড়সভা/সিটি কর্পরেশন-এর মেম্বার/কাউন্সিলারের সাথে যোগাযোগ রাখুন, কিংবা সমাজসেবা অধিদপ্তরে খোজ নিন। তারা আপনাকে আবেদনের সময় জানিয়ে দিবে।

বিজ্ঞাপন

বয়স্ক ভাতার টাকা কবে আসবে ২০২৪ Boyosko vata kobe dibe 2024

বয়স্ক ভাতা কবে আসবে, কিংবা বয়স্ক ভাতার টাকা কবে আসবে এই কথা আমাদের অনেকেই জিগ্গাসা করেছেন, তাদের জন্য বলছি। বয়স্ক ভাতার টাকা আগামি জুন মাসের ০৮ তারিখের মধ্যেই চলে আসবে। বয়স্ক ভাতার টাকা কবে দেয়া হবে, সমাজসেবা অধিদপ্তরের একজন শির্ষ কর্মকর্তাকে আমরা এই প্রশ্ন করেছিলাম।

তিনি প্রতিবন্ধী বিডি ডট কমকে বলেন “বয়স্ক ভাতার টাকা পবিত্র ঈদ উল আযহার আগেই সকল বয়স্ক ব্যক্তিদের মাঝে প্রদান করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা আশা করছি আগামি ০৮ এ জুন এর মধ্যেই সকল বয়স্ক ভাতাভোগিকে তাদের প্রাপ্য টাকা মোবাইল ব্যংকিং সার্ভিসের মাধ্যমে প্রদান করা হবে”।

বিজ্ঞাপন

প্রিয় পাঠক উপরক্ত সকল তথ্য পর্যালচনা করলে বোঝা যায় আগামি ঈদ উ আযহার আগেই সকল বয়স্ক ভাতা ভোগি তাদের বয়স্ক ভাতার টাকা তাদের বিকাশ/নগদ অ্যকাউন্টের মাধ্যমে পেয়ে যাবেন। প্রিয় পাঠক এই পোস্টটি পড়ে আপনার কেমন লাগল কিংবা কোথাও বুঝতে কোন সমস্যা হয়েছে কি না তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।

আমরা আপনার কমেন্টের উত্তর দেবার চেষ্টা করব এবং আপনার বুঝতে কোন সমস্যা হলে আপনাকে আরও সহজ ভাবে বোঝানোর চেষ্টা করব। আপনারা যদি আমাদের ভুলগুলি ধরিয়ে দেন তবে সে সকল ভুল সংশধন করতে আমাদের সুবিধা হবে। প্রিয় পাঠ আজ তাহলে এই পর্যন্তই সবাই ভাল থাকবেন সুস্থ্য থাকবেন এবং নিয়মিত ভিজিট করবেন প্রতিবন্ধী বিডি ডট কম সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button