বয়স্ক ভাতার টাকা কবে আসবে 2024-25 অর্থবছরে? (অক্টবর আপডেট)

বয়স্ক ভাতার টাকা কবে আসবে 2024-25 অর্থছরে সেই বিষয়ে সঠিক তথ্য এবং কিভাবে নিজেই চেক করবেন বয়স্ক ভাতার টাকা আসছে কি-না, তার নিয়ম সম্পর্কে জানানো হবে এই আর্টিকেলে। 

বাংলাদেশে সরকারি ভাতাভোগীদের মধ্যে বয়স্ক ব্যক্তিরা বিশেষ একটি অংশ। বয়স্ক ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে সরকার বয়স্ক ভাতার ব্যবস্থা করেছে। এতোদিন বয়স্ক ভাতার টাকা কবে আসবে, তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার মত কিছু না থাকলে সম্প্রতি যথা সময়ে টাকা একাউন্টে না আসার কারনে অনেকেই চিন্তায় পরে গেছেন।

দেশের বর্তমান এই পরিস্থিতিতে স্বাভাবিক সময়ের থেকে কিছুটা বিঘ্ন ঘটেছে ভাতা প্রদানের কর্মসূচিতে এটা ঠিক। তবে সকলেই সবার প্রাপ্য অর্থটুকু নিদিষ্ট সময়ে পেয়ে যাবেন। এক্ষেত্রে বয়স্ক ভাতা টাকা কবে আসবে এটা যেনো জাতীয় প্রশ্ন হয়ে উঠে। যার জন্য এই আর্টিকেলে এই বিষয়ে ক্লিয়ার এবং অথেন্টিক তথ্য প্রদান করবো। 

বর্তমানে কিছু কিছু বয়স্ক ভাতার টাকা পেলেও অধিকাংশ বয়স্ক ভাতাভোগী জানেন না, তারা তাদের ভাতার টাকা কবে পাবেন বা কত তারিখে তাদের ভাতার টাকা দেয়া হবে। সম্প্রতি সময়ে ভাতা স্থগিত করা হয়েছে এমন গুজব উঠেছে তাই চিন্তার কারণ আরো বেশি হয়েছিলো। 

অনেকেই আবার স্থানীয় অফিসে গিয়ে বারবার জিজ্ঞাসা করেন যে, বয়স্ক ভাতা টাকা কবে আসবে? ছোট্ট একটা বিষয় জানার ক্ষেত্রে এই ঝামেলা এড়াতে এই আর্টিকেলে বয়স্ক ভাতার টাকা কবে আসবে সেই তথ্য দেয়ার পাশাপাশি, পরবর্তী সময়ে কিভাবে নিজেই ভাতা কবে আসবে তা জানতে পারবেন সেই পদ্ধতিও দেখিয়ে দিবো। 

বয়স্ক ভাতার টাকা আসতে দেরি হওয়ার কারণ 

মূলত বয়স্ক ভাতার টাকা আসার যে সময় ছিলো তা অনেক আগেই অতিক্রম হয়ে গিয়েছে। স্বাভাবিক ভাবে জুলাই-আগষ্ট মাসেই বয়স্ক ভাতার টাকা এসে যায়। তবে এই সময়ে সরকার পতনের পাশাপাশি সমাজসেবা অধিদপ্তরের বেশ কিছু ভেতরগত সমস্যার কারণে এই বছর (২০২৪-২৫ অর্থবছর) বয়স্ক ভাতা প্রদানে কিছুটা দেরি হচ্ছে। আসুন জেনে নেয়া যাক বয়স্ক ভাতার টাকা আসতে দেরি হওয়ার কারণ:

১) সম্প্রতি সময়ে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাদের বদলি 

২) নগদ নিয়ে প্রতারকের ফাদ তথা দুর্বল সিকিউরিটি সিস্টেম

৩) লাইভ ভেরিফিকেশন প্রক্রিয়ায় দেরি হওয়া

বয়স্ক ভাতার টাকা কবে আসবে 2024

কেনো বয়স্ক ভাতার টাকা আসতে দেরি হচ্ছে সে বিষয়ে তো জেনে নিলেন, এবার জানতে হবে বয়স্ক ভাতার টাকা কবে আসবে 2024-25 অর্থবছরে সে বিষয়ে। মূলত যতক্ষন না অব্দি উপরোক্ত সমস্যা গুলোর সমাধান তথা, লাইভ ভেরিফিকেশন, পেরোল প্রসেস সম্পন্ন হচ্ছে ততক্ষন অব্দি বয়স্ক ভাতার টাকা আসার সম্ভাবনা একদম নেই। এই বিষয়টি ঠিক ভাবে বুজতে হলে ভাতা প্রাপ্তির ওভারল সিস্টেম সম্পর্কে জানতে হবে। 

বয়স্ক ভাতার পেমেন্টের প্রক্রিয়া

বয়স্ক ভাতার পেমেন্ট প্রক্রিয়া সহজ হলেও কিছু ধাপ আছে যেগুলো ভাতাভোগীদের জন্য জানা প্রয়োজন। পেমেন্টের পূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রতিটি উপজেলায়, সমাজসেবা কার্যালয় থেকে  বিভিন্ন বয়স্ক ব্যক্তিদের তালিকা প্রস্তুত করে। সেই তালিকা অনুযায়ী এমআইএস (MIS) সিস্টেমের মাধ্যমে টাকা প্রেরণ করা হয়।

Payroll (পেরোল) প্রসেস

“পেরোল” শব্দটির অর্থ হচ্ছে সেই তালিকা বা রেকর্ড যেখানে ভাতাভোগীদের নাম, মোবাইল নাম্বার (বিকাশ, নগদ), এবং তাদের প্রাপ্য অর্থের বিবরণ থাকে। প্রত্যেক অর্থবছরে নির্দিষ্ট সময়ে এই পেরোল প্রস্তুত করা হয়।

পেরোল তৈরির পর, অর্থ সাধারণত এক মাসের মধ্যে ভাতাভোগীর অ্যাকাউন্টে পৌঁছে যায়। এক্ষেত্রে পেরোল তৈরি হলে আপনি ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়, যেখান থেকে কিছুটা অগ্রিম জানা যায় যে, বয়স্ক ভাতার টাকা কবে আসবে। সাধারণত একবার পেরোল তৈরি হলে, সেটা সাবমিট করার প্রক্রিয়া শেষ হলে ১৫ থেকে ২৫ দিনের মধ্যে অর্থ ভাতাভোগীদের অ্যাকাউন্টে পৌঁছানোর হয়ে যায়।

আরো জানুন: প্রতিবন্ধী ভাতা কবে দিবে?

বয়স্ক ভাতার টাকা কবে আসবে (সম্ভাব্য সময়) 

যখন লাইভ ভেরিফিকেশনের ৮০-৯০% শেষ হবে, তখনই পেরোল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। এখন পর্যন্ত ২০২৪ সালের পেরোল দেওয়ার কোনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তাই পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে এবং ভাতা পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

ধারণা করে বলা যাচ্ছে, অক্টোবর মাসেই সকলের একাউন্টে ভাতার টাকা জমা হবে। বর্তমান পরিস্থিতির কারণে প্রথম কিস্তির ভাতা ও দ্বিতীয় কিস্তির ভাতা একসাথে দেওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে লাইভ ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পরেই। 

কীভাবে নিজেই জানবেন বয়স্ক ভাতার টাকা কবে আসবে

বয়স্ক ভাতার টাকা কবে আসবে তা জানাটা খুব কঠিন কিছু না। এটা জানতে হলে প্রথমেই আপনাকে আপনার মোবাইল ফোনের ইন্টারনেট সংযোগ চালু করে যেকোনো ব্রাউজার ওপেন করতে হবে।

এবার এটি [mis.bhata.gov.bd] লিখে সার্চ করবেন। এই ওয়েবসাইটটি হচ্ছে বাংলাদেশ সরকারের সামাজসেবা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট। সার্চ করার পরে যে পেজটি আসবে, সেটি হলো MIS ভাতা সংক্রান্ত ওয়েবসাইট। 

এই ওয়েবসাইটে গেলে আপনি একটি ইন্টারফেস দেখতে পাবেন যেখানে ‘নোটিশ বোর্ড’ নামে একটি সেকশন থাকবে। এই নোটিশ বোর্ডে আপনার জন্য গুরুত্বপূর্ণ তথ্য থাকবে, যেমন: ভাতার টাকা কবে নাগাদ পেরোল হবে এবং কবে একাউন্টে টাকা জমা হবে ইত্যাদি। যখনই পে-রোল প্রেরণের নোটিশ দেখবেন তখনই বুঝে যাবেন ১৫ থেকে ২৫ দিনের মধ্যে অর্থ ভাতাভোগীদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে। 

চুড়ান্ত মন্তব্য 

আশা করছি বয়স্ক ভাতার টাকা কবে আসবে সে বিষয়ে ক্লিয়ার ধারণা পেয়েছেন। মূলত এই বছরেই ভাতা প্রদানে কিছুটা বিলম্ভ সৃষ্টি হচ্ছে যা আগামীতে না হওয়ার সম্ভাবনাই বেশি। সকল বয়স্ক ভাতাভোগীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপ্নারা ধৈয্য ধারণ করুন, শিগ্রই আপনাদের টাকা আপনারা পেয়ে যাবেন। ভাতা দেয়া শুরু হলে আমাদের ওয়েবসাইটে সে বিষয়ে জানিয়ে দেয়া হবে, তাই অনুসরণ করুন প্রতিবন্ধী বিডি ডট কম। 

Visited 5,333 times, 34 visit(s) today

Similar Posts

4 Comments

  1. সার আমি অনেক বিপদে আছি আমার বউ পেগনেট এখন আমার চাকরি ও নাই ডেলিভারি সময় হয়ে গেছে আমার গর বারা দোকান বাকি আমি একটা বিপদে আছি। যদি কেহ আমাকে সাহায্য করতো আমি এখন কি করব বুজতে ছি না। এই চিঠি টা জার কাছে জায় যদি সে আমাকে একটা লাইন বা সাহায্য করতো আমার অনেক উপকার হবে। আমার রকেট নাব্বার। 01982651830বিবেচনা করে দেখবেন

    1. আপনি সমাজসেবা অধিদপ্তরে জরুরি ভিত্তিতে যোগাযোগ করুন, সেখান থেকে গর্ভবতী ভাতা প্রদানের ব্যবস্থা করা হবে।

  2. আসসালামু আলাইকুম। আমার আম্মার বয়স ৭২+ ও গত প্রায় দুই বছর আগে ভাতা সংক্রান্ত বিষয় সমস্ত ফর্ম পুরন করি ও জমা দেই নিজের এলাকায় (সম্ভবত) কমিশনার অফিসে বা এমন কিছু। কিন্তু আজো কোন নিউজ, টাকা, প্রক্রিয়া কোন তথ্যই পাইনি। যদি কোন দায়িত্বশীল অফিসারের নজরে আসে আমার এই লিখা অনুগ্রহ করে কল করুন। 01704433845 (Wasi)

    1. কিছুদিন পর অনলাইনে আবেদন শুরু হবে আবার তখন অনলাইনে আবেদন করবেন। এতেই হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *