প্রিয় প্রতিবন্ধী ভাই বোন বন্ধুগণ প্রতিবন্ধী বিডি ডট কম এর পক্ষ থেকে শীতের শীতল শুভেচ্ছা গ্রহণ করবেন। আজ আমরা প্রতিবন্ধী ভাতার অনলাইন আবেদন প্রসঙ্গে আলোচনা করব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুনিকায়নের অংশ হিসেবে প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা ও বয়স্ক ভাতা অনলাইনে সাবমিট করার নিয়ম করেছে। ইতঃপূর্বে কাগজের ফরম পূরণ করে ভাতার জন্য আবেদন করতে হত কিন্তু এখন আর সেই ব্যবস্থা নেই এখন প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা এবং বিধবা ভাতার আবেদন অনলাইনের মাধ্যমেই সাবমিট করতে হবে।
সরকারের এই পদক্ষেপ প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য আশীর্বাদ কারণ প্রতিবন্ধীদের জন্য আবেদন ফরম ক্রয় করে তা পূরণ করে উপজেলা সমাজসেবা অধিদপ্তর/শহর সমাজসেবা অধিদপ্তর কার্যালয়ে নিজে উপস্থিত হয়ে জমা দিতে হত কিন্তু এখন সেই ভোগান্তির শিকার হতে হয় না, এখন রাস্তার মোরের কম্পিউটারের দোকান থেকে এমনকি নিজের বা পরিবারের সদস্য কিংবা পরিচিত জনের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমেই আবেদন সাবমিট করা সম্ভব। ফলে সাধারণ প্রতিবন্ধী ব্যক্তিদের আবেদন করতে যে ভোগান্তির শিকার হতে হত তা আর হয় না।
প্রতিবন্ধী ভাতার আবেদন ২০২৪
কি ভাবে প্রতিবন্ধী ভাতার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয়?
প্রথমে সমাজসেবা অধিদপ্তরের প্রতিবন্ধী ভাতা বিষয়ক ওয়েবসাইটে প্রবেশ করতে হবে, তারপর নির্বাচন করুন অপশন থেকে প্রতিবন্ধী ভাতা অপশনটি নির্বাচন করতে হবে নির্বাচন করার কিছুক্ষন-এর মধ্যেই ব্যক্তিগত তথ্য যাচাই ইন্টারফেস ওপেন হবে, এখানে দুটি পদ্ধতিতে ব্যক্তিগত তথ্য নির্বাচন করা যাবে ১ জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে, ২ জন্ম নিবন্ধন সনদের তথ্য দিয়ে। আবেদনকারী যদি তার জাতীয় পরিচয়পত্র দিয়ে ব্যক্তিগত তথ্য যাচাই করতে চায় তবে ভাতা প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের নম্বর এবং জন্ম তারিখ নির্ধারিত ঘরে টাইপ করে যাচাই বাটনে ক্লিক করলে যে জাতীয় পরিচয়পত্রের নম্বর এবং জন্ম তারিখ দেয়া হয়েছে তার সকল তথ্য প্রদর্শন করা হবে।
জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করতে চাইলে জন্ম নিবন্ধন অপশনটি নির্বাচন করতে হবে, জন্ম নিবন্ধন অপশন নির্বাচন করার পর একটি নতুন ইন্টারফেস ওপেন হবে সেখানে আবেদনকারীর সকল তথ্য যথাযথ ভাবে পূরণ করতে হবে খেয়াল রাখতে হবে কোন তথ্য যেন কোন ভাবেই ভুল না হয় কারণ আবেদন করার সময় প্রদৃপ্ত তথ্যই পরবর্তী সকল ক্ষেত্রে ব্যবহার করা হবে। সকল তথ্য সতর্কতার সাথে পূরণ করবেন এবং আবেদনকারীর ছবির স্থানে আবেদনকারীর ছবি আপলোড করবেন, এজন্য আবেদনকারী এবং নমিনির ছবি আগে থেকেই তুলে রাখতে হবে। আবেদনকারী এবং নমিনির ছবি সম্প্রতি তো হতে হবে এবং ছবি পরিষ্কার হতে হবে তা না হলে আবেদন গৃহীত হবে না, যে সকল ব্যক্তি জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে আবেদন সাবমিট করবেন সে সকল আবেদনকারীর ছবি আপলোড করতে হবে না সুধু নমিনির ছবি আপলোড করলেই হবে কারণ আবেদনকারীর ছবি জাতীয় পরিচয়পত্রের সার্ভার থেকে অটোমেটিক চলে আসবে।
এরপর ডিআইএস নম্বর দিতে হবে, ডিআইএস হলো প্রতিবন্ধী ব্যক্তির প্রতিবন্ধী কার্ড, প্রত্যেক প্রতিবন্ধী ব্যক্তির-ই প্রতিবন্ধী কার্ড করতে হবে যাদের আগেই প্রতিবন্ধী কার্ড আছে তাদের নতুন করে প্রতিবন্ধী কার্ড করার প্রয়োজন নেই তবে যাদের প্রতিবন্ধী কার্ড নেই তাদের আগে প্রতিবন্ধী কার্ড করে নিতে হবে তা না হলে প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে পারবেন না। কি ভাবে প্রতিবন্ধী কার্ড করা যায় সে সম্পর্কে অতি দ্রুতই একটি আর্টিকেল প্রকাশ করা হবে। ডিআইএস নম্বরের স্থানে আবেদনকারীর প্রতিবন্ধী কার্ডের নম্বরটি প্রদান করতে হবে।
তারপর প্রতিবন্ধীতার ধরণ অপশন থেকে আবেদনকারী যে ধরনের প্রতিবন্ধী তা নির্বাচন করতে হবে, উদাহরণসরুপ যে আবেদনকারী যদি দৃষ্টি প্রতিবন্ধী হয় তবে প্রতিবন্ধীতার ধরণ অপশণ থেকে দৃষ্টি প্রতিবন্ধী নির্বাচন করতে হবে। তারপর লিঙ্গ অপশন থেকে আবেদনকারীর লিঙ্গ নির্বাচন করতে হবে, আবেদনকারী যদি পুরুষ হয় তবে পুরুষ নির্বাচন করতে হবে আবেদনকারী যদি মেয়ে তথা মহিলা হয় তবে মহিলা নির্বাচন করতে হবে, আর যদি আবেদনকারী হিজরা হয় তবে অপশন থেকে হিজরা অপশনটি নির্বাচন করতে হবে।
তারপর যোগাযোগের তথ্য প্রদান করতে হবে, এই ইন্টারফেসে থেকে আবেদনকারীর বিভাগ জেলা উপজেলা ইউনিয়ন নির্বাচন করতে হবে। এশকাল তথ্য প্রদান করার পর মোবাইল নম্বর লেখার অপশন আসবে মনে রাখবেন এখানে যে মোবাইল নম্বরটি প্রদান করবেন সে মোবাইল নম্বরেই ভাতার টাকা আসবে তাই সেই নম্বরে নগদ অ্যাকাউন্ট আগে থেকেই খুলে রাখতে হবে কারণ নগদ অ্যাকাউন্ট খোলা না থাকলে টাকা আসবে না।মোবাইল নম্বর লেখার পর পাশের অপশন থেকে মোবাইল নম্বরটি কার তা নির্বাচন করতে হবে, আবেদনকারীর নিজের নম্বর হলে নিজের নম্বর অপশনটি নির্বাচন করতে হবে, আর মোবাইল নম্বরটি যদি পরিবারের সদস্যের হয়ে থাকে তা পরিবারের সদস্য অপশনটি নির্বাচন করতে হবে।
সকল তথ্য যথাযথ ভাবে পূরণ করার পর সংরক্ষণ করুন বাটনে ক্লিক করতে হবে, ক্লিক করার পর একটি অ্যপ্লিকেশন কপি পাবেন সে অ্যপ্লিকেশন কপিটি সংরক্ষণ করতে হবে এবং সেই কপি প্রিন্ট করে আপনার ইউনিয়ন পরিষদের সমাজসেবা অধিদপ্তরের মাঠকর্মির সাথে যোগাযোগ করতে হবে। তার পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে হবে, তিনি যদি সেই কপি উপজেলা সমাজসেবা অধিদপ্তর কার্যালয়ে জমা দিতে বলে বা শহর সমাজসেবা অধিদপ্তর কার্যালয়ে জমা দিতে বলে তবে উক্ত কার্যালয়ে জমা দিতে হবে। আর যদি মাঠকর্মী নিজেই জমা নিতে চায় তবে তার কাছেই কপিটি জমা দিতে হবে।
প্রিয় পাঠক এভাবেই খুব সহজের ঘরে বসেই নিজেই আপনার ভাতার জন্য আবেদন করতে পারবেন কোন প্রকার ঝামেলা ছাড়াই। প্রিয় পাঠক লেখাটি যদি আপনার ভাল লেগে থাকে তবে লেখাটি শেয়ার করুন এবং নিয়মিত ভিজিট করুন প্রতিবন্ধী বিডি ডট কম।

প্রতিবন্ধী বিডি একটি সেবামূলক ওয়েবসাইট যেখানে বাংলাদেশের প্রতিবন্ধী শ্রেনীর নাগরিকদের প্রদানকৃত ভাতা ও অন্যান্য সেবা সমূহ নিয়ে তথ্য প্রদান করে থাকে। এছাড়াও সরকার দ্বারা প্রদানকৃত অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা নিয়েও জানানো হয়ে থাকে। তবে এটা কোনো সরকারি ওয়েবসাইট নয়।