প্রতিবন্ধী আইটি প্রতিযোগিতা ২০২৪
প্রিয় প্রতিবন্ধী ভাই বোন বন্ধুগণ, প্রতিবন্ধী আইটি প্রতিযোগিতা ২০২৪ এর জন্য দরখাস্ত আহ্বান করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। বিগত ৭ বার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) যুব প্রতিবন্ধী আইটি প্রতিযোগিতার আয়োজন করেছে। আইসিটি বিভাগের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল সেন্টার ফর সার্ভিসেস এন্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইসিড) এর সহযোগিতায় সারা দেশের যুব প্রতিবন্ধীদের নিয়ে এই যুব প্রতিবন্ধী আইটি প্রতিযোগীতাটি অনুষ্ঠিত হবে। যে সকল প্রতিবন্ধী ভাই বোনদের বয়স ১৮ থেকে ২২ বছর এর মধ্যে তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
প্রতিবন্ধীদের আইটি প্রতিযোগিতা ২০২৪
যুব প্রতিবন্ধী আইটি প্রতিযোগিতায় বিজয়ীগণ যে সকল সুযোগ সুবিধা পাবেন:
এই প্রতিযোগীতাটি যেহেতু একটি জাতীয় প্রতিযোগিতা তাই এই প্রতিযোগিতায় বিজয় অর্জন করলে বেশ কিছু আকর্ষণীয় সুযোগ সুবিধা পাওয়া যাবে যেমন: বিভিন্ন আন্তর্জাতিক আইটি প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ তাছাড়া আকর্ষণীয় পুরস্কার তো থাকছেই।
যে সকল বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে।
মাইক্রসফ্ট অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্যবহার। যে সকল প্রতিবন্ধী ভাই বোনদের উপরিউক্ত বিষয়ে দক্ষতা আছে তারা এই জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন, বলা তো যায় না হয়ত আপনি হতে পারেন অষ্টম যুব প্রতিবন্ধী আইটি প্রতিযোগিতার বিজয়ী।
প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা ও বয়সসীমা:
যুব প্রতিবন্ধীদের জন্য জাতীয় আইটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে আবেদনকারীর বয়স ১৮ থেকে ২২ বছর-এর মধ্যে হতে হবে। আবেদনকারীর বয়সের প্রমাণক হিসেবে তাঁর জন্ম সনদ আবেদন করার সময় সংযুক্ত করতে হবে। এছাড়া প্রতিবন্ধীতার প্রমাণক হিসেবে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদৃপ্ত সুবর্ণ নাগরিক কাড-এর অনুলির্পি জমা দিতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: সাধারণ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অষ্টম শ্রেণি পাস হতে হবে, এবং এনডিডি প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৬ষ্ঠ শ্রেণি পাস হতে হবে। শিক্ষাগত যোগ্যতার প্রমাণ সরুপ জেএসসি পরীক্ষার সার্টিফিকেট এবং মার্কসিট জমা দিতে হবে এবং এনডিডি প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৬ষ্ঠ শ্রেণি পাসের সনদপত্র জমা দিতে হবে। তবে যে সকল প্রতিবন্ধীদের আরও উচ্চতর শিক্ষাগত যোগ্যতা আছে তারা সেই শিক্ষা সনদ জমা দিবেন।
আবেদনের পদ্ধতি:
এই প্রতিযোগিতায় ৩ টি পদ্ধতিতে আবেদন করা যাবে যথা: ১ ডাক/কুরিয়ার যোগে, ২ ইমেইলের মাধ্যমে, ৩ অনলাইনের মাধ্যমে। আবেদন করতে প্রত্যেক আবেদনকারীকে শিক্ষা সনদ, দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও এক কপি জীবন বৃত্বান্ত দাখিল করতে হবে।
ডাক/কুরিয়ার যোগে আবেদনপত্র পাঠাবার নিয়ম:
আবেদনকারীর শিক্ষা সনদ, প্রতিবন্ধী কার্ডের অনুলিপি, ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং এক কপি জীবন বৃত্বান্ত একটি খামে ভবে এই ঠিকানায় প্রেরণ করতে হবে“ পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, আইসিটি টাওয়ার, আগারগাঁও, ঢাকা -১২০৭”
নির্ধারিত সময়ের মধ্যেই ডাক অথবা কুরিয়ার যোগে আবেদনপত্র পাঠাতে হবে, নির্ধারিত সময়ের পরে জমা দেয়া কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না, খামের উপর “যুব প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জাতীয় আইটি প্রতিযোগিতা ২০২৪” লেখা থাকতে হবে।
ইমেইলের মাধ্যমে আবেদন করার পদ্ধতি:
ইমেইলে আবেদন করার জন্য সকল প্রয়োজনীয় কাগজপত্রসহ ছবি স্ক্যান করে নিতে হবে এবং সকল কাগজপত্র সংযুক্ত করে এই ই-মেইল ঠিকানায় উক্ত ইমেইলটি প্রেরণ করতে হবে nitcpwdbcc2024@gmail.com
অনলাইনে আবেদন করার পদ্ধতি:
এই লিংকে https://forms.gl/n6AYkTWwNunt প্রবেশ করে আবেদন সম্পন্ন করতে হবে।
নোট: সকল আবেদনকারী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না, আবেদনকারীদের তথ্য যাচাই বাছাই করে শুধু যোগ্য ব্যক্তিদের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে। নির্বাচিত আবেদনকারীদের তথ্য এই ওয়েবসাইটে www.bcc.gove.bd ২৯ এপ্রিলে প্রকাশ করা হব ে
আবেদনের সময়সীমা: ২৩ এ এপ্রিল ২০২৪ বিকেল ৫ ঘটিকা পর্যন্ত আবেদন করা যাবে।