প্রিয় প্রতিবন্ধী ভাই বোন বন্ধুগণ, প্রতিবন্ধী বিডি ডট কম এর আরেকটি নতুন পোস্টে আপনাকে স্বাগতম। আজকের আলোচনার টপিক বিনামুল্যে দৃষ্টি প্রতিবন্ধীদের মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষন প্রদান করা হবে। বাংলাদেশ আয়তনে ছোট হলেও জনসংখ্যা নেহায়েত কম নয়, এই বিরাট জনসংখ্যার উল্লেখযোগ্য একটি অশং কোন না কোন ভাবে প্রতিবন্ধীতার শিকার। এই বিশাল জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে পরিণত করার জন্য বাংলাদেশ সরকার প্রতিবন্ধীদের বিভিন্য প্রশিক্ষন প্রদান করে। তার-ই ধারাবাহিকতায় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী প্রশিক্ষন ও পুনর্বাসন কেন্দ্র, দৃষ্টি প্রতিবন্ধীদের আত্ব নির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্য প্রশিক্ষন প্রদান করে।
দৃষ্টি প্রতিবন্ধীদের প্রশিক্ষন dristi protibondhider prosikkhon
জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী প্রশিক্ষন ও পুর্নবাসন কেন্দ্র দৃষ্টি প্রতিবন্ধীদের বিনামুল্যে ব্রেইল পদ্ধতিতে পবিত্র কোরআর শিক্ষা, কম্পিউটার অপারেটিং, ইংরেজি কথন প্রশিক্ষন, ওরিয়েন্টেশন ও মোবিলিটি প্রশিক্ষন, মাশরুম চাষ, সংরক্ষন ও বাজারজাত করন প্রশিক্ষন প্রদান করে থাকে।
আগ্রহী দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের ইমেইলের মাধ্যমে জীবন বৃত্যান্ত জমা দেবার মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করতে আগ্রহী ব্যক্তিকে কমপক্ষে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষায় উত্তির্ণ হতে হবে। ১৫ থেকে ৪০ বছর বয়সী দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিগণ উক্ত প্রশিক্ষন সমূহ গ্রহণ করতে পারবে। প্রশিক্ষনার্থীদের থাকা খাওয়া প্রশিক্ষন প্রদানকারী প্রতিষ্ঠান বহণ করবে এজন্য কোন টাকা পয়সা দিতে হবে না। প্রশিক্ষন শেষে সার্টিফিকেট প্রদান করা হবে, কোন প্রকার টিএ ডিএ প্রদান করা হবে না, অর্থাৎ সম্মান,যাতায়াত ভাড়া প্রদান করা হবে না।
আবেদন করবেন যেভাবে: এই ই-মেইলে [email protected] আপনার জীবন বৃত্যান্ত আগামী ২৪ জুন ২০২৪ তারিখের মধ্যেই পাঠাতে হবে। যে কোন প্রয়োজনে যোগাযোগ করুন ০১৯৪৩ ৭০৪০৯৭।

প্রতিবন্ধী বিডি একটি সেবামূলক ওয়েবসাইট যেখানে বাংলাদেশের প্রতিবন্ধী শ্রেনীর নাগরিকদের প্রদানকৃত ভাতা ও অন্যান্য সেবা সমূহ নিয়ে তথ্য প্রদান করে থাকে। এছাড়াও সরকার দ্বারা প্রদানকৃত অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা নিয়েও জানানো হয়ে থাকে। তবে এটা কোনো সরকারি ওয়েবসাইট নয়।