সংবাদশিক্ষাশিক্ষা উপবৃত্তি

কুষ্টিয়ায় দৃষ্টি প্রতিবন্ধী স্কুল কোথায় আছে

Kushtia Blind Hostel

কুষ্টিয়ায় দৃষ্টি প্রতিবন্ধী স্কুল কোথায় আছে সে সম্পর্কে এই পোস্টে আলোচনা করা হবে। সম্মানিত পাঠক আপনি এই পোস্টটি পড়ছেন তার মানে আপনি দৃষ্টি প্রতিবন্ধী স্কুল খুজছেন। আপনার পরিবারে কিংবা আপনার পরীচিত কেউ দৃষ্টি প্রতিবন্ধী আছে। আমাদের দেশে এখনও প্রতিবন্ধীদের ছোট করে দেখা হয়, প্রতিবন্ধীদের তো মানুষই মনে করা হয় না। কিন্তু আপনি জানেন কি একজন প্রতিবন্ধীকে যথাযথ শিক্ষা ও প্রশিক্ষন দিলে একজন প্রতিবন্ধী ব্যক্তিও পারে অন্য দশজন সাধারণ মানুষের মত চাকরি বা ব্যবসা বানিজ্য করতে। প্রতিবন্ধীদের প্রতি য¦ন্তবান হন। প্রতিবন্ধী বলে তাকে দৃরে সরিয়ে দেবেন না।

বিজ্ঞাপন

কুষ্টিয়ার অন্ধ স্কুলের ঠিকানা

এমন অনেক প্রতিবন্ধী ব্যক্তি আছেন যারা তাদের জীবনে সফলতা অর্জন করেছেন, কেই হয়েছেন ব্যবসায়ি, কেউ সরকারি চাকরি করছেন, কেউবা বেসরকারি চাকরি করছেন। যাই হোক এ সম্পর্কে অতি দ্রুতই আরেকটি পোস্ট করা হবে যেখানে প্রতিবন্ধী ব্যক্তিদের সফলতার গল্প তুলে ধরা হবে।

কুষ্টিয়ায় অন্ধ স্কুল কোথায় আছে?

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দৃষ্টি প্রতিবন্ধীদের সু-শিক্ষা নিশ্চিতে সারা বাংলাদেশে সম্বনিত অন্ধ শিক্ষা কার্যক্রম চালু করেছে। সমাজসেবা অধিদপ্তরের অওতায় সারা বাংলাদেশে প্রতিটি জেলায় একটি অন্ধ বিদ্যালয় আছে। একটি মুলধারার স্কুলের সাথে সম্বনয় করে অন্ধ স্কুলগুলি কার্যক্রম পরিচালনা করে থাকে।

বিজ্ঞাপন

যেমন কুষ্টিয়া হাই স্কুলের সাথে সম্বনয় করে কুষ্টিয়ার দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় কার্যক্রম পরিচালনা করে থাকে। কুষ্টিয়ার সম্বনিত অন্ধশিক্ষা কার্যক্রম শিরনামে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সামনে অন্ধ স্কুলটির অবস্থান। থানার মোড় থেকে মজমপুর গেট যাবার পথে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সামনে রাস্তার বামপাশে একটি গলি চলে গেছে কুষ্টিয়া হাইস্কুল মেলার মাঠের দিকে। সেই গলি দিয়ে কিছুদুর এগিয়ে গেলেই ডানপাশে অন্ধ স্কুলের দু তলা ভবনটি দেখা যায়।

কুষ্টিয়া অন্ধ স্কুলের সুযোগ সুবিধাঃ

কুষ্টিয়ার এই অন্ধ স্কুলে যে সকল প্রতিবন্ধী ছেলেরা লেখাপড়া করে সরকারি ভাবে তাদের উন্নত পরিবেশে থাকা ও মানসম্মত পুষ্টিকর খাবার সস্পুর্ণ ফ্রিতে সরবরাহ করা হয়। তাছাড়া বই,খাতা,কলম,জামা কাপড়,চিকিৎসা সহ যাবতীয় সকল খরচ সরকার বহণ করে থাকে। কুষ্টিয়া দৃষ্টি প্রতিবন্ধী স্কুল সম্পুর্ণ সরকারি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধী ছেলেরা বিনা খরছে লেখাপড়া করতে পারবে। এবং সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি পাওয়ার সুযোগ তো থাকছেই। সরকারি বেসরকারি বিভিন্য প্রতিযোগীতা মুলক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে। দৃষ্টি প্রতিবন্ধীদের লেখাপড়ার সুবিধার জন্য সরকার থেকে বিনামুল্যে সকল ছাত্রদের স্মার্টফোন প্রদান করা হয় সে স্মার্টফোনে পড়া রেকর্ড করে পড়তে পারবে এবং ইন্টারনেট এবং স্মার্টফোন ব্যবহার শিখতে পারবে।

বিজ্ঞাপন

কুষ্টিয়া অন্ধ স্কুলের সাথে কিভাবে যোগাযোগ করবেন?

কুষ্টিয়া বøাইন্ড স্কুলের সাথে যোগাযোগ করার জন্য সরাসরি অন্ধ স্কুলে এসে রিসর্স শিক্ষকের (অন্ধ স্কুলের শিক্ষক) সাথে সাক্ষাৎ করতে পারবেন। তাছাড়া মোবাইলের মাধ্যমে উক্ত অন্ধ স্কুলের খন্দকালিন শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাকের সাথে যোগাযোগ করতে পারেন তাঁর মোবাইল নম্বর ০১৭১৯ ৯৭০৪৬৬।

অন্ধরা কিভাবে লেখাপড়া করে?

অন্ধ শিক্ষার্থীরা ব্রেইল পদ্ধতির মাধ্যমে লেখাপড়া করে থাকে। ব্রেইল এমন একটি পদ্ধতি যাতে কাগজের উপর বিভিন্য ধরণের ডট চিহ্ণ থাকে, সেই ডটের উপর হাতের আঙুল রেখে দৃষ্টি প্রতিবন্ধীরা বুঝতে পারে কি লেখা আছে।

বিজ্ঞাপন

কুষ্টিয়া অন্ধ স্কুলের শিক্ষা পদ্ধতিঃ

সম্বনিত অন্ধশিক্ষা কার্যক্রম কুষ্টিয়াতে অধ্যায়নরত শিক্ষার্থীগণ ১ থেকে ৫ম শ্রেণী পর্যন্ত “রতনা হিরা পারভেন প্রতিবন্ধী বিদ্যালয়” এর অধিনে লেখাপড়া করে, এবং ৬ষ্ঠ থেকে এসএসসি পর্যন্ত কুষ্টিয়া হাই স্কুলে লেখাপড়া করে।

ব্যস্তবে অন্ধ স্কুল বলে কিছু নেই সরকার চায় প্রতিবন্ধীরা আর দশটা সাধারণ শিক্ষার্থীদের মত সাধারণ স্কুলে লেখাপড়া করুক। সম্বনিত অন্ধশিক্ষা কার্যক্রম মুলত একটি হোস্টেল এই হোস্টেল দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রদের বিনামুল্যে থাকা খাওয়ার ব্যবস্থা করে থাকে ও শিক্ষা উপকরণসহ প্রয়জনীয় সেবা ও সহযোগীতা প্রদান করে থাকে।

বিজ্ঞাপন

Kushtia ondho school

প্রিয় পাঠক শিক্ষা জাতীর মেরুদন্ড আপনার প্রতিবন্ধী সন্তান হোক সে ছেলে কিংবা মেয়ে সে কেন শিক্ষার আলো থেকে বঞ্চিত থাকবে শিক্ষার কোন বিকল্প নেই। আপনার প্রতিবন্ধী সন্তান কিংবা স্বজনকে স্কুলে পাঠান। তাঁকে বলুন তুমি লেখাপড়া করে অনেক বড় হবে, তুমিও আর দশজন মানুষের মত মানুষ হবে। তুমিই হবে আগামী দিনের প্রেরণা, তাঁর হাতে ভিক্ষার ঝুলি তুলে দিয়ে তাঁকে সমাজের বোঝা বানাবেন না। কিংবা ঘরে বসিয়ে রেখে শিক্ষার আলো থেকে বঞ্চিত রাখবেন না। আপনার প্রতিবন্ধী সন্তানকে সৃষ্টিকর্তার আর্শিবাদ মনে করুন, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। তাঁকে ভালবাসুন, তাঁর সাথে ভাল ব্যবহার করুন প্রতিবন্ধী সন্তানের য¦তœ নিন। প্রিয় পাঠক আজ এ পর্যন্ত-ই, ভাল থাকবেন সুস্থ্য থাকবেন, নিয়মিত ভিজিট করবেন প্রতিবন্ধী বিডি ডট কম ওয়েবসাইট, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button