সংবাদ

তীব্র তাপদাহে এনএসবিপি বাংলাদেশের পক্ষ থেকে বিনামূল্যে শরবত ও মৌসুমি ফল সরবরাহ

এনএসবিপি বাংলাদেশের কার্ডক্রম

এনএসবিপি (জাতীয় দৃষ্টিহীন ও দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা) এই প্রতিষ্ঠান মূলত দৃষ্টি প্রতিবন্ধী এবং দৃষ্টিহীনদের জন্য কাজ করে। কিন্তু আবাহাওয়ার বিরুপ প্রভাবে দেশের বিভিন্য অঞ্চলের উপর দিয়ে বয়ে চলা তীব্র তাপপ্রবাহের কারণে হিটস্ট্রকে আক্রাত্ত হবার ঝুকি আশংখাজনক ভাবে বেড়ে গেছে। এমত অবস্থায় প্রতিষ্ঠানটি শুধু প্রতিবন্ধী কেন্দ্রিক কার্যক্রমে সিমাবদ্ধ না থেকে সর্ব সাধারণের জন্য তীব্র তাপদাহ থেকে বাচতে জনসচেতনতামুলক কর্মসূচী গ্রহণ করে। সমাজের নিম্নবিত্ত মানুষদের কথা চিন্তা করে এনএসবিপি গরমে ক্রান্ত মানুষদের পাশে দাড়াবায়। তারই ধারাবাহিকতায় বিগত বেশ কয়েকদিন যাবৎ এনএসবিপি খুলনা নগরির বেশ কয়েকটি জনবহুল স্থানে বিশূদ্ধ খাবার পানি, খাবার স্যালাইন, লেবুর শরবত, তরমুজ সশা সহ বিভিন্য মৌসুমি ফল বিভিন্য শ্রেণী পেশার মানুষদের মাঝে বিনামুল্যে বিতরণ করে।

বিজ্ঞাপন
এনএসবিপি বাংলাদেশের হিটস্ট্রক থেকে বাচার উপায় সংক্রান্ত কর্মসূচী
ছবি এনএসবিপির ফেইজবুক পেইজ থেকে সংগ্রহিত

উক্ত কর্মসুচী উদ্বোধন করেন যোগীপোল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব, সাজ্জাদুর রহমান লিংকন এবং এনএসবিপি বাংলাদেশ এর সম্মানিত প্রেসিডেন্ট এবং নির্বাহী পরিচালন, লায়ন মাইন উদ্দিন চৌধুরী। উক্ত কর্মসুচীতে বিতরণকৃত লেবুর ঠান্ডা শরবত, স্যালাইন পানি, তরমুজ ও সশা, রিক্সা চালক, ভ্যান চালক সহ শ্রমজীবি মানুষ বিনামুল্যে গ্রহণ করতে পেরে তাঁরা তাদের সস্তুষ্টির কথা ব্যাক্ত করেন। এনএসবিপির এমন কার্যক্রমকে তারা সাধুবাদ জানান এবং এই কার্যক্রম দির্ঘায়িত করার কথাও ব্যাক্ত করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button