এনএসবিপি বাংলাদেশ
প্রিয় পাঠক প্রতিবন্ধী বিডি ডট কম এর পক্ষ থেকে এক রাশ লাল গোলাপের শুভেচ্ছা গ্রহণ করবেন। আজ দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য অতি গুরুত্বপুর্ণ একটি পোস্ট করা হবে। আজকের আলোচনার টপিক এনএসবিপি বাংলাদেশ। আমাদের দেশে শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠান আছে। কিন্তু দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠান তুলনামুলক কম আছে। দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে এমন কয়েকটি প্রতিষ্ঠান হল: জাতীয় অন্ধ কল্যাণ সংস্থা, জাতীয় অন্ধ কল্যাণ সমিতি ইত্যাদি।
আজ সারা দেশে আলোড়ন সৃষ্ট্রিকারী একটি সংস্থার বিষয়ে আলোচনা করা হবে, উক্ত সংস্থাটির নাম ন্যাশনাল সোসাইটি অব দি ব্লাইন্ড অন্ড র্প্যাশ্যালী সাইটেড (এনএসবিপি) এই প্রতিষ্ঠান দৃষ্টি প্রতিবন্ধী এবং দৃষ্টিহীনদের জন্য সৃষ্ট্রিকর্তার আর্শিবাদ, দৃষ্টি প্রতিবন্ধীদের কল্যাণে এই প্রতিষ্ঠান অতি গুরুত্বপুর্ণ কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রিয় পাঠক চলুন এনএসবিপি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক।
এনএসবিপি কি nsbp bd
এনএসবিপি দৃষ্টি প্রতিবন্ধী এবং দৃষ্টিহীনদের জন্য কর্মরত একটি অলাভজনক অরাজনৈতিক বেসরকারি সংস্থা, এই সংস্থা দৃষ্টি প্রতিবন্ধী এবং দৃষ্টিহীনদের জন্য বিভিন্য কল্যাণমুলক কাজ করে থাকে। ২০০৬ সালে লায়ন ময়িন উদ্দিন চৌধুরির হাত ধরে এনএসবিপির যাত্রা শুরু হয়। এক পা দু পা করে এগোতে এগোতে আজ এনএসবিপি একটি বহুমুখি জাতীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বর্তমানে ঢাকা এবং খুলনাতে এনএসবিপির কার্যালয় অবস্থিত, ঢাকায় এনএসবিপির প্রধান কার্যালয় এবং খুলনায় এনএসবিপির প্রশিক্ষন কেন্দ্র অবস্থিত।
এনএসবিপির লক্ষ্য উদ্দেশ্য
এনএসবিপির লক্ষ্য ও উদ্দেশ্য, দৃষ্টিহীন এবং দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মুল ¯স্রতধারায় সম্পৃক্ত করাই এনএসবিপির মুল লক্ষ্য ও উদ্দেশ্য, পরিবারে যদি একটি প্রতিবন্ধী সন্তান থাকে তবে সেই সন্তানটি পরিবারের সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়। তাকে লেখাপড়ার সুযোগ দেয়া হয় না, ভাল খাবার দেয়া হয় না, ভাল পোষাক দেয়া হয় না।
পরিবারের গুরুত্বপুর্ণ সিদ্ধান্ত গ্রহণে তাকে সম্পৃক্ত করা হয় না। এমন হাজারও অবহেলা লাঞ্ছনা বৈসম্যে মধ্য দিয়ে একজন প্রতিবন্ধী ব্যক্তি বেরে ওঠে। এসকল দৃষ্টিহীন এবং দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থসামাজিক উন্নয়ন এবং দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে এনএসবিপি কাজ করে। প্রতিটি দৃষ্টিহীন এবং দৃষ্টি প্রতিবন্ধী যাতে করে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারে সে সম্পর্কিত কর্মপরিকল্পনা প্রনয়ণ এবং ব্যাস্তবায়ন-ই এনএসবিপির লক্ষ্য ও উদ্দেশ্য।
এনএসবিপির কার্যক্রম
- দৃষ্টিহীন ও দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের প্রয়োজনীয়তা নিরুপন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ।
- দৃষ্টিহীন এবং দৃষ্টি প্রতিবন্ধীদের তাঁদের নিজ অধিকার সম্পর্কে সচেতন করা এবং জনসাধারণের মাঝে দৃষ্টিহীন এবং দৃষ্টি প্রতিবন্ধীদের সম্পর্কে সচেতনতা সৃষ্টিকল্পে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ এবং ব্যাস্তবায়ন করা।
- দৃষ্টিহীন ব্যক্তিদের সাদাছড়ি ব্যবহারের মাধ্যমে নিরাপদে চলাচল এবং নিজের দৈন্দন্দিন কাজ কিভাবে নিজেই সম্পাদন করা যায় সে সম্পর্কে প্রশিক্ষন প্রদান।
- এনএসবিপি ২০১২ সালে একটি সাদাছড়ি উৎপাদন কেন্দ্র নির্মাণ করেছে, প্রতিবছর এই এই কারখানায় ৩০,০০০ (ত্রিশ হাজার ) সাদাছড়ি উৎপাদন করা হয় এবং এসকল সাদাছড়ি দৃষ্টিহীন এবং দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে বিনামুল্যে প্রদান করা হয়।
- দৃষ্টিহীন এবং দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের দেহ মোনের উন্নয়ন এবং পার্সনাল ডেভেলাপমেন্ট শির্ষক প্রশিক্ষন প্রদান করা হয় এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন ও অসক্রামক রোগ থেকে কিভাবে নিরাপদ থাকা যায় সে সম্পর্কেও প্রশিক্ষন প্রদান করা হয়।
- দৃষ্টিহীণ ও দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের প্রাথমিক স্বাস্থ্য সেবার ব্যবস্থা করে এনএসবিপি এবং দৃষ্টিহীন ও দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মানসিক স্বাস্থ্যের পরিচর্যায় ব্যবস্থা গ্রহণ করে এনএসবিপি, তাছাড়া উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করে এনএসবিপি।
- দৃষ্টিহীন এবং দৃষ্টি প্রতিবন্ধী মেয়েদের বিবাহের মাধ্যমে পুনর্বাসিত করা, এজন্য আর্থিক সহায়তা করা হয়।
- সম্প্রতি দৃষ্টিহীন হওয়া ব্যক্তিদের বিনামুল্যে থাকা খাওয়ার ব্যবস্থা করা ও বিভিন্য প্রশিক্ষন যেমন ব্রেইল পদ্ধতিতে লেখাপড়া, কম্পিউটার প্রশিক্ষন, বাদ্যযন্ত্র, সংগীত ইত্যাদি।
- দৃষ্টিহীন ও দৃষ্টি প্রতিবন্ধীদের বৃত্তি প্রদান।
- দৃষ্টিহীন ও দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের আবাসন ব্যবস্থাসহ বিনামুল্যে থাকা খাওয়া এবং বিভিন্য প্রশিক্ষন প্রদান করা যেমন: কম্পিউটার প্রশিক্ষন, টেলিফোন অপারেটিং প্রশিক্ষন, মোবিলিটি অরিয়েন্টেশন প্রশিক্ষন প্রদান করা হয়ে থাকে।
- এনএসবিপি দৃষ্টিহীন ও দৃষ্টি প্রতিবন্ধীদের উচ্চ শিক্ষা গ্রহণ নিশ্চিত করতে আর্থীক সহায়তা প্রদান সহ সহায়ক উপরকণ বিনামুল্যে সরবরাহ করা হয় যেমন: এমপিথ্রি, ব্রেইল পাঠ্যপুস্তক, ব্রেইল কোরআন শরীফ, ব্রেইলিং পেপার, ব্রেইল ¯েøট, স্টাইলাস, অংকের বোড, এবং আরও অনেক ধরণের সহায়ক উপকরণ বিনামুল্যে সরবরাহ করা হয়।
- ২০১৬ এনএসবিপির অর্থায়নে দেশের ৬৪ টি জেলার দৃষ্টিহীন ও দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের সমন্ময়ে খুলনা ব্লাইন্ড ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠা করা হয়, এই ক্রিকেট ক্লাবের মাধ্যমে দৃষ্টিহীন ও দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ক্রিড়া প্রতিযোগীতার আয়োজন করা হয়ে থাকে, এবং বছরে একবার ক্রিড়া উৎসব অনুষ্ঠিত হয়।
- ২০১৯ সালে এনএসবিপি ব্লাইন্ড দাবা ক্লাব প্রতিষ্ঠা করে, দেশের সকল প্রান্তের দৃষ্টিহীন এবং দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের সমন্ময়ে প্রতি বছর জাতীয় দাবা টুর্নামেন্টের আয়োজন করা হয় বিজয়িদের মাঝে দাবা সহ সন্তসজনক পুরস্কার প্রদান করা হয়।
- এনএসবিপির অর্থায়নে ২০২২ সারে ব্লাইন্ড ব্লাড ডনেশন ক্লাব প্রতিষ্ঠা করা হয়, সারা দেশের দৃষ্টিহীন ও দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের আত্বীয় স্বজনদের মাধ্যমে ব্লাড সংগ্রং করা হয়, এই ব্লাড বিনামুল্যে বিতরণ করা হয়।
- হতদরিদ্র দৃষ্টিহীন ও দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের বিনামুল্যে শীতবস্ত্র, খাদ্য সহায়তা, খুদ্র ব্যবসায়িদের আর্থীক অনুদান প্রদান করা হয়।
- ছিন্যমুল দৃষ্টিহীন ও দৃষ্টি প্রতিবনন্ধী পরিবারকে লো কস্ট হাউজিং প্রকল্পের মাধ্যমে গৃহ নির্মান করে দেয়ার মাধ্যমে পুর্নবাসনের ব্যবস্থা করা।
- দৃষ্টিহীন ও দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের বাদ্যযন্ত্র প্রশিক্ষন প্রদান এবং বাদ্যযন্ত্র বিতরণ।
- দৃষ্টিহীন ও দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের আধুনিক কারিগরি প্রশিক্ষন করা।
- তৃণমুল ও জাতীয় পর্যায়ে দৃষ্টিহীন ও দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের নেতৃত্ব প্রদান বিষয়ক প্রশিক্ষন প্রদান।
- এ্যডভোকেসি এবং লবিংয়ের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং পুর্নবাসন শির্ষক প্রশিক্ষন প্রদান।
- জাতীয় ব্রেইল প্রেস এর মাধ্যমে বিভিন্য ধরনের ব্রেইল বই প্রিন্ট করে দৃষ্টিহীন ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে বিনামুল্যে সরবরাহ করা হয়।
প্রিয় পাঠক, আমরা অনেক দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি আছি যারা নিজ পরিবারে চরম অবহেলার শিকার। পরিবারে নেই কোন সম্মান, নেই কোন অধিকার, নেই লেখাপড়ার সুযোগ। যে সকল প্রতিবন্ধী ভাই বোন এমন পরিস্থিতিতে আছেন, তাঁদের জন্য এনএসবিপি হতে পারে নির্ভরযোগ্য আশ্রয়স্থল। যে সকল দৃষ্টিহীন এবং দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি বিনামুল্যে থাকা খাওয়াসহ লেখাপড়া এবং বিভিন্য প্রশিক্ষন পেতে চান তাঁরা এনএসবিপির সাথে যোগাযোগ করতে পারেন।
প্রিয় পাঠক, আজকের লেখাটা এখানেই শেষ করছি, এই লেখাটি আপনার কেমন লাগল তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা আর কোন বিষয়ে জানতে চান সেটাই কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভাল থাকুন সুস্থ্য থাকুন, নিয়মিত ভিজিট করুন প্রতিবন্ধী বিডি ডট কম, সবাইকে আরারো অনেক অনেক ধন্যবাদ।