অনুদান

এনএসবিপি থেকে প্রতিবন্ধীদের জন্য ঈদ সামগ্রি প্রদান কর্মসূচী

Eid material distribution program for the disabled from NSBP

প্রিয় পাঠক প্রতিবন্ধী বিডি ডট কম এর নতুন একটি পোস্টে আপনাকে স্বাগতম, আজ আমরা এনএসবিপি থেকে প্রতিবন্ধীদের জন্য ঈদ সামগ্রি প্রদান কর্মসূচী বিষয়ে আলোচনা করব। ঈদ আসে ঈদ যায় কিন্তু অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের মুখে ঈদ কি আসলেই হাসি ফোটাতে পারে?। অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে ঈদের খুশি ভাগাভাগি করতে অনেক সেবামুলক প্রতিষ্ঠান এগিয়ে আসে। এমন একটি প্রতিষ্ঠান “জাতীয় দৃষ্টিহীন ও দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সংস্থা” (এনএসবিপি)। পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে জাতীয় দৃষ্টিহীন ও দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সংস্থার পক্ষ থেকে অসহায় গরীব প্রতিবন্ধীদের মাঝে ঈদ সহায়তা প্রদান করা হবে। সহায়তা প্যাকেজে চাল, ডাল তেল, আলু সেমাই চিনি সহ আরও বেশ কিছু খাদ্যপন্য অন্তরর্ভুক্ত থাকবে।

বিজ্ঞাপন

এ সম্পর্কে সংস্থাটির সভাপতি ও নির্বাহী পরিচালক, লায়ন ময়িন উদ্দিন চৈাধুরী প্রতিবন্ধী বিডি ডট কম কে বলেন “এনএসবিপি বাংলাদেশ সব সময় প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে, এবং দুর্যগ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ প্রতিবন্ধীদের পাশে দাড়ার, ঘুর্ণিঝড় রিমালে খতিগ্রস্ত গরীব প্রতিবন্ধীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ঈদ সহায়তা প্যাকেজ প্রদান করা হবে। সমাজের বিত্তবান মানুষদের প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে এগিয়ে আসতে হবে, প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের পর কেউ না তারা আমাদের আত্বিয় স্বজন, পারা পতিবেশী, ভাই, বোন। এনএসবিপি বাংলাদেশ সব সময় সুবিধা বঞ্চিত প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে ছিল পাশে আছে ও থাকবে”।

নাম প্রাকাশ্যে অনিচ্ছুক এনএসবিপির একজন কর্মকর্তা বলেন “প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ঈদ সহায়তা প্রদান করতে পেরে আমরা খুবই আনন্দিত, একজন অসহায় প্রতিবন্ধী ব্যক্তি যখন সহায়তা প্যাকেজ হাতে পায় তখন তার মুখের হাসি আমাদের মুগ্ধ করে, প্রতিবন্ধী ব্যক্তির কোলা থাকা শিশুটি যখন খাদ্যপন্য ভর্তি ব্যাগটি দেখে তখন শিশুটির মুখে যে আনন্দের হাসি ফুটে ওঠে তা আমাদের হৃদয় জুরিয়ে দেয়। খুলনার বাসিন্দা ছাড়া অন্য জেলা বা অঞ্চলের বাসিন্দাদের ঈদ সহায়তা প্রদান করা হবে কি না এমন প্রশ্ন করলে এনএসবিপি বাংলাদেশের সভাপতি ও নির্বাহী পরিচালক বলেন “খুলনা ছাড়াও সারা দেশে যে সকল জেলায় এনএসবিপি বাংলাদেশের শাখা আছে সে সকল জেলা থেকেও ঈদ সহায়তা প্যাকেজ প্রদান করা হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য যে, ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে এনএসবিপি বাংলাদেশ দৃষ্টিহীন ও দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে বিভিন্য প্রকল্প গ্রহণ ও ব্যাস্তবায়ন করে আসছে। বর্তমানে এনএসবিপি বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধীদের স্বাবলম্বি করে গড়ে তোলার লক্ষ্যে প্রযুক্তিগত ও কারিগরি প্রশিক্ষন প্রদান করছে। ফলে প্রতিবন্ধী ব্যক্তিগণের জীবনমান উন্নত হবার পাশাপাশি তারা অর্থনৈতিক ভাবে স্ববলম্বি হচ্ছে। পরিবার ও সমাজে প্রতিবন্ধীদের অবস্থানের অগ্রযাত্রায় এনএসবিপি বাংলাদেশ অত্যান্ত গুরুত্বপুর্ণ ভ‚মিকা রাখছে।

দৃষ্টিহীন ও দৃষ্টি প্রতিবন্ধী পুরুষ ও নারীদের জন্য এনএসবিপি বাংলাদেশ পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠা করেছে, যেখানে দৃষ্টিহীন ও দৃষ্টি প্রতিবন্ধী পুরুষ ও নারীগণ সম্পর্ণ বিনামুল্যে থাকা খাওয়া সুযোগ পান, এছাড়া চিকিৎসা সহ প্রয়োজনীয় সেবাও বিনামুল্যে এনএসবিপি বাংলাদেশ প্রদান করে। খুলনাতে অবস্থিত এনএসবিপি বাংলাদেশের ভবনে একটি ফ্রোরে পুরুষদের আবাসন কেন্দ্র ও আরেকটি ফ্রোরে নারীদের আবাসন কেন্দ্র গড়ে তোলা হয়েছে। মানসম্মত খাবার সরবরাহের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের শারীরিক সু স্বাস্থ্য নিশ্চিত করা হয়, মানসিক স্বাস্থ্য নিশ্চিতে বিভিন্য প্রশিক্ষন প্রদান এবং জোগ ব্যাম বিষয়ক সচেতনতা বৃদ্ধি করা হয়।

বিজ্ঞাপন

প্রিয় পাঠক এই ছিল আজকের লেখা, লেখাটি পড়ে আপনার কেমন লাগল তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পবিত্র ঈদ উপলক্ষে আরও অনেক প্রতিষ্ঠান প্রতিবন্ধী ব্যক্তিদের ঈদ সহায়তা/ঈদ উপহার প্রদান করবে আমরা আরও পোস্টে মাধ্যমে সে সব খবর আপনাদের জানাব। সকলে ভাল থাকবেন সুস্থ্য থাকবেন এবং নিয়মিত ভিজিট করবেন প্রতিবন্ধী বিডি ডট কম, সবাইকে অসংখ্য ধন্যবাদ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button