শিক্ষাঅনুদানসংবাদ

প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র কোথায় আছে

দৃষ্টি প্রতিবন্ধী মাদ্রাসা কোথায় আছে, অন্ধ মাদ্রাসা কোথায় আছে

প্রিয় পাঠক আজ এমন একটি প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র সম্পর্কে আলোচনা করা হবে যেখানে মানসিক প্রতিবন্ধী ব্যতীত সকল ধরনের প্রতিবন্ধী শিক্ষার্থীগণ বিনামূল্যে থাকা খাওয়া লেখাপড়া সহ বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকেন। এছাড়াও অসহায়, গরীব, এতিম শিশু কিশোর বিনামূল্যে সাধারণ/মাদ্রাসা শিক্ষাসহ বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকেন। বাংলাদেশে এখনও অনেক প্রতিবন্ধী ব্যক্তি আছেন যারা নিজ পরিবারে চরম ভাবে অবহেলিত। পারিবারিক অসচেতনতার কারণে তাঁরা শিক্ষার আলো থেকে বঞ্চিত। পরিবারে অবহেলিত, এতিম, দরিদ্র, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে মানব কল্যাণ ট্রাস্ট

সুচীপত্র

বিজ্ঞাপন

প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র

প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র কি, পুনর্বাসন কেন্দ্র কি, পুনর্বাসন কেন্দ্র কাকে বলে?

পুনর্বাসন কেন্দ্র বলতে এমন প্রতিষ্ঠানকে বোঝায় যে প্রতিষ্ঠান ছিন্নমূল, অসহায়, সুবিধা বঞ্চিত বাস্তুচ্যুত ও প্রতিবন্ধী মানুষদের পুনর্বাসন তথা স্থায়ী/অস্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করে এমন প্রতিষ্ঠানকে পুনর্বাসন কেদ্র বলে। তবে কিছু ব্যতিক্রমধর্মী পুনর্বাসন কেন্দ্র আছে যেখানে ছিন্নমূল অসহায় গরীব এবং প্রতিবন্ধীদের বসবাসের ব্যবস্থার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, বিনোদন, কম্পিউটার প্রশিক্ষণ, কারিগরি প্রশিক্ষণ সহ বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ প্রদান করা হয়,  এমন প্রতিষ্ঠানকেও পুনর্বাসন কেন্দ্র বলা হয়। এমনই একটি প্রতিষ্ঠান হল  মানব কল্যাণ ট্রাস্ট, পাবনা জেলার সিংগা বাইপাস সড়ক সংলগ্ন সিংগা এলাকায় মানব কল্যাণ ট্রাস্টের অবস্থান।

মানব কল্যাণ ট্রাস্ট কী?

মানব কল্যাণ ট্রাস্ট মূলত শিক্ষা ও পুনর্বাসন কেন্দ্র। ১৯৯৪ সালে মাত্র ১০ কাঠা জমির উপর একটি মাত্র টিনশেড ঘরে মানব কল্যাণ ট্রাস্টের যাত্রা শুরু হয় বর্তমানে ৩ বিঘা জমিতে সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে তোলা হয়েছে অন্ধ মাদ্রাসা, যেখানে দৃষ্টি প্রতিবন্ধী শিশু কিশোরগণ ব্রেইল পদ্ধতিতে পবিত্র কোরআন শিক্ষা গ্রহণ করে। আরও আছে উন্নত মানসম্মত আবাসিক হল।

বিজ্ঞাপন

আছে দৃষ্টি নন্দন মসজিদ, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে তৈরি করা হয়েছে সুবিশাল খেলার মাঠ। আছে প্রচুর বই সমৃদ্ধ লাইব্রেরি এবং জাদুঘর। মোট কথায় মানব কল্যাণ ট্রাস্ট এমন একটি প্রতিষ্ঠান যেখানে অসহায়, গরীব, এতিম ও সুবিধা বঞ্চিত মানুষ এবং প্রতিবন্ধী সবার জন্য সমান ভাবে উন্মুক্ত শিক্ষা ও পুনর্বাসন কেন্দ্র।

মানব কল্যাণ ট্রাস্ট
মানব কল্যান ট্রাস্টের আবাসিক ভবন, ছবি মানব কল্যাণ ট্রাস্টের ওয়েবসাইট থেকে সংগ্রহিত।

প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের সুযোগ সুবিধা

  • শিক্ষার্থীদের বিনামূল্যে আবাসিক হোস্টেল সেবা প্রদান, পাঠ্যবই সরবরাহ, খাতা কলম সরবরাহ, স্কুল/কলেজ ব্যাগ সরবরাহ,স্কুল/কলেজ ড্রেস সরবরাহ, স্কুল/কলেজের বেতন প্রদান, দৃষ্ট্রি প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিনামূল্যে ব্রেইল কোরআন শরিফ, ব্রেইল বই, ব্রেইল পেপার,ব্রেইল লেখার ফরমা,স্টাইলাস, অডিও রেকর্ডার সরবরাহ।
  • আধুনিক কম্পিউটার ল্যাবে দৃষ্টি প্রতিবন্ধীসহ অন্যান্য ছাত্রদের কম্পিউটার চালনা ও টেলিফোন অপারেটিং প্রশিক্ষণ প্রদান।
    শ্রবণ প্রতিবন্ধীদের ইশারা ভাষায় সু শিক্ষা প্রদান।
  • বিনামূল্যে প্রতিদিন ৩ বার মানসম্মত ও পুষ্টিকর খাবার সরবরাহ।
    বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ সরবরাহ।
  • অসহায় উপার্জনহিন পরিবারের অন্য, বস্ত্র, চিকিৎসাসহ যাবতীয় দায়িত্ব গ্রহণ।
    অসহায় গরীব রোগাক্রান্ত ব্যক্তির যাবতীয় চিকিৎসা ব্যায় নির্বাহ।
  • গরীব উপার্জনহীন ব্যক্তি/পরিবারকে মাসিক ভাতা প্রদান।
  • অসহায় ছিন্নমূল গরীব নারী পুরুষদের শীতবস্ত্র প্রদান।
    হতদরিদ্র ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ পরিশোধকল্পে আর্থিক সহায়তা প্রদান।

 

বিজ্ঞাপন
  • দেশের যে কোন প্রান্তের মানসিক রোগীর চিকিৎসার সুব্যবস্থা করা, প্রয়োজনে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা এবং যাবতীয় চিকিৎসা ব্যায় নির্বাহ।
  • হতদরিদ্র ব্যক্তি দুর্ঘটনার শিকার হয়ে আর্থিক সহায়তার আবেদন করলে যথাসাধ্য আর্থিক সহায়তা প্রদান।
  • প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বসবাসকারী রোগে বিছানাগত নারী পুরুষের চিকিৎসার জন্য নিয়মিত আর্থিক সহায়তা প্রদান।
    ক্ষুধার্ত ব্যক্তিদের সন্ধ্যা বেলায় ট্রাস্টে খাবার ব্যবস্থা করা।
  • তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের শিক্ষার ব্যবস্থা করা।
    জন্মগত প্রতিবন্ধী শিশুর চিকিৎসার ব্যবস্থা করা।
  • আশ্রয়হীন প্রতিবন্ধীদের মানব কল্যাণ ট্রাস্টে বসবাসের ব্যবস্থা।
    প্রতিবন্ধী ভিক্ষুকদের কাজের ব্যবস্থা করা।
  • আগুনে ঝলসে যাওয়া প্রতিবন্ধী শিশুর চিকিৎসার ব্যবস্থা।
  • হতদরিদ্র গরীব ও এতিম শিশুদের শিশুশ্রম বন্ধ করে শিক্ষার ব্যবস্থা।
  • অতিরিক্ত মোটা বা মেদযুক্ত শিশুদের চিকিৎসার ব্যবস্থা।
মানব কল্যাণ ট্রাস্ট
মানব কল্যাণ ট্রাসের শ্রেণিকক্ষে ছাত্ররা অধ্যায়ন করছে। ছবি মানব কল্যাণ ট্রাস্ট

মানব কল্যাণ ট্রাস্টে কীভাবে ভর্তি হব প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে কি ভাবে ভর্তি হওয়া যায়

মানব কল্যাণ ট্রাস্ট মূলত একটি প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র, এখানে মাদ্রাসা বিভাগে ভর্তি হতে চাইলে ঈদ-উল ফিতর এর পরে এবং সাধারণ স্কুল/কলেজে ভর্তি হতে চাইলে উক্ত স্কল/কলেজে যখন নতুন ছাত্র ভর্তি নেয় সে সময় সরাসরি মানব কল্যাণ ট্রাস্টে সশরীরে উপস্থিত হয়ে ভর্তি হয়া যাবে। কিংবা মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে প্রয়জনীয় পদক্ষেপ গ্রহণ করা যাবে।

মানব কল্যাণ ট্রাস্ট তথা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হতে কি কি কাগজপত্র লাগে?

আশ্রয়প্রার্থীর ক্ষেত্রে (যারা ট্রাস্টে বসবাস করবে কিন্তু লেখাপড়া করবে না) ভর্তি আবেদনকারীর ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি কিংবা জন্ম নিবন্ধন সনদের অনুলিপি সঙ্গে নিয়ে মানব কল্যাণ ট্রাস্টে উপস্থিত হতে হবে। আশ্রয়প্রার্থী ব্যক্তিগণ বছরের যে কোন সময় ট্রাস্টে ভর্তি হতে পারবেন।

বিজ্ঞাপন

শিক্ষা গ্রহণে ভর্তি ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই অন্তত একজন বৈধ অভিভাবক সাথে আনতে হবে, অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের অনুলিপি ও ৪ কপি রঙিন ছবি সাথে আনতে হবে। সাধারণ ও মাদ্রাসা শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীর ক্ষেত্রে জন্ম সনদ/জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, ৪ কপি রঙিন ছবি এবং বৈধ অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, ৪ কপি রঙিন ছবি সহ আবেদনকারীর সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের অনুলিপি সঙ্গে আনতে হবে।

মানব কল্যাণ ট্রাস্টে কোন শ্রেণী পর্যন্ত লেখাপড়ার ব্যবস্থা আছে?

প্রথম শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত লেখাপড়ার সুযোগ আছে। তাছাড়া মাদ্রাসা বিভাগে লেখাপড়ার সুবিধা পাওয়া যাবে।

বিজ্ঞাপন

মানব কল্যাণ ট্রাস্টে কেমন খাবার দেওয়া হয়?

প্রতিদিন সকালের নাস্তায় কোনোদিন খিচুড়ি ভাত এবং এক পদের ভর্তা কিংবা সাদা ভাতের সাথে এক পদের সবজি ঘন্ট সরবরাহ করা হয়। দুপুরের খাবারে কোনোদিন সাদা ভাতের সাথে খাসির মাংস অথবা সাদা ভাতের সাথে মাছের তরকারি পরিবেশন করা হয়। রাতের খাবারে সাদা ভাতের সাথে পাতলা ডাল এবং এক পদের সবজি তরকারি কিংবা খাসির মাংস সরবরাহ করা হয়।

মানব কল্যাণ ট্রাস্টের আবাসিক হলের পরিবেশ কেমন?

সুন্দর পরিষ্কার ও রুচিশীল পরিবেশে ছাত্রদের থাকার ব্যবস্থা। আছে মানসম্মত টয়লেট, গোসলখানা, এবং ইন্টারনেটের ব্যবস্থা আছে।

বিজ্ঞাপন

মানব কল্যাণ ট্রাস্টে কি মেয়েরা থাকতে পারবে?

মানব কল্যাণ ট্রাস্ট মেয়েদের আবাসিক সুবিধা প্রদান করে না, শুধু ছেলেরাই ট্রাস্টে আবাসিক সুবিধা পেয়ে থাকে। তবে ভবিষ্যতে মেয়েদের আবাসিক সুবিধা প্রদানের পরিকল্পনা আছে ট্রাস্ট কর্তৃপক্ষের।

মানব কল্যাণ ট্রাস্টের অর্জন

১৯৯৪ থেকে ২০২৩ পর্যন্ত ৩৬ জন ছাত্র মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন, তিনজন সরকারি চাকরি করছেন এবং ২৫ জন বেসরকারি চাকরি করছেন। তাছাড়া বর্তমানে দেড় শতাধিক ছাত্র বিনামূল্যে আবাসিক শিক্ষা সুবিধা পাচ্ছে। এসকল অর্জন ছাড়াও অসংখ্য অসহায় গরীব ব্যক্তি এবং পরিবারকে আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান করেছে এই প্রতিষ্ঠান।

বিজ্ঞাপন

মানব কল্যাণ ট্রাস্টের সাথে যোগাযোগ ও ঠিকানা

মোবাইলের মাধ্যমে যোগাযোগ: 01799 833403 । ঠিকানা : সিংগা, পাবনা, বাংলাদেশ। নিচে গুগল ম্যাপ লোকেশন সংযুক্ত করা হল।

মানব কল্যাণ ট্রাস্টের পরিচালকের বানী

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button