যারা প্রতিবন্ধী ভাতা পায় তারা কি প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি নিতে পারবে

প্রিয় প্রতিবন্ধী ভাই বোন বন্ধুগণ, প্রতিবন্ধী বিডি ডট কম এর পক্ষ থেকে একরাশ ভালবাসা গ্রহণ করবেন। আজকে আমরা আলোচনা করব যারা প্রতিবন্ধী ভাতা পায় তারা কি প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি নিতে পারবে এই টপিকে। আমাদের মাঝে এমন অনেক মানুষ আছেন যারা প্রতিবন্ধী ভাতার সাথে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তিও নিতে চান। কয়েকদিন আগে একজন ভাই আমাকে ফেইসবুকে ম্যাসেজ করে এই বিষয়ে জানতে চাইলেন। তাকে উত্তর দেবার পর আমার মনে হল এই বিষয়ে তো অনেক মানুষই জানতে চায় তাদের জন্য প্রতিবন্ধী বিডি ডট কম এ একটি পোস্ট লেখা জরুরি। তাই আর দেরি না করে পোস্টটি লেখার জন্য বসে গেলাম। আপনারাও লেখাটি মন দিয়ে পড়বেন।

যারা প্রতিবন্ধী ভাতা পায় তারা কি প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি নিতে পারবে

বাংলাদেশ সরকার অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিবন্ধী ভাতা প্রদান করে, প্রতি মাসে ৮৫০ টাকা হারে এই ভাতা প্রদান করা হয়। কিছু প্রতিবন্ধী ভাই বোন আছেন যারা প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি একসাথে পেতে চান, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তিকে অনেকে শিক্ষা ভাতাও বলেন, অনেকেই জানতে চান প্রতিবন্ধী ভাতা আর প্রতিবন্ধী উপবৃত্তি একসাথে নেয়া যাবে কি না। তাদের জন্য বলছি প্রতিবন্ধী স্মার্ট কার্ড চালু হবার আগে কিছু অসাধু প্রতিবন্ধী ব্যক্তি, সমাজসেবার কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীর যোগসাজসে প্রতিবন্ধী ভাতা এবং উপবৃত্তি একসাথে নিয়েছেন।

প্রতিবন্ধী স্মার্ট কার্ড চালু হবার পর এই সুযোগ আর নেই কারণ আপনি ভাতার জন্য আবেদন করেন কিংবা উপবৃত্তির জন্য, আপনাকে আপনার প্রতিবন্ধী কার্ড অবশ্যই জমা দিতে হবে । বর্তমানে প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির আবেদন সিস্টেম আধুনিকায়ন করা হয়েছে। আবেদন করার সময় আবেদনকারীর প্রতিবন্ধী কার্ডের নম্বর প্রদান করতে হয়, তাই এক প্রতিবন্ধী কার্ড ব্যবহার করে একসাথে প্রতিবন্ধী ভাতা ও প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন করা যায় না।

এরপরও কিছু মানুষ অভিনব কায়দায় প্রতারণা করছেন, একই ব্যক্তি আলাদা আলাদ ঠিকানায় ব্যবহার করে দুইটি জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্র তৈরী করে দুইটি প্রতিবন্ধী কার্ড করছেন। সেই প্রতিবন্ধী কার্ড ব্যবহার করে একাধীক ভাতা কিংবা শিক্ষা উপবৃত্তি গ্রহণ করছেন। এমন অপরাধমুলক কাজ করা মোটেই উচিত নয় এধরণের কার্যক্রম থেকে আমাদের সকলকে বিরত থাকা উচিত।

কিছু কিছু প্রতিবন্ধী আবার অরেক পদ্ধতিতে প্রতারণা করছেন, তারা দুইটি প্রতিবন্ধী কার্ড করছেন, একটিতে কোন এক ইউনিয়-এর ঠিকানা ব্যবহার করছেন, আরেকটিতে পৌড়সভার কোন ওয়ার্ডের ঠিকানা ব্যবহার করছেন। ইউনিয়ন এর ঠিকানা দিয়ে করা প্রতিবন্ধী কার্ড দিয়ে উপজেলা সমাজসেবা অধিদপ্তর থেকে ভাতা কিংবা উপবৃত্তি গ্রহণ করছেন, পৌরসভার ঠিকানা দিয়ে করা প্রতিবন্ধী কার্ড ব্যবহার করে শহর সমাজসেবা অধিদপ্তর থেকে প্রতিবন্ধী ভাতা কিংবা উপবৃত্তি গ্রহণ করছেন। সর্বপরি আমরা এটাই বলতে চাই আপনার এ ধরণের কার্যক্রম আরেকজন প্রতিবন্ধীকে ভাতা কিংবা শিক্ষা উপবৃত্তি থেকে বঞ্চিত করছে। এসকল অসাধু কার্যক্রম থেকে বিরত থাকার জন্য বিশেষ ভাবে অনুরেধ করছি।

প্রিয় প্রতিবন্ধী ভাই বোন বন্ধুগণ, আমরা এই লেখাটি পড়ে আপনার কেমন লাগল তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা আর কোন বিষয়ে জানতে চান তাও কমেন্ট করে জানাতে পারেন। প্রতিবন্ধী বিডি ডট কম আমাদের সকলের ওয়েবসাইট তাই আপনার পরিচিত প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে প্রতিবন্ধী বিডি ডট কম ওয়েবসাইটের কথা আলোচনা করুন। সবাই ভাল থাকবেন সুস্থ্য থাকবেন এবং নিয়মিত ভিজিট করবেন প্রতিবন্ধী বিডি ডট কম, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

Leave a Comment

x