প্রতিবন্ধী ভাতা কবে দিবে ২০২৪ প্রতিবন্ধী ভাতার টাকা কবে দিবে ২০২৪

প্রিয় পাঠক প্রতিবন্ধী বিডি ডট কম এর পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা গ্রহণ করবেন। আজকের আলোচনার টপিক প্রতিবন্ধী ভাতা কবে দিবে ২০২৪। আমরা সকলে জানি যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধিনস্থ সমাজসেবা অধিদপ্তর অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা প্রদান করে থাকে। প্রতি মাসে ৮৫০ টাকা হরে এই ভাতা প্রদান করা হয়।

প্রতি তিন মাস পর পর সর্বমোট চারটি কিস্তিতে ভাতা ভোগিদের এই অর্থ প্রদান করা হয়, ২০২৩-২০২৪ অর্থবছরের ৩য় কিস্তি কবে দিবে সে সম্পর্কে আমরা একটি পোস্ট করেছিলাম, পোস্টে ভাতা প্রদানের যে সময়সিমা আমরা উল্যেখ করেছিলাম সে সময়ের মধ্যেই সকলকে ভাতার টাকা প্রদান করা হয়েছে এজন্য আমরা আনন্দিত।

যাই হোক আমরা মুল আলোচনায় ফিরে আসি, ২০২৩-২০২৪ অর্থ বছরের ৪র্থ কিস্তির ভাতার টাকা কবে দিবে সে সম্পর্কে আলোকপাত করা যাক। ২০২৩-২০২৪ অর্থ বছরের ৪র্থ কিস্তির ভাতা ২০২৩-২০২৪ অর্থবছরেরর ভাতার শেষ কিস্তিও বটে। আগামী জুলাই মাস থেকে নতুন অর্থ বছর শুরু হবে, প্রতিবন্ধী মানুষদের প্রাণের দাবি, প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি করা হোক। বর্তমান বাজার মুল্য বিবেচনায় মাসে ৮৫০ টাকা কিছুই না। এই পোস্টের মাধ্যমে সরকারের কাছে আমরা আকুল অনুরোধ জানাই। আগামী ২০২৪-২০২৫ অর্থ বছরে যে প্রতিবন্ধী ভাতার টাকার পরিমাণ বৃদ্ধি করা হয়।

প্রতিবন্ধী ভাতা কি

প্রতিবন্ধী ভাতা হল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত টাকা, যা অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে মোবাইল ব্যংকিং সার্ভিসের মাধ্যমে বিতরণ করা হয়। একজন প্রতিবন্ধী ভাতার সুবিধাভোগি ব্যক্তি ২০২৩-২০২৪ অর্থ বছরে মাসিক ৮৫০ টাকা হারে প্রতিবন্ধী ভাতা পেয়েছেন।

প্রতিবন্ধী ভাতা করা পায়,

প্রতিবন্ধী ভাতা মাসে কত টাকা করে দেয়

অতকিছু বলার পরেও অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন, প্রতিবন্ধী ভাতা মাসে কত টাকা করে দেয়। তাদের জন্য বলছি, প্রতিবন্ধী ভাতার পরিমাণ সব সময় এক রকম ছিল না, ২০০৫-২০০৬ অর্থ বছরে প্রতিবন্ধী ভাতার পরিমাণ ছিল মাসিক ২০০/- টাকা, ২০০৬-২০০৭ অর্থ বছরে মাসিক প্রতিবন্ধী ভাতার পরিমাণ ছিল ২০০/- টাকা। এভাবেই আস্তে আস্তে বড়তে বাড়তে ২০২৩-২০২৪ অর্থ বছরে প্রতিবন্ধী ভাতার পরিমাণ মাসিক ৮৫০ টাকা পর্যন্ত পৌছায়।

প্রতিবন্ধী ভাতার তালিকা

অনেক প্রতিবন্ধী ভাই বোন প্রতিবন্ধী ভাতার তারিকা পেতে চান। তাদের জন্য বলছি প্রতিবন্ধী ভাতার তালিকা পাওয়াটা কঠিন কিছ‚ নয়। বাংলাদেশ সরকারের তথ্য বাতায়নের প্রবেশ করে নিজের ইউনিয়ন/পৌড়সভা/সিটি কর্পরেশন, নির্বাচন করলেই সেখানে প্রতিবন্ধী ভাতার তালিকা দেখার অপশন পাওয়া যাবে, আপনি চাইলে সেখান থেকে প্রতিবন্ধী ভাতার তালিকা সংগ্রহ করতে পারবেন। কিংবা সমাজসেবা অধিদপ্তরে গিয়েও প্রতিবন্ধী ভাতার তালিকা পাওয়া যেতে পারে।

প্রতিবন্ধী ভাতার মোবাইল নাম্বর হারিয়ে গেলে বা বন্ধ হয়ে গেলে কি করবেন

আমাদের অনেকেরই যে মোবাইল নম্বরে প্রতিবন্ধী ভাতার টাকা সে সেই নম্বরটি কোন কারণ বসত হারিয়ে যেতে পারে। কিংবা বন্ধ হয়ে যেতে পারে, এমত পরিস্থিতি উক্ত প্রতিবন্ধী ব্যক্তি কি করবেন তা বুঝতে পারেন না। আপনাদের অতি আনন্দের সাথে জানাচ্ছি যে এই ব্যাপার নিয়ে মোটেও চিন্তার কিছ‚ নেই।

অতি সহজে এই সমস্যার সমাধান করা যায়। এজন্য ভাতা ভোগির ভাতার কার্ডটি নিয়ে আপনার শহর/উপজেলা সমাজসেবা অধিদপ্তরে গিয়ে সমাজসেবা অফিসারকে আপনার সমস্যাটি জানালে তিনি প্রতিবন্ধী ভাতার মোবাইল নম্বর পরিবর্তন করে দেবে। তখন আপনার দেয়া নতুন নাম্বারে প্রতিবন্ধী ভাতার টাকা আসবে, কোন সমস্যা হবে না।

প্রতিবন্ধী ভাতা কবে দিবে ২০২৪ Protibondhi vata kobe dibe 2024

আমরা যারা প্রতিবন্ধী ভাতা পাই তাদের একটি কমন প্রশ্ন প্রতিবন্ধী ভাতা কবে দিবে, কিংবা প্রতিবন্ধী ভাতার টাকা কত তারিখে দেয়া হয়। প্রতিবন্ধী ভাতা ২০২৩-২০২৪ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। সাধারণত প্রতিবন্ধী ভাতার টাকা তিন মাস পর ৪র্থ মাস চলমান থাকে এমন অবস্থাই প্রদান করা হয়, যেমন জানুয়ারি থেকে মার্চ এই তিন মাসের ভাতার টাকা একটি কিস্তিতে প্রদান করা হয়।

সেক্ষেত্রে জানুয়ারি থেকে মার্চ এই তিন মাসের প্রতিবন্ধী ভাতার টাকা এপ্রিল মাসে প্রদান করা হয়। সে সুত্র মোতাবেক এপ্রিল থেকে জুন, এই তিন মাসের প্রতিবন্ধী ভাতার টাকা জুলাই মাসে প্রদান করার কথা। কিন্তু এবার এমনটা হবে না, কারণ সামনে ঈদ-উল আযহা, বছরে দুই বার ভাতা প্রদানের নিয়মে একটি পরিবর্তন আসে, আর তা হল দুই ঈদে।

ঈদ যদি ভাতা প্রদান কোয়াটারের মধ্যে চলে আসে তবে চলতি কোয়াটারেই ভাতার টাকা প্রদান করা হয়, যেমন মনে করা যাক মার্চ মাসে ঈদ-উল ফিতর হবে তখন জানুয়ায়ি থেকে মার্চ এই তিন মাসের টাকা মার্চ মাসেই প্রদান করা হয়। তার-ই ধারাবাহিকতায় বিগত ১ এপ্রিল ২০২৪ তারিখে সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা একটি নোটিশ প্রকাশ করেছে। যেখানে সকল ভাতাভোগিদের তথ্য আগামী ৬ মে ২০২৪ তারিখের মধ্যে ভাতা প্রদান কর্তৃপক্ষেকে সরবহার করার নির্দেশনা দেয়া হয়েছে। শহর/উপজেলা সমাজসেবা অধিদপ্তরগুলোকে এই নির্দেশনা প্রদান করা হয়।

প্রতিবন্ধী ভাতার টাকা কত তারিখের মধ্যে পাওয়া যাবে সে সম্পর্কে আমরা সমাজসেবা অধিদপ্তরের একজন উর্ধতন কর্মকর্তার কাছে জানতে চেয়েছিলাম। তিনি নাম প্রকাশ না করার শর্তে আমাদের বলেন “আগামী ঈদ-উল আযহার এক দিন আগে, এই সময়ের মধ্যেই সকল ভাতা ভোগিকে তাদের প্রাপ্য ভাতার টাকা প্রদান করা হবে”। প্রিয় পাঠক উপরক্ত সকল তথ্যাদি এবং এই কর্মকর্তার ব্যক্তব্য বিশ্লেষন করলে আমরা বুঝতে পারি, পবিত্র ঈদ-উল আযহার এক দিন আগে হলেও সকল ভাতাভোগি তাদের প্রাপ্য ভাতার টাকা বুঝে পাবেন।

আমরা ওই কর্মকর্তার কাছে ভাতা প্রদানের তারিখ জানতে চাইলে তিনি বলেন “ভাতা কবে দেয়া হবে তার তারিখ বলা খুব কঠিন। কারণ মোবাইল ব্যংকিং সার্ভিসের মাধ্যমে শতভাগ সঠিক পে রোলে ভাতা প্রদান করা অনেক চ্যালেঞ্জিং কাজ। তাই দিন তারিখ করে বলা কঠিন। তবে জুন মাসের প্রথম ১০ দিনের মধ্যেই সকলে ভাতার টাকা পেয়ে যাবে”। নোটিশটি নিচে দেয়া হল আপনারা চাইলে পড়ে দেখতে পারেন।

সকল ভাতার পে রোল প্রদান সংক্রান্ত নোটিস
সমাজসেবা অধিদপ্তর থেকে সংগ্রহিত

প্রিয় পাঠক, আজ তাহলে এ পর্যন্ত-ই, সকলের সু-স্বস্থ্য কামণা করে আজকের মত বিদায় নিচ্ছি। আপনার যে কোন সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি কি বিষয়ে জানতে চান তা উল্লেখ্য করেও কমেন্ট করতে পারেন, আরেকটি কথা এই ওয়েবসাইটটি যেহেতু একটি প্রতিবন্ধী ওয়েবসাইট তাই প্রতিবন্ধীদের প্রয়জনীয় অনেক তথ্য এখানে প্রকাশ করা হয়। আপনার পরিচিত প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে এই ওয়েবসাইটটি অবশ্যই শেয়ার করবেন। এই লেখাটি পড়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মত বিদায় নিচ্ছি সবাই ভাল থাকবেন।

Visited 6,359 times, 2 visit(s) today

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *