প্রিয় প্রতিবন্ধী ভাই বোন বন্ধুগণ, আজ প্রতিবন্ধী ওয়েবসাইট টপিকে আলোচনা করা হবে, আমরা যারা প্রতিবন্ধী ব্যক্তি আছি, আমরা অনেকেই প্রতিবন্ধী ওয়েবসাইট সম্পর্কে জানতে চাই। আজ এমন-ই একটি প্রতিবন্ধী ওয়েবসাইট নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করা হবে। যেখানে প্রতিবন্ধীতা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি পাওয়া যাবে।
প্রতিবন্ধী ওয়েবসাইট protibondhi website
প্রতিবন্ধী বিডি ডট কম বাংলাদেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীর তথ্যপ্রাপ্তি নিশ্চিতে কর্মরত একটি ওযেবসাইট। এই ওয়েবসাইটে শিক্ষা, চাকরি, চিকিৎসা, ভাতা, অনুদান, উপবৃত্তি, সহায়ক উপরকণ, পুর্ণবাসনকেন্দ্র, প্রতিবন্ধী সম্পর্কিত সংবাদ সহ আরও অনেক কিছু পাওয়া যাবে। বাংলাদেশে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে ভাল মানের এমন কোন ওয়েবসাইট আমার জানা নেই। প্রতিবন্ধী বিডি ডট কম-এ সমসাময়িক সকল প্রতিবন্ধীতা সম্পর্কিত তথ্যাদি পাওয়া যায়। তাই সকল প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিবন্ধী বিডি ডট কম নিয়মিত ভিজিট করা উচিৎ।
প্রতিবন্ধী এ্যপ
প্রতিবন্ধী বিডি ডট কম এর একটি অ্যন্ড্রয়েড এ্যপও আছে এ্যাপের নাম “প্রতিবন্ধী” এই এ্যপটি আপনার মোবাইলে ইনিস্টল করলে প্রতিবন্ধী বিডি ডট কম এ প্রকাশিত সকল তথ্যাদি আপনার মোবাইলের মাধ্যমে পেয়ে যাবেন। উক্ত এ্যন্ড্রয়েট এ্যপটি এখান থেকে ডাউনলোড করতে নিতে পারেন।
প্রতিবন্ধী বিডি ডট কম ইউটিউব চ্যানেল এবং ফেইসবুক পেইজও আছে, প্রতিবন্ধীদের প্রয়োজনীয় অনেক তথ্য উক্ত প্লাটফর্মে পাওয়া যায়। তাই প্রতিবন্ধী ভাই বোনদের বলছি আপনারা উক্ত ইউটিউব চ্যানেল স্বাবসক্রাইব এবং ফেইসবুক পেইজে ফলো করবেন। প্রতিবন্ধীতা সম্পকৃত লেটেন্ট আপডেট জানতে এখনই ডাউনলোড করুন প্রতিবন্ধী এ্যন্ড্রয়েড এ্যপ।
প্রিয় প্রতিবন্ধী ভাই বোন বন্ধুগণ, আশা করছি আমার এই লেখাটি পড়ে আপনার ভাল লেগেছে, আপনার যে কোন সুচিন্তিত মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাল থাকবেন সুস্থ্য থাকবেন এবং নিয়মিাত ভিজিট করবেন প্রতিবন্ধী বিডি ডট কম, সবাইকে আরাও অনেক অনেক ধন্যবাদ।

প্রতিবন্ধী বিডি একটি সেবামূলক ওয়েবসাইট যেখানে বাংলাদেশের প্রতিবন্ধী শ্রেনীর নাগরিকদের প্রদানকৃত ভাতা ও অন্যান্য সেবা সমূহ নিয়ে তথ্য প্রদান করে থাকে। এছাড়াও সরকার দ্বারা প্রদানকৃত অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা নিয়েও জানানো হয়ে থাকে। তবে এটা কোনো সরকারি ওয়েবসাইট নয়।