অন্যান্য

শারীরিক প্রতিবন্ধীদের কর্মসংস্থান শারীরিক প্রতিবন্ধীদের ব্যবসার আইডিয়া

protibondhider babsar Idea

প্রিয় প্রতিবন্ধী বন্ধুগণ, প্রতিবন্ধী বিডি ডট কম ওয়েবসাইটের পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা গ্রহণ করবেন। আজ আমরা শারীরিক প্রতিবন্ধীদের কর্মসংস্থান শারীরিক প্রতিবন্ধীদের ব্যবসার আইডিয়া টপিকে আলোচনা করব। বর্তমান চাকরির বাজারে সাধারণ মানুষদের জন্যই চাকরি পাওয়া অত্যান্ত কঠিন, সে ক্ষেত্রে একজন প্রতিবন্ধী ব্যক্তির চাকরি পাওয়া খুবই কঠিন। আমাদের উচিত আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা নিজে করা। সে কি ভাবে? হ্যাঁ সে বিষয়েই আজ কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব। আমাদের দেশে অনেক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি আছেন যারা কাজ না করে ভিক্ষাবৃত্তি করাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন, ভিক্ষাবৃত্তিতে কোন পুজি বিনিয়োগ করতে হয় না, ব্যবসায় লস হবার কোন আশংখা নেই।

বিজ্ঞাপন

তবে বর্তমানে প্রতিবন্ধী ব্যক্তিদের মঝে শিক্ষার প্রসারের ফলে শিক্ষিত প্রতিবন্ধী ব্যক্তিগণ ভিক্ষা করতে চান না, তারা চান চাকরি কিংবা ব্যবসা করতে। যে সকল শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি পরিশ্রম করার ইচ্ছা পোষন করেন তাদের জন্য আজ একটি অল্প পুজির ব্যবসার কথা বলব। একটু পরিশ্রম করতে পারলে এই ব্যবসা থেকে ভাল পরিমাণ টাকা উপার্জন করা সম্ভব। ব্যবসাটি হল বই বিক্রি করা। দাড়ান ভাই আগেই চলে যাইয়েন না, আপনি হয়ত ভাবছেন বই তো এখন মানুষ পড়ে না তাহলে বই কে কিনবে?, হ্যাঁ আপনার সকল প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব সম্পুর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাদের অনুরোধ করছি, সম্পুর্ণ পোস্টটি পড়বেন।

শারীরিক প্রতিবন্ধীদের ব্যবসার আইডিয়া protibondhider babsar Idea

আমরা ছোট বেলায় ৫ টাকা দিয়ে ছোট গল্পের বই কিনে পড়তাম, যেমন ঠাকুমার ঝুলি, ভ‚তের গল্প, ধাধা, গজলের বই, কবিতার বই, নামায় শিক্ষা ইত্যাদি। এই বইগুলি এখন পাইকারি ৩.৫০/- টাকায় পাওয়া যায় আপনি যদি এ ধরণের অল্প দামের বই পাইকারি কেনেন এবং আপনার এলাকার বাজারে, প্রাইমারি স্কুলের সামনে গিয়ে বিক্রি করেন তবে দিন শেষে ভাল পরিমাণ টাকা আয় করতে পারবেন। আপনি যদি বই হাতে নিয়ে বাজারের কোন দোকানে গিয়ে বলেন ভাই আমি একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি আমার কাছে কিছু বই আছে প্রতিটি বইয়ের মুল্য ১০ টাকা আপনি একটি বই ক্রয় করে আমাকে সহযোগিতা করবেন। একথা বলার পর দেখবেন অনেক মানুষ আপনার কাছ থেকে বই কিনবে।

বিজ্ঞাপন

আপনার প্রশংসা করবে, বলবে আপনি একজন ভাল মানুষ অন্য প্রতিবন্ধী ব্যক্তিরা যেখানে ভিক্ষা করে সেখানে আপনি পরিশ্রম করছেন। এভাবে সারে তিন টাকার বই দশ টাকা বা বিশ টাকা দামে বিক্রি করলে ১০০ টি বই বিক্রি করতে পারলে বেশ ভাল পরিমাণ টাকা বৈধ পথে উপার্জন করতে পারবেন। প্রশ্ন আসতে পারে প্রতিদিন কি ১০০ টি বই বিক্রি হবে? জি হবে একটি বড় বাজারে অনেক দোকান থাকে সেখানে ১০০ টি বই বিক্রি হওয়া কোন ব্যাপার নয়। এছাড়া বিভিন্য প্রাইমারি এবং কিন্টারগার্ডেন স্কুলে বিক্রি করতে পারলে প্রতিদিন ১৫০ থেকে ২০০ টি বই খুব সহজে বিক্রি করতে পারবেন।

এছাড়া আপনি চাইলে ট্রেনে হকারি করেও বই বিক্রি করতে পারেন ট্রেনে প্রচুর ক্রেতা পাওয়া যায়, আপনার নিকটস্থ ট্রেন স্টেশন থেকে একটি ট্রেনে উঠবেন সেই ট্রেনটি যতদুর যায় আপনিও যাবেন এবং সেই ট্রেনেই ফিরে আসবেন, এত আপনাকে হয়ত সাত থেকে আট ঘন্টা কাজ করতে হতে পারে। ট্রেনে বই বিক্রি করলে প্রচুর টাকা উপার্জন করা সম্ভব। যে সকল শারীরিক প্রতিবন্ধীদের সমস্যা গুরুতর তারা তো আর এই কাজ করতে পারবেন না, যে সকল শারীরিক প্রতিবন্ধীদের শারীরিক সমস্য কম তারা এই ব্যবসাটি করতে পারেন।

বিজ্ঞাপন

বই কোথায় পাব?

এ ধরণের বই আপনার জেলা শহর কিংবা উপজেলা শহরের বইয়ের দোকানগুলতে খোজ করুন পেয়ে যাবেন, এসকল বইয়ের পাইকারি দাম ২০২৪ সালের হিসাবে সারে তিন টাকার বেশি না একটু দামাদামি করলে একটু কম দামেও পেতে পারেন।

প্রিয় পাঠক এই ছিল আজকের আলোচনা, আজকের ব্যবসার আইডিয়াটি আপনার কাছে কেমন লাগল অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনার কাছে শারীরিক প্রতিবন্ধীদের অন্য কোন ব্যবসার আইডিয়া থাকলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। ভাল থাকবেন সুস্থ্য থাকবেন এবং নিয়মিত ভিজিট করবেন প্রতিবন্ধী বিডি ডট কম।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button