প্রতিবন্ধীদের জন্য সাহায্য ৫ হাজার টাকা সহায়তা পাবে প্রতিবন্ধীরা

প্রতিবন্ধীদের জন্য সাহায্য দেবে প্রতিবন্ধী মুক্তি সংস্থা। অসহায় প্রতিবন্ধীদের আর্থীক অনুদান প্রকল্পের অধিনে আবেদনকারীদের ৫ হাজার টাকা হারে এককালীন সহায়তা প্রদান করা হবে। অসুস্থ্য প্রতিবন্ধীদের চিকিৎসার জন্য এই অর্থ প্রদান করা হবে, তাছাড়া যে সকল গরীব বেধাবী প্রতিবন্ধী শিক্ষার্থী টাকার অভাবে লেখাপড়া করতে পারছেন না তাঁরাও এই অনুদানের আওতাভুক্ত হবেন।

প্রতিবন্ধী আর্থীক সাহায্য ২০২৪

প্রতিবন্ধীদের আর্থীক সহায়তা দেবে প্রতিবন্ধী মুক্তি সংস্থা,বিশ্ব সাস্থ্য সংস্থার মতে বাংলাদেশের মোট জনসংক্ষার ১০ শতাংশ মানুষ কোন না কোন ভাবে প্রতিবন্ধীতার শিকার। প্রতিবন্ধী জনগোষ্ঠীর সিংহভাগ-ই দরিদ্র কিংবা অতি দরিদ্র, এই বিরাট জনসংক্ষার উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই সরকারের পাশাপাশি বেসরকারি অনেক সংস্থা প্রতিবন্ধীদের উন্নয়নে বিভিন্য প্রকল্প গ্রহণ ও ব্যাস্তবায়ন করে আসছে।

প্রতিবন্ধী মুক্তি সংস্থা কি?
প্রতিবন্ধী মুক্তি সংস্থা হল একটি সেচ্ছাসেবী বেসরকারী প্রতিষ্ঠান (এনজিও) এই প্রতিষ্ঠান অসহায় সুবিধা বঞ্চিত প্রতিবন্ধীদের মানবিক এবং আর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই প্রতিষ্ঠান গরীব মেধাবী প্রতিবন্ধী শিক্ষার্থীদের সু-শিক্ষা নিশ্চিতে তাঁদের বিভিন্য অংকের আর্থীক সহায়তা প্রদান করে, তাছাড়া শিক্ষা উপকরণ যেমন বই, খাতা, কলম, গাইড বই বিনামুল্যে সরবরাহ করে।

অসহায় গরীব অসুস্থ্য প্রতিবন্ধীদের চিকিৎসা সেবা নিশ্চিতে নগদ আর্থ সহায়তার পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে থাকে। কর্মহীন ও স্বজনহীন প্রতিবন্ধীদের পুনর্বাসনের লক্ষ্যে অসহায় প্রতিবন্ধীদের বিনামুল্যে থাকা খাওয়ার ব্যবস্থা করে থাকে।

প্রতিবন্ধী মুক্তি সংস্থার প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ি ২০১২ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ৩,৫৯৮ জন উপকারভোগীকে নগদ আর্থীক সহায়তা প্রদান করা হয়েছে, এবং ১,৪২৫ জন উপকারভোগীকে বিভিন্য সহায়ক উপকরণ প্রদান করেছে। ৫১২ জনকে বিভিন্য ধরণের সহায়ক উপকরণ প্রদান করেছে উক্ত সংস্থাটি।

স্থানিয় উৎস থেকে সংগ্রহীত অর্থ দিয়ে এসকল কার্যক্রম পরিচালনা করে প্রতিবন্ধী মুক্তি সংস্থা। তবে যাকাত ফিতরার অর্থও গ্রহণ করে উক্ত সংস্থাটি, সমাজের বিত্তশালীদের নিকটে প্রকাশিত প্রতিবেদনে আর্র্থীক সহায়তা চেয়েছে প্রতিবন্ধী মুক্তি সংস্থা।

কারা অনুদন পাবেন?
যে সকল প্রতিবন্ধী ব্যক্তির মাসিক আয় ১০,০০০ হাজার টাকার কম এবং কমপক্ষে ৬ মাস যাবত চিকিৎসা গ্রহণ করছেন তাঁরা এই অনুদানের জন্য আবেদন করতে পারবেন। তাছাড়া যে সকল প্রতিবন্ধী শিক্ষার্থী লেখাপড়া করছেন এবং তাঁদের পরিবারের প্রধান (পিতা) -এর মাসিক আয় ১২,০০০ হাজার টাকা বা তার কম সে সকল শিক্ষার্থীগণ এই অনুদানের জন্য আবেদন করতে পারবেন।

আবেদন করতে কি কি কাগজপত্রের প্রয়জন হবে?
এই অনুদান পাবার জন্য আবেদন করতে আবেদনকারীকে কোন কাগজপত্রই দিতে হবে না শুধু মাত্র আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদের নম্বর, শহর/উপজেলা সমাজসো অধিদপ্তর কর্তৃক প্রদপ্ত সুবর্ণ নাগরিক কার্ডের নম্বর প্রদান করতে হবে। এছাড়া আবেদনকারীর নাম,পিতার নাম,মাতার নাম,পেশা,শিক্ষাগত যোগ্যতা,স্কুল কলেজের নাম,পুর্ণ ঠিকানা ও মোবাইল নম্বর প্রদান করতে হবে।

প্রতিবন্ধী অনুদান পাবার জন্য আবেদন করার পর সকল আবেদন যাচাই বাছাই করে উপযুক্ত আবেদনকারীদের মোবাইল ব্যংকিং সার্ভিস বিকাশের মাধ্যমে অনুদানের অর্থ প্রদান করা হবে। এজন্য আবেদনকারীদের তাঁদের নিজ নিজ বিকাশ নম্বর প্রদান করতে হবে।

আবেদন করার নির্দেশনা:
আবেদন পোর্টালে প্রবেশ করার পর একটি ইন্টারফেইস ওপেন হবে, প্রতিটি তথ্যের জন্য আলাদা আলাদা ঘর আছে যেমন ঘরের উপর লেখা আছে আবেদনকারীর নাম, এই ঘরে আবেদনকারী তাঁর নিজের নাম লিখবেন।

তারপর পিতার নাম লেখার জন্য নির্ধারিত ঘরে আবেদনকারী তাঁর নিজ পিতার নাম লিখবেন। মাতার নাম লেখার স্থানে আবেদনকারীর মাতার নাম লিখতে হবে। ঠিকানা লেখার জন্য নির্ধারিত স্থানে আবেদনকারীর সম্পুর্ণ ঠিকানা লিখতে হবে। শিক্ষাগত যোগ্যতা লেখার স্থানে আবেদনকারী কোন ক্রাস পর্যন্ত লেখাপড়া করেছেন সেই তথ্য লিখবেন।

এ ভাবেই চাহিত তথ্যের জন্য নির্ধারিত স্থানে সঠিক তথ্য প্রদান করতে হবে, কোন অবস্থাতেই ভুল তথ্য দেয়া যাবে না। ভুল তথ্য দিলে আবেদন কোন ভাবেই গৃহিত হবে না।

কোন কোন জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন?
এই প্রতিবন্ধী সহযোগীতার জন্য সারা বাংলাদেশের সকল জেলা থেকেই প্রতিবন্ধী ব্যক্তিগণ আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে। ও বাংলাদেশের স্থায়ি বাসিন্দা হতে হবে।

আবেদন শুরু ও শেয়ের তারিখ:
আবেদন শুরু হবে আগামী ২৩-০৪-২০২৪ ইং তারিখে, এবং আবেদন শেষ হবে আগামী ২৯ মে ২০২৪ তারিখে।

আবেদন করার নিয়ম:
প্রতিবন্ধী সাহায্য পেতে এই ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত সময়ের মধ্যেই নির্ধারিত নিয়ম অনুসরণ করে আবেদন সাবমিট করতে হবে। অনলাইন ব্যাতিত অন্য কোন ভাবে আবেদন গৃহীত হবে না।

প্রিয় প্রতিবন্ধী ভাই, বোন বন্ধুগণ, আপনি যদি সত্যই অভাবি হয়ে থাকেন তবেই কেবলমাত্র এই প্রতিবন্ধী অনুদানের জন্য আবেদন করবেন। আপনি যদি অভাবি না হন তাহলে নিজে আবেদন না করে অন্যকে আবেদন করার সুযোগ দিন। প্রিয় পাঠক/পাঠিকা আজ তাহলে এই পর্যন্তই সকলে ভাল থাকবেন, সুস্থ্য থাকবেন এবং নিয়মিত ভিজিট করবেন প্রতিবন্ধী বিডি ডট কম ওয়েবসাইট।

Visited 633 times, 1 visit(s) today

Similar Posts

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *