প্রতিবন্ধীদের কর্মসংস্থান

প্রিয় প্রতিবন্ধী ভাই বোন বন্ধুগণ, প্রতিবন্ধী বিডি ডট কম এর পক্ষ থেকে একরাশ ভালবাসা গ্রহণ করবেন। আজকের আলোচনার বিষয় প্রতিবন্ধীদের কর্মসংস্থান। বাংলাদেশ আয়তনে ছোট হলেও দেশের জনসংখ্যা তুলনামুলক ভাবে অনেক বেশি। তাই সাধারণ ব্যক্তিদেরই চাকরি যোগার করতে অনেক সমস্যার সম্মুখিণ হতে হয়।

আর একজন প্রতিবন্ধী ব্যক্তির জন্য চাকরি পাওয়াটা অনেক অনেক কঠিন। তাই আমাদের চাকরির আশায় বসে না থেকে নিজেই কিছু করা দরকার। আমরা ঘরে বসে কি করতে পারি কিভাবে আমরা নিজেরাই নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারি তা নিয়ে আলোচনা করার চেষ্টা করব।

প্রতিবন্ধীদের কর্মসংস্থান

হাঁস মুরগি পালন এর মাধ্যমে প্রতিবন্ধীদের কর্মসংস্থান।

বাংলাদেশ যেতেহতু গ্রাম প্রধান দেশ তাই এ দেশের বেশিরভাগ মানুষ-ই গ্রামে বাস করে। গ্রামে বাস করার ফলে আমাদের বাড়ীর আঙ্গিনায় বেশ খানিকটা ফাকা জায়গা অবসিষ্ট থাকে আর এই সুবিধাটি কাজে লাগিয়ে আমরা প্রতিবন্ধীদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারি। এই ফাকা জায়গায় আমরা ছোট একটি ঘর বানিয়ে সেই ঘরে হাঁস মুরগি লালন পালন করতে পারি।

প্রতিবন্ধীদের সরকার এবং এনজিও থেকে খুদ্র ঋণ দেয়া হয়। এই ঋণ সুবিধা আমরা আমাদের কাজের মুলধন হিসেবে ব্যবহার করতে পারি। সমাজসেবা অধিদপ্তর অসচ্ছল প্রতিবন্ধীদের ঋণ সুবিধা প্রদান করে আমরা চাইলে এই ঋণ সুবিধাটি গ্রহণ করতে পারি। উল্লেখ্য যে সমাজসেবা অধিদপ্তর সম্পুর্ণ বিনা সুদে ৫ শতাংশ সার্ভিস চার্জে ২০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুবিধা প্রদান করে।

মুদির দোকান এর মাধ্যমে প্রতিবন্ধীদের কর্মসংস্থান।

শারীরিক এবং দৃষ্টি প্রতিবন্ধীদের ক্ষেত্রে চলাচল করাটা একটি বড় সমস্যা। তাই শারীরিক ও দৃষ্ট্রি প্রতিবন্ধীগণ নিজ বাড়ীতে একটি মুদি দোকান করতে পারেন। ফলে কোথাও ছোটাছুটি না করে ঘরে বসেই নিজেই নিজের কর্মসংস্থান সৃষ্ট্রি করতে পারবেন। মুদি ব্যবসা শুরু করার জন্য খুব বেশি পুজির দরকার হয় না।

কোন মতে একটি ছোট খান দোকান বানিয়ে বসতে পারলে বিভিন্য কোম্পানি বাকিতে মাল দেয়। দোকানদার মাল বিক্রি করে টাকা পরিশোধ করতে পারে। এই সুযোগটিকে কাজে লাগিয়ে প্রতিবন্ধী ব্যক্তি নিজ কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে। এছাড়া বিভিন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান প্রতিবন্ধীদের স্বালমম্বি করে গরে তোলার জন্য ঋণ সুবিধা দিয়ে থাকে। প্রতিবন্ধীরা চাইলে সেই ঋণ সুবিধাও গ্রহন করতে পারে।

দর্জি বা টেইলারিং কাজ এর মাধ্যমে প্রতিবন্ধীদের কর্মসংস্থান।

শারীরিক প্রতিবন্ধীদের জন্য দর্জির কাজ করাটা খুবই সহজ একটি কাজ। তাই এই কাজের মাধ্যমে প্রতিবন্ধীদের কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। যে সকল শারীরিক প্রতিবন্ধী মহিলাদের দর্জির কাজ করার মত শারীরিক সক্ষমতা আছে তারা সমাজসেবা অধিদপ্তর কিংবা মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে দর্জি বিষয়ক প্রশিক্ষন গ্রহণ করে নিজের বাড়ীতে বসেই দর্জির করা করতে পারবেন।

সরকারি প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্য বেসরকারি প্রতিষ্ঠান প্রতিবন্ধীদের দর্জি বিষয়ক প্রশিক্ষন প্রদান করে আপনি চাই সে সকল প্রতিষ্ঠান থেকেও দর্জি প্রশিক্ষন গ্রহণ করতে পারেন। কোন কোন বেসরকারি প্রতিষ্ঠান দর্জি প্রশিক্ষন প্রদান করে সে সম্পর্কে আরেকটি পোস্ট করা হবে। এই পোস্টে সকল বিষয় আলোচনা করতে গেলে পোস্টটি অনেক বড় হয়ে যাবে।

ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে প্রতিবন্ধীদের কর্মসংস্থান।

বর্তমানে আমাদের মাঝে এমন মানুষ খুব কম-ই আছেন যার হাতে একটি স্মার্টফোন নেই। এই স্মার্ট ফোনটি ব্যবহার করেই ঘরে বসে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে প্রতিবন্ধীদের কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব এবং বেশ ভাল পরিমাণ অর্থ উপার্জন করা

সম্ভব। ডিজিটাল মার্কেটিং কি?
ডিজিটাল মার্কেটিং হল: সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেইসবুক, এক্স, ইনিস্ট্রাগ্রাম, ইত্যাদির মাধ্যমে পন্য বিক্রি করা।

মনে করা যাক আমার একটি ফেইসবুক পেইজ আছে ডিজিটাল মার্কেটিং সাপোর্ট করে এমন কোন প্রতিষ্ঠানের পণ্য আমি আমার পেজে শেয়ার করলাম। কোন ব্যক্তি যদি আমার পেইজ থেকে পন্যটি ক্রয় করে তবে আমি নির্ধারিত পরিমাণের করিশন পাব, এটাই মুলত ডিজিটাল মার্কেটিং। প্রিয় পাঠক এই পোস্টে ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত বিস্তরিত আলোচনা করে পোস্টি লম্বা করতে চাচ্ছি না। আনেকটি পোস্টের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত বিস্তারিত আলোচনা করা হবে।

গ্রাফিক্স ডিজাইন এর মাধ্যমে প্রতিবন্ধীদের কর্মসংস্থান।

ঘরে বসে টাকা উপার্জনের আনেকটি মাধ্যম হল গ্রাফিক্স ডিজাইন। এই মাধ্যম ব্যবহার করে প্রতিবন্ধী কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। গ্রাফিক্স ডিজাইন হল বিভিণ্য ধরনের লোগো, ছবি, বিজ্ঞাপন পোস্টার ইত্যাদি বানানো। আরো সহজ ভাষায় বলতে গেলে, মনে করা যাক আমি নির্বাচনে দাড়িয়েছি আমার আমার এলাকায় আমার নির্বাচনি প্রচারনামুলক পোস্টার দেখা যাবে। এই নির্বাচনি পোস্টারটি ডিজাইন করাটাই হল গ্রাফিক্স ডিজাইন। এছাড়াও ইন্টারনেট ভিত্তিক আরোও অনেক মাধ্যম আছে যে মাধ্যম থেকে অর্থ উপার্জন সম্ভব। পর্যাক্রমে সকল বিষয় নিচেই আলোচনা করা হবে।

প্রিয় প্রতিবন্ধীদের কর্মসংস্থান বিষয়ক এই পোস্টটি আপনার কেমন লাগল তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনি আর কোন কোন বিষয়ে জানতে চান তা কমেন্ট বক্সে অবশ্যই বলবেন। পাঠক আজ তাহলে এ পর্যন্তই সবাই ভাল থাকবেন সুস্থ্য থাকবেন এবং নিয়মিত ভিজিট করবেন প্রতিবন্ধী বিডি ডট কম। এটি যেহেতু প্রতিবন্ধী ওয়েবসাইট তাই এখানে প্রতিবন্ধীদের জন্য প্রয়জনীয় যাবতীয় তথ্যাদি প্রকাশ করা হয়। সবাইকে আবারও প্রাণঢালা শুভেচ্ছা জানিয়ে আজকের মত বিদায় নিচ্ছি, সকলকে অনেক অনেক ধন্যবাদ।

Visited 275 times, 1 visit(s) today

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *