প্রতিবন্ধীরা কি বিদেশে যেতে পারে

প্রিয় প্রতিবন্ধী ভাই বোন বন্ধুগণ, প্রতিবন্ধী বিডি ডট কম এর নতুন একটি পোস্টে আপনাকে স্বাগতম। আজকের আলোচনার টপিক, প্রতিবন্ধীরা কি বিদেশে যেতে পারে। প্রতিবন্ধী ব্যক্তিদের কমন একটি প্রশ্ন প্রতিবন্ধীরা কি অন্য দেশে যেতে পারে, আমরা আমাদের আশেপাশের অনেক ব্যক্তিকে বিদেশে যেতে দেখি, তারা বিদেশে গিয়ে কাজ করে দেশে টাকা পাঠায়। বর্তমানে দেশে কাজ করার চেয়ে বিদেশে কাজ করলে বেশি টাকা উপার্জন করা যায় ফলে অল্প দিন কাজ করলেই প্রবাসিরা অনেক টাকার মালিক হতে পারে। ফলে বিদেশে কাজের জন্য যাওয়াকে অনেকেই ইর্শার চোখে দেখেন।

কাজ ছাড়াও অনেক শিক্ষার্থীরা বিদেশে লেখাপড়া করতে যাচ্ছে, বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করে সেখানেই তারা সেটেল হয়ে যাচ্ছেন। এসকল সুযোগ সুবিধার জন্য প্রতিবন্ধী ব্যক্তিরাও বিদেশে কাজ কিংবা লেখাপড়ার জন্য যেতে চান, আজ আমরা আলোচনা করব প্রতিবন্ধীরা বিদেশে কাজ কিংবা লেখাপড়ার জন্য যেতে পারবে কি না।

প্রতিবন্ধীরা কি বিদেশে কাজের জন্য যেতে পারে

সত্য কথা বলতে গেলে বাংলাদেশ থেকে প্রতিবন্ধীদের উন্নত দেশে কাজের জন্য যাবার তেমন সুযোগ নেই। তবে আপনি যদি বাংলাদেশে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে এমন সংস্থার উচ্চ পদস্থ্য কেউ হন তবে আপনি বিদেশে উচ্চশিক্ষা, উন্নত প্রশিক্ষন, বিভিন্য কনফারেন্স এবং এনজিওতে চাকরি করারও সুযোগ পেতে পারেন। তবে সাধারণ প্রতিবন্ধীদের ক্ষেত্রে এমন সুযোগ খুবই বিরল।

প্রতিবন্ধী ব্যক্তি কি অন্য দেশে যেতে পারবে

হ্যাঁ প্রতিবন্ধী ব্যক্তিরা অবশ্যই অন্য দেশে যেতে পারবে, চিকিৎসা লেখাপড়া এমনকি ভ্রমণের জন্যও যেতে পারবে, তবে যাদের আর্থীক অবস্থা দুর্বল তাদের জন্য বিদেশে ঘুড়তে যাওয়াটা অনেক কঠিন।

প্রতিবন্ধীরা কিভাবে বিদেশে যেতে পারে

আপনি যদি একজন প্রতিবন্ধী হন এবং বিদেশে যেতে চান তবে, আপনাকে বাংলাদেশ প্রতিবন্ধীদের নিজে কাজ করতে হবে, একটি সংস্থ্যা করতে হবে যে সংস্থা প্রতিবন্ধীদের নিয়ে কাজ করবে। দির্ঘদিন যাবত কাজ করে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি অর্জন করতে হবে, আপনি যখন দেশে বিদেশে পরিচিত হবেন তখন উন্নত দেশ প্রশিক্ষন এমনকি সে দেশে চাকরি করার জন্যও যেতে পারবেন। তবে সাধারণ প্রতিবন্ধীদের জন্য বিদেশে কাজের জন্য যাওয়াটা খুবই কঠিন কারণ সকল দেশ তাদের প্রতিবন্ধী নাগরিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করার চিন্তা করে। এক দেশ অন্য দেশের প্রতিবন্ধীদের নিজ দেশে এনে চাকরি দেয়াতে খুব একটা আগ্রহী নয়।

প্রতিবন্ধীরা কি যুক্তরাজ্যে যেতে পারবে

হ্যাঁ উপরে বর্ণিত শর্ত সাপেক্ষে অবশ্যই যেতে পারবে, যুক্তরাজ্য বাংলাদেশের প্রতিবন্ধীদের জন্য দির্ঘদিন যাবত কাজ করছে, যুক্তরাজ্য ভিত্তিক “এ্যকশন অন ডিজাবলিটি এন্ড ডেজেলাপমেন্ট” (এডিডি) বাংলাদেশের প্রতিবন্ধীদের জন্য দুই দশকের বেশি সময় কাজ করছে, এডিডি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মোশারফ কমির দির্ঘদিন বাংলাদেশে কাজ করার পর বর্তমানে যুক্তরাজ্যে একটি দাতা প্রতিষ্ঠানে চাকরি করছেন, বর্তমানে তিনি যুক্তরাজ্যের স্থায়ি বাসিন্দা।

প্রতিবন্ধীরা কি লেখাপড়ার জন্য বিদেশে যেতে পারে

হ্যা পারে বিদেশের অনেক প্রতিষ্ঠান বিভিন্য বৃত্তি প্রদান করে থাকে সে সব বৃত্তির আওতায় মৃদ প্রতিবন্ধী ব্যক্তিরা লেখাপড়া করার জন্য বিদেশে যেতে পারবে। তবে তীব্র প্রতিবন্ধীদের জন্য লেখাপড়া করার উদ্দেশ্য বিদেশে যাওয়াটা তুলণামুলক কঠিন। তবে যেতে পারে না এমন কিন্তু নয়, আপনার পরিবারের আর্থীক অবস্থা যদি ভাল হয় তবে আপনার জন্য বিদেশে পড়তে যাবার রাস্তা সুগম হবে।

প্রিয় পাঠক, আজকের এই পোস্টটি পড়ে আপনার কেমন লাগল তা অব্শ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভাল থাকবেন সুস্থ্য থাকবেন এবং নিয়মিত ভিজিট করবেন প্রতিবন্ধী বিডি ডট কম।

Visited 341 times, 1 visit(s) today

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *