দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য সেরা স্ক্রিন রেডার অ্যাপ

প্রিয় পাঠক, প্রতিবন্ধী বিডি ডট কম-এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করবেন। আজ একটি দারুণ এবং ফ্রি স্ক্রিন রিডার মোবাইল অ্যপ নিয়ে আলোচনা করব। আজ আমরা একটি স্ক্রিন রেডার মোবাইল অ্যপ নিয়ে আলোচনা করব। আমরা যারা দৃষ্টি জয়ী ব্যক্তি আছি তাদের একটি ভাল মানের ক্রিন রিডার অ্যপের দরকার, কিন্তু অনেকেই ভাল মানের স্ক্রিন রেডার অ্যপ খুঁজে পাচ্ছেন না, তাদের জন্যই আজকের এই পোস্টটি।

দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য সেরা বাংলা পিডিএফ স্ক্রিন রেডার অ্যাপ

যে অ্যপটির কথা বলছি সে অ্যপটির নাম ইনিস্ট্রা রিডার, এটি অত্যাধুনিক ফিচার সম্বলিত মোবাইল স্ক্রিন রিডার অ্যপ, যে অ্যপে বাংলা ইংরেজি আ্যরাবিক সহ অনেক ভাষায় পিকচার, ওয়েব পেইজ, টেক্সট ফাইল, ডক ফাইল, পিডিএফ ফাইল পড়ার সুযোগ আছে। মজার ব্যাপার হল এই অ্যপটি সম্পূর্ণ ফ্রি।

কীভাবে অ্যপটি ইন্সটল করবেন?

প্রথমে আপনার অ্যন্ড্রয়েড মোবাইলের গুগল প্রে স্টোর অ্যপটি খুলুন, তারপর সার্চ বক্সে টাইপ করুন instra reader  তারপর হলুদ ব্যাকগ্রাউন্ডের উপর একটি খোলা বই আছে এমন একটি আইকনযুক্ত অ্যপ দেখতে পাবেন যে অ্যপের নাম হবে instra reader .  অ্যপটি ইন্সটল করে ওপেন করুন। ওপেন করার পর কিছু নির্দেশনা পাবেন তা ভালোভাবে পড়ে নেবেন।

instra reader  অ্যপে যে সকল ফিচার আছে।

১, এই অ্যপে পিডিএফ, ফটো, টিএক্সটি, পিপিটি, এক্সেল এবং ইনিস্ট্রা রিডার অডিওবুক ফাইল পড়ার পাশাপাশি সরাসরি মোবাইল ক্যামেরা থেকে ছবি তুলে তা পড়ার সুযোগ আছে। অন্য কোন অ্যপ থেকে কপি করে আনা টেক্সও পড়ার ফিচার আছে এই অ্যপে।  একটি ডকুমেন্ট পড়ার জন্য নির্বাচন করা পর ব্যবহারকারী তার নিজের ইচ্ছে মত পেইজ লিমিট নির্ধারণ করে ডকুমেন্টটি শুনতে পারে, যেমন মনে করা যক একটি পিডিএফ ডকুমেন্ট সর্বমোট ৪৫ পাতার।

২, পাঠক যদি চান তবে তিনি ১ থেকে ১০ নম্বর পেইজ নির্বাচন করে ওকে করলে ইনিস্ট্রা রিডার অ্যপ শুধু ১ থেকে ১০ নম্বর পিইজই অনিস্্রা রেডার অ্যপ পড়বে, ফলে পাঠক খুব স্বাচ্ছন্দ্যে বই পড়তে পারবেন।

৩, এছাড়াও অ্যপটিতে একটি ভাষাতে একাধিক ভোকালাইজার বিদ্যমান আছে, পাঠক এই অ্যপে বাংলা ভাষায় ভিন্য ভিন্য ১২ টি আলাদা আলাদ কণ্ঠস্বর যুক্ত ভোকালাইজার আছে, পাঠক তার নিজের ইচ্ছে মত ভোকালাইজার নির্বাচন করে ব্যবহার করতে পারবেন, তবে এই সুবিধা পাওয়ার জন্য গুগল স্পিচ রেকগনাইজার অ্যপটি আপডেট করা থাকতে হবে। যদি অপডেট করা না থাকে তবে ১২ টি আলাদা আলাদা কন্ঠম্বর নাও থাকতে পারে।

৪, পাঠক যদি চান তবে প্রতিটি শব্দ আলাদা আলাদা ভাবে বানান সহ পড়তে পারবেন এই সুবিধাও এই অ্যপে আছে। তাছাড়া পেইজ বাই পেইজ পড়ার সুযোগ আছে এবং প্যারাগ্রাফ টু প্যারাগ্রাফ মোডেও পড়ার সুযোগ আছে। প্যারাগ্রাফ থেকে প্যারাগ্রাফ এমন একটি ফিচার যে ফিচার নির্বাচন করলে একটি প্যারাগ্রাফ পড়া হলে গেলে ডকুমেন্ট পাঠ নিজে থেকেই বন্ধ হয়ে যাবে।

৫, এছাড়া অ্যপটিতে অডিও স্পিড কমানো বাড়ানোর সুযোগ আছে যা একজন পাঠকের সময় বাঁচাতে পারে।

প্রিয় পাঠক এই অ্যপটি আমি নিজেও ব্যবহার করি, আমার দেখা সব থেকে ভাল ও উন্নত অ্যপ হল এই instra reader   অ্যপটি। তো আর দেরি কেন বিনামূল্যে ডাউনলোড করে আজই ব্যবহার করা শুরু করে দিন, আমাদের জন্য বই পড়ার গুরুত্ব অপরিসীম, বই-ই পারে মানুষের ভেতরের কুসমস্কার দূর করতে।

The best Bengali PDF screen reader app for the visually impaired

প্রিয় পাঠক ভাল থাকবেন সুস্থ থাকবেন প্রতিবন্ধী বিডি ডট কম-এর সাথেই থাকবেন। প্রতিবন্ধী বিডি ডট কম একটি সেবামূলক ওয়েবসাইট আমরা সব সময় প্রতিবন্ধীতা সম্পর্কিত পোস্ট করে থাকি, তাই প্রতিবন্ধী ভাই বোনদের প্রতি বিশেষ অনুরোধ করছি আপনারা নিয়মিত ভিজিট করবেন প্রতিবন্ধী বিডি ডট কম।

Visited 168 times, 1 visit(s) today

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *