সহায়ক উপকরণ

হুইল চেয়ারের জন্য আবেদন পত্র কিভাবে বিনামুল্যে হুইল চেয়ার পাওয়া যায়

হুইল চেয়ারের জন্য কোথায় আবেদন করব

প্রিয় প্রতিবন্ধী ভাই, বোন বন্ধুগণ, প্রতিবন্ধী বিডি ডট কম এর পক্ষ থেকে আমি আকিমুজ্জামান আপনাদের নতুন একটি পোস্টে স্বাগতম জানাচ্ছি। হুইল চেয়ারের জন্য আবেদন পত্র কি ভাবে লিখতে হয়। কোথায় আবেদন করতে হয়। কি ভাবে বিনামুল্যে হুইল চেয়ার পাওয়া যায় এসকল বিষয়ে এই পোস্টে আলাপ করা হবে। এ বিষয়ে পরিক্ষার ধারণা পাবার জন্য সম্পুর্ণ পোস্টটি পড়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি। সমাজসেবা অধিদপ্তরের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ি বাংলাদেশে শারীরিক প্রতিবন্ধীর সংখ্যা কম নয়।

বিজ্ঞাপন

হুইল চেয়ারের জন্য আবেদন

এসকল মানুষদের বেশিরভাগ-ই গ্রামে বসবাস করেন এবং শারীরিক প্রতিবন্ধীদের বিরাট অংশই কোন কাজ কর্ম করতে পারেন না ফলে এসকল মানুষ নিজ পরিবারে অত্যান্ত অবহেলিত ভাবে দিনযাপন করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন-এর মাধ্যমে শারীরিক প্রতিবন্ধীদের বিনামুল্যে হুইল চেয়ার প্রদান করে থাকে।

এজন্য প্রতিবন্ধী ব্যক্তিদের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের অধিনস্থ “প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্রে” দরখাস্ত দিতে হবে। প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্রের কর্র্তৃপক্ষ আপনার দেয়া দরখাস্ত যাচাই বাছাই করে যদি মনে করে আপনাকে হুইল চেয়ার প্রদান করা যায় তবে তারা আপনার সাথে যোগাযোগ করবে।

বিজ্ঞাপন

হুইল চেয়ারের জন্য আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে

বিনামুল্যে হুইল চেয়ার পাবার জন্য আগ্রহী ব্যক্তির জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদের ফটোকপি, ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (ছবিতে আবেদনকারীর মাথা থেকে পা পর্যন্ত দেখা যেতে হবে), প্রতিবন্ধী কার্ড (সুবর্ন নাগরিক পরিচয়পত্র)-এর অনুলিপি এবং আবেদনপত্র প্রয়জন হবে।

কি ভাবে হুইল চেয়ারের জন্য আবেদনপত্র লিখবেন

তারিখ: (এখানে দরখাস্ত লেখার তারিখ দিন)
বরাবর
প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা
প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্র তারপর আপনার নিজ জেলার নাম দেবেন। উদাহারণসরুপ প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্র বগুড়া।

বিজ্ঞাপন

বিষয়: হুইল চেয়ার প্রাপ্তির জন্য আবেদন প্রসঙ্গে।

জনাব
যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক সবিনয় নিবেদন এই যে, আমি (এখানে আপনার নাম লিখবেন) পিতার নাম (এখানে আপনার পিতার নাম লিখবেন) মাতার নাম (এখানে আপনার মাতার নাম লিখবেন) একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি। আমার শারীরিক অক্ষমতার কারণে আমি নিজে হাটা চলা করতে পারি না। আমার একটি হুইল চেয়ার বিশেষ প্রয়জন। আপনার প্রতিষ্ঠান “প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্র” বিনামুল্যে হুইল চেয়ার প্রদান করে থাকে। জনাব আমার প্রতিষ্ঠান যদি আমাকে একটি হুইল চেয়ার প্রদান করে তবে আমার চলাফেরা সহজতর হবে।

বিজ্ঞাপন

এতঃএব, জনাবের নিকট আমার আকুল আবেদন এই যে, আমাকে একটি হুইল চেয়ার প্রদানে ব্যবস্থা গ্রহণ করতে জনাবের সদয় মর্জি হয়।

বিনিত
স্বাক্ষর করুন
(আপনার নাম লিখুন)
সম্পুর্ণ ঠিকানা লিখুন
মোবাইল নাম্বার লিখুন
এবং আপনার প্রতিবন্ধী কার্ডটি ফটোকপি করে দরখস্তের সাথে পিন মেরে সংযুক্ত করুন।

বিজ্ঞাপন

কি ভাবে আবেদনপত্র জমা দিবেন।

উপরক্ত দরখাস্তটি প্রিন্ট করে কিংবা হাতে লিখে কাগজটি সাথে নিয়ে আপনার জেলার প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্রে চলে যান। প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তার সাথে সাক্ষাৎ করার চেষ্টা করুন। প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তার সাথে দেখা করতে পারলে তাঁকে আপনার সমস্যার বিস্তারিত খুলে বলুন। এবং দরখাস্তটি তাঁর হাতে দিন তিঁনি আপনাকে জানিয়ে দিবে কিভাবে কবে কখন আপনি হুইল চেয়ার পেতে পারেন।

প্রিয় পাঠক প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্র শুধু হুইল চেয়ার-ই প্রদান করে না তাদের আরও অনেক সেবা আছে সে সকল বিষয় নিয়ে আরেকটি পোস্টে বিস্তারিত আলোচনা করা হবে। বর্তমানে বাংলাদেশের বেশ কয়েকটি জেলার উপর দিয়ে তাপ প্রবাহ বয়ে যাচ্ছে, এই তিব্র গরবে খুব প্রয়জন না হলে ঘরের বাহিরে বের হবেন না। বেশি বেশি পানি পান করুন, লেবুর শরবত পান করুন তরমুজ খান এবং শরীর ঠান্ডা রাখে এমন খাবার খান ও ঢিলেঢালা পোষাক পরুন।

বিজ্ঞাপন

প্রিয় পাঠক আজ তাহলে এ পর্যন্ত-ই সকলে ভাল থাকবেন সুস্থ্য থাকবেন এবং নিয়মিত ভিজিট করবেন প্রতিবন্ধী বিডি ডট কম সকলকে অনেক অনেক ধন্যবাদ।

ড্রেসক্রিপশন:
হুইল চেয়ারের জন্য আবেদন পত্র লেখার নিয়ম কি, কিভাবে হুইল চেয়ারের জন্য আবেদন করতে হয়, অনেক শারীরিক প্রতিবন্ধী ভাই বোন আমাদের কাছে এই প্রশ্ন করেন তাদের জন্য এই পোস্টটি। এই পোস্টে বিস্তারিত আলোচনা করা হয়েছে, কিভাবে হুইল চেয়ারের জন্য আবেদন পত্র লিখতে হয়, কোথায় আবেদন করতে হয় ইত্যাদি। আপনারা যারা হুইল চেয়ারের জন্য আবেদন করতে চান, তারা এই পোস্টটি অবশ্যই পড়বেন, সকলকে অনেক অনেক ধন্যবাদ।

বিজ্ঞাপন

ফোকাস কিওয়ার্ড:
হুইল চেয়ারের জন্য আবেদন পত্র, হুইল চেয়ার পাবার উপায়, হুইল চেয়ারের জন্য আবেদন, হুইল চেয়ার বিতরণ, হুইল চেয়ার এর জন্য আবেদন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button