ভাতা

প্রতিবন্ধী ভাতার টাকা কবে দিবে ২০২৪

When will the disability allowance be paid in 2024?

সুপ্রিয় প্রতিবন্ধী ভাই, বোন, বন্ধুগণ আশা করছি ভাল আছেন, প্রতিবন্ধী ভাতা কবে দিবে ২০২৪। মার্চ মাসের প্রতিবন্ধী ভাতা কবে দিবে সে সম্পর্কে এই পোস্টে আলোচনা করা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে প্রতিবন্ধী ভাতা প্রদান করে থাকে। প্রতি মাসে ৮৫০/= টাকা হারে তিন মাস পর পর ২৫৫০ টাকা মোবাইল ব্যাংকিং সার্ভিস, বিকাশ ও নগদের মাধ্যমে প্রদান করে থাকে।

বিজ্ঞাপন

Protibondhi Vatar taka kobe dibe 2024

 

তার-ই ধারাবাহিকতায় চলতি মাসের মধ্যেই পবিত্র ঈদ-উল ফিতরের আগেই সকল ভাতাভোগীকে ভাতার টাকা প্রদান করার জন্য নির্দেশনা দিয়েছে সমাজসেবা অধিদপ্তরের অধিশাখা সামাজিক নিরাপত্তা অধিশাখা। বিগত ১২-এ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে, ৪১,০১,০০০০,০৪৯,২৭,০২৮,২১,১৩৫ নং স্মারকে প্রকাশিত নির্দেশনাতে উক্ত নির্দেশ প্রদান করা হয়।

বিজ্ঞাপন

নির্দেশনাতে বলা হয় সামাজিক নিরাপত্তা অধিশাখার আওতাভ‚ক্ত সকল জেলা, উপজেলা ও শহর সমাজসেবা অধিদপ্তরের নিকট নথিভুক্ত প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতার নির্ভুল পে রোল ২৭ ফেব্রুয়ারি থেকে ৭ এ মার্চের মধ্যেই শতভাগ উপকারভোগীর অনুকূলে নির্ভুল পে রোল গ্রহণের জন্য উক্ত নির্দেশায় অনুরোধ করা হয়েছে, নির্দেশাটি নিচে দেয়া হল।

প্রতিবন্ধী ভাতার টাকা কবে দিবে ২০২৪

বিজ্ঞাপন

উপরিউক্ত নির্দেশনা থেকে পরিষ্কার ধরনা পাওয়া যায় চলমান রমজান মাসের মধ্যে এবং পবিত্র ঈদ-উল ফিতরের আগেই সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাভুক্ত সকল ভাতা ভোগী তাদের নিজ নিজ মোবাইল ব্যাংকিং হিসাবে তাদের ভাতার টাকা পেয়ে যাবেন। নাম প্রকাশ্যে অনিচ্ছুক সমাজসেবা অধিদপ্তরের উচ্চপদস্থ একজন কর্মকর্তা বলেন‘আমরা আপ্রাণ চেষ্টা করছি আগামী ২৮ রমজানের মধ্যেই সকল ভাতাভোগীকে তাদের ভাতার টাকা বুঝিয়ে দেবার জন্য। আমরা আশা করছি আগামী ২৮ রমজানের মধ্যেই প্রতিবন্ধী ভাতা সহ বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা প্রদান করা হবে”

বন্ধুগণ উপরিউক্ত সকল তথ্য বি¯েøশণ করলে বোঝা যায় আগামী ২৮ রমজানের মধ্যেই সকল ভাতা ভোগী তাদের প্রাপ্য ভাতার টাকা তাদের নিজ নিজ বিকাশ/নগদ অ্যাকাউন্টে পেয়ে যাবেন।

বিজ্ঞাপন

বিশেষ সতর্কতা:
এক শ্রেণীর অসাধু ব্যক্তি সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা পরিচয় দিয়ে অনলাইন পেমেন্ট-এর মাধ্যমে প্রতিবন্ধী ভাতা,বয়স্ক ভাতা স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির টাকা হাতিয়ে নিচ্ছে। এজন্য তারা উপকার ভোগীর মোবাইলে কল করে উপকার ভোগীর বিকাশ/নগদ অ্যাকাউন্টের পিন কোড এবং ওটিপি নম্বর কৌশলে জেনে নেয়। এজন্য সকল উপকার ভোগীকে সদা সতর্ক থাকতে হবে। কোন অবস্থাতেই নগদ/বিকাশ অ্যাকাউন্টের পিন কোড, ওটিপি নম্বর কাউকে দিবেন না।

প্রিয় প্রতিবন্ধী ভাই বোন বন্ধুগণ ভাল থাকবেন নিরাপদে থাকবেন এবং নিয়মিত ভিজিট করুন প্রতিবন্ধী বিডি ডট কম, সকলকে অনেক অনেক ধন্যবাদ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

3 Comments

  1. 2024 সালে কোনো কোনো মাসে ভাতা দেওয়া হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button