প্রতিবন্ধী ব্যক্তির পরিচয়পত্র যাচাই করার পদ্ধতি
বাংলাদেশে নাগরিকদের বিভিন্ন ডকুমেন্টস যেমন জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ভিসা, জন্ম নিবন্ধন ইত্যাদি অনলাইনে চেক বা যাচাই করা যায়। তা দেখে প্রতিবন্ধী জনগোষ্ঠি প্রতিবন্ধী ব্যক্তির পরিচয়পত্র যাচাই করতে চায়। তাছাড়া চাকরির ইন্টারভিউতে কিংবা সরকারি – বেসরকারি বিভিন্ন স্থানে একজন ব্যক্তি নিজেকে প্রতিবন্ধী দাবী করতেই পারে, সেক্ষেত্রে তার প্রতিবন্ধকতা যাচাই করার জন্য প্রতিবন্ধী ব্যক্তির পরিচয়পত্র যাচাই করা জরুরি।
কিন্তু এখন অব্দি কি আদোও এমন কোনো সিস্টেম রয়েছে যার দ্বারা প্রতিবন্ধী ব্যক্তির পরিচয়পত্র যাচাই করা যাবে? উক্ত প্রশ্নের উত্তর খুজবো আজকের আর্টিকেলের মাধ্যমে, পাশাপাশি জানাবো প্রতিবন্ধী ব্যক্তির পরিচয়পত্র যাচাই করতে চাইলে কিভাবে করা যেতে পারে সেই বিষয়ে।
প্রতিবন্ধী ব্যক্তির পরিচয়পত্র যাচাই করার উপায় আছে কি?
সত্যি কথা বলতে অন্যান্য ডকুমেন্টস এর মত প্রতিবন্ধী ব্যক্তির পরিচয় পত্র যাচাই করার উপায় এখন অব্দি বাংলাদেশে নেই। সমাজসেবা অধিদপ্তর যারা প্রতিবন্ধীদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও ভাতা প্রদান করে তাদের ওয়েবসাইট হোক কিংবা অন্য কোন প্ল্যাটফর্ম প্রতিবন্ধী ব্যক্তির পরিচয় পত্র যাচাই করার কোন উপায় নেই।
সুবর্ণ নাগরিক কার্ড বা প্রতিবন্ধীদের পরিচয় পত্র
একজন স্বাভাবিক নাগরিক এর মতই দেশের প্রতিবন্ধীদের জন্য বিশেষ এক ধরনের পরিচয় পত্র তৈরি করা হয় যার নাম সুবর্ণ নাগরিক কার্ড। এটাকে অনেকে প্রতিবন্ধী কার্ড নামেও চিনে থাকে। একজন প্রতিবন্ধী বিভিন্ন সুযোগ-সুবিধা পেতে তাকে এই বিশেষ কার্ডটি দেখাতে হয়। প্রতিবন্ধী ভাতা থেকে শুরু করে চাকরি ক্ষেত্রে প্রতিবন্ধীদের অগ্রাধিকারের জন্য সুবর্ণ নাগরিক কার্ডের প্রয়োজনীয়তা রয়েছে।
প্রতিবন্ধী ব্যক্তির পরিচয় পত্র যাচাই করার উপায়
যেমনটা কিছুক্ষণ আগে বলা হলো অনলাইনে প্রতিবন্ধী ব্যক্তির পরিচয় পত্র যাচাই করার কোন প্রকার উপায় নেই তবে সমাজসেবা অধিদপ্তরে সরাসরি গিয়ে প্রতিবন্ধী ব্যক্তির তথ্য যাচাই করা যাবে।
এক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তি কিংবা তৃতীয় কোন পক্ষ প্রতিবন্ধী ব্যক্তির স্মার্ট কার্ড তথা সুবর্ণ নাগরিক কার্ড এর নাম্বার নিয়ে সমাজসেবা অধিদপ্তর থেকে যাচাই-বাছাই করতে যে তার কার্ডটি আসল কিনা কিংবা সে আসলে প্রতিবন্ধী কিনা। এটা ব্যতীত প্রতিবাদী ব্যক্তির পরিচয় যাচাই করার অন্য কোন উপায় নেই।
তবে অনলাইনে প্রতিবন্ধী ভাতা কার্ডের যাচাই করার উপায় রয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে যারা আর্থিকভাবে অসচ্ছল কিংবা দরিদ্র সীমার নিচে রয়েছে তাদের সরকারের পক্ষ থেকে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণে ভাতা প্রদান করা হয় যার জন্য তাদের কার্ড করতে হয়। সেই কাঠকে প্রতিবন্ধী ভাতা কার্ড বলা হয়। অনলাইনে সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে সেই প্রতিবন্ধী ভাতা চেক করার উপায় তবে প্রতিবন্ধী ব্যক্তির পরিচয় পত্র যাচাই করার কোন মাধ্যম নেই।
চূড়ান্ত মন্তব্য
তাহলে উপরোক্ত আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, প্রতিবন্ধী ব্যক্তির পরিচয় পত্র যাচাই করার উপায় অনলাইনে এখনো অব্দি নেই তবে কোন প্রতিষ্ঠান কিংবা একক ব্যক্তি চাইলে সমাজসেবা অধিদপ্তরে সরাসরি গিয়ে প্রতিবন্ধী ব্যক্তির পরিচয় সংক্রান্ত তথ্য জানতে পারবে। সত্যি কথা বলতে এটাই আসলে উপযুক্ত সময় অনলাইনের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তির পরিচয়পত্রের যাচাই প্রক্রিয়া চালু করার।