প্রতিবন্ধী সনদের কাজ কি বিস্তারিত জেনে নিন

প্রিয় পাঠক প্রতিবন্ধী বিডি ডট কম এর পক্ষ থেকে আন্তরিক সালাম ও ভালবাসা গ্রহণ করবেন। আজ আমরা আলোচনা করব প্রতিবন্ধী সনদের কাজ কি সে সম্পর্কে। অনেক প্রতিবন্ধী ভাই বোন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের কাছে জানতে চেয়েছেন। প্রতিবন্ধী সনদের কাজ কি। আমরা আপনাদের এসকল প্রশ্নের জবাব দেয়ার জন্য এই পোস্টটি লিখছি।

প্রতিবন্ধী সনদ কি

প্রতিবন্ধী সনদের কাজ কি এ সম্পর্কে বিস্তারিত জানার আগে আমাদের জনাতে হবে প্রতিবন্ধী সনদ কি। বাংলাদেশ সরকার প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপের মাধ্যমে সকল প্রতিবন্ধীদের আলাদা পরিচয়পত্র দিয়ে থাকে। তবে প্রতিবন্ধী পরিচয়পত্র সিস্টেম চালু হবার আগে প্রতিবন্ধীদের সরকারি চাকরিতে অংশগ্রহণ এবং অন্যান্য সুযোগ সুবিধা গ্রহনের জন্য প্রতিবন্ধীতার প্রমাণক হিসেবে প্রতিবন্ধী সনদ দাখিল করতে হত।

সে সময় সমাজসেবা কার্যালয় থেকে দাক্তারি পরিক্ষা সাপেক্ষে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিবন্ধী সনদ প্রদান করা হত। প্রতিবন্ধী সনদ মুলত একটি প্রত্যায়নপত্র। যেখানে প্রতিবন্ধী ব্যক্তির নাম, পিতার নাম, মাতার নাম, বয়স, ঠিকানা এবং প্রতিবন্ধীতার ধরণ উল্লেখ করে বলা হত এই ব্যক্তি একজন প্রতিবন্ধী। এই কাগজটিই প্রতিবন্ধী সনদ হিসেবে গৃহিত হত।

তবে বর্তমানে প্রতিবন্ধী ব্যক্তিদের বাংলাদেশ সরকার আলাদা প্রতিবন্ধী পরিচয়পত্র প্রদান করে। এই পরিচয়পত্রের সরকারি নাম সুর্ব নাগরিক পরিচয়পত্র। বর্তমানে আর কাগজে লেখা প্রতিবন্ধী সনদের দরকার হয় না। এখন এই প্রতিবন্ধী পরিচয়পত্রই প্রতিবন্ধী সনদ হিসেবে ব্যবহুত হয়। আপনি যদি প্রতিবন্ধীতা সংক্রান্ত যে কোন সুযোগ সুবিধা গ্রহণ করতে চান আর প্রতিবন্ধীতার প্রমাণক দাখিল করার দরকার হয়।

তবে আপনি আপনার প্রতিবন্ধী পরিচয়পত্রের কপি দাখিল করতে পারবেন। এখন আর সমাজসেবা কার্যালয়ে গিয়ে আলাদা প্রতিবন্ধী সনদ গ্রহণ করতে হবে না। সর্বপরি প্রতিবন্ধী সনদ বর্তমানে অকেজ, তাই আপনারা যারা সমাজসেবা থেকে প্রতিবন্ধী সনদ গ্রহণ করতে চান। তাদের আর সনদ গ্রহণের দরকার নেই। যদি আপনাদের প্রতিবন্ধী কার্ড না থাকে তবে অতি দ্রæত প্রতিবন্ধী কার্ড করিয়ে নিন। কারণ প্রতিবন্ধীতা সংক্রান্ত যে কোন সুযোগ সুবিধা গ্রহণ করতে চাইলে প্রতিবন্ধী কার্ড দাখিল করতে হবে।

প্রতিবন্ধী সনদ কিভাবে পাওয়া যায়

উপরে আমরা প্রতিবন্ধী সনদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তবুও যদি কারও প্রতিবন্ধী সনদের প্রয়োজন হয় তবে কিভাবে তা পাওয়া যাবে সে সম্পর্কে এবার আলোচনা করব। প্রতিবন্ধী সনদ পেতে প্রথমে আপনার স্থানিয় সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করবেন। আপনি যদি উপজেলায় বসবাস করেন তবে আপনার উপজেলা সমাজসেবা কার্যালয়ে যাবেন।

কিংবা আপনি যদি পৌড় এলাকায় বসবাস করেন। তবে আপনি শহর সমাজসেবা কার্যালয়ে যাবেন। সমাজসেবা কার্যালয়ে গিয়ে সমাজসেবা অফিসারের সাথে দেখা করবেন। এবং অফিসারকে আপনার প্রয়োজনের কথা জানাবেন। আপনাকে অফিসারকে বোঝাতে হবে কেন আপনার প্রতিবন্ধী সনদ লাগবে। আপনার প্রয়োজন অনুধাবন করে সমাজসেবা অফিসার আপনাকে প্রতিবন্ধী সনদ প্রদানের ব্যবস্থা করবেন।

তবে আপনার প্রয়োজন শুনে অফিসার যদি মনে করে আপনার প্রতিবন্ধী সনদের দরকার নেই। আপনি প্রতিবন্ধী কার্ড ব্যবহার করেই কাজ করিয়ে নিতে পারবেন। তবে অফিসার সে বিষয়টি আপনাকে অবহিত করবে। আমরা আগেই বলেছি বর্তমানে প্রতিবন্ধী সনদের খুব একটা দরকার হয় না। প্রতিবন্ধীতা সম্পর্কিত সকল কাজে প্রতিবন্ধী কার্ডই ব্যবহার করা যায়। প্রতিবন্ধী সনদ পেতে আপনার কিছু কাগজপত্র দরকার হবে নিচে সে সম্পর্কে আলোচনা করা হল।

প্রতিবন্ধী সনদ পেতে কি কি কাগজপত্র লাগে

প্রতিবন্ধী সনদ পাবার জন্য আপনি যখন সমাজসেবা কার্যালয়ে যাবেন তখন কিছু কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে। যেমন আপনার জাতীয় পরিচয়পত্রের অনুলিপি সাথে নিয়ে যাবেন। যদি জাতীয় পরিচয়পত্র না থাকে তবে জন্ম নিবন্ধন সনদের কপি নিয়ে যাবেন। আপনি যে প্রতিবন্ধী তার প্রমাণক হিসেবে দাক্তারি সার্টিফিকেট সাথে নিয়ে যাবেন এবং আপনার নাগরিকত্ব সনদপত্র সাথে নিয়ে গেলেই হবে।

প্রতিবন্ধী সনদের কাজ কি

সরকারি ও বেসরকারি বিভিন্য সুযোগ সুবিধা পেতে প্রতিবন্ধী সনদের দরকার হয়। যেমন সরকারি চাকরিতে কোটা সুবিধা গ্রহণের জন্য প্রতিবন্ধীতার প্রমাণক হিসেবে প্রতিবন্ধী সনদ ব্যবহুত হয়। বাস ও ট্রেনের টিকেট ক্রয়ের ক্ষেত্রে প্রতিবন্ধীদের হাফ ভাড়া সুবিধা দেয়া হয়। এই হাফ ভাড়া সুবিধা পেতে প্রতিবন্ধী সনদের কপি দাখিল করতে হয়। প্রতিবন্ধী ঋণ, প্রতিবন্ধী উপবৃত্তি কিংবা প্রতিবন্ধীদের জন্য প্রদেয় বিভিন্য সুযোগ সুবিধা গ্রহণের জন্য প্রতিবন্ধী সনদ দরকার হয়ে থাকে।

প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্র প্রতিবন্ধীদের বিনামুল্যে থেরাপি সেবা সহ বিভিন্য সুযোগ সুবিধা প্রদান করে। আপনি যদি সে সকল সুযোগ সুবিধা গ্রহণ করতে চান। তবে আপনাকে সেবা গ্রহনের সময় আপনার প্রতিবন্ধী সনদ অর্থ্যাৎ প্রতিবন্ধী কার্ডের কপি দাখিল করতে হবে। প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্র প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্য সহায়তা উপকরণ প্রদান করে যেমন, হুইল চেয়ার, ক্যাচ, সাদা ছড়ি, হেয়ারিং এইড মেশিন, কৃত্বিম পা ইত্যাদি।

এসকল সহায়ক উপকরণ গ্রহণের জন্য আপনাকে প্রতিবন্ধী কার্ড দালিখ করতে হবে। বাংলাদেশ সরকার প্রতিবন্ধীদের সরকারি চাকরিতে ১ শতাংশ কোটা সুবিধা দিত। তবে কোটা সংস্কার আন্দলনের পর কোটা সংশোধন করে হিজড়া জনগোষ্ঠী এবং প্রতিবন্ধীদের যৌথভাবে ১ শতাংশ কোটা সুবিধা দেয়া হয়।

সরকারি চাকরিতে আবেদন করার সময় আপনি যখন কোটা অপশন থেকে প্রতিবন্ধী কোটা নির্বাচন করবেন তখন আপনার প্রতিবন্ধী কার্ডের কপি দাখিল করতে হবে।

প্রিয় পাঠক এই ছিল প্রতিবন্ধী সনদ সংক্রান্ত আমাদের আলোচনা। এই আলোচনা আপনার কেমন লাগল তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি আর কি বিষয়ে জানতে চান তাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের চাহিদামত পোস্ট লেখার চেষ্টা করব।

এই পাস্টের কোন পয়েন্ট বুঝতে যদি সমস্যা হয় তবে কমেন্ট করে আমাদের জানান আমরা আপনার প্রশ্নের জবাব দেব। সকলে ভাল থাকবেন সুস্থ্য থাকবেন লেখাটি পড়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

Leave a Comment