মাতৃত্বকালীন ছুটির জন্য আবেদন করতে চাচ্ছেন? কিভাবে আবেদন করতে হয় বা আবেদন করলে কতদিনের ছুটি পাওয়া যায় জানতে পারবেন এখানে।
সরকারি চাকরিজীবী মহিলারা মাতৃত্বকালীন সময়ে ৬ মাসের ছুটি নিতে পারবেন। গর্ভধারণের সময় থেকে শুরু করে প্রসবের পর, যেকোনো সময় ছয় মাসের ছুটি নিতে পারবেন। তবে, ছুটি নেয়ার জন্য ডাক্তারের সার্টিফিকেট এবং গর্ভধারণের তারিখ ও প্রসবের তারিখ উল্লেখ করতে হবে।
কিভাবে আপনার অফিস থেকে গর্ভধারণের জন্য ছুটি নিতে আবেদন করতে পারবেন জানতে শেষ অব্দি পড়ুন।
মাতৃত্বকালীন ছুটির আবেদন
২০১৬ সালে বাংলাদেশে মাতৃত্বকালীন ছুটির বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সংস্কার করা হয়। ‘বেনিফিট এক্ট’ নামে পরিচিত এই আইনের মাধ্যমে মাতৃত্বকালীন ছুটির সময়কাল উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়। এর আগে, একজন কর্মরত মহিলা সাধারণত গর্ভাবস্থার কারণে মাত্র তিন মাসের ছুটি পেতেন। কিন্তু নতুন আইনের অধীনে এই ছুটির মেয়াদ বাড়িয়ে ছয় মাস করা হয়। অর্থাৎ একজন নারী তার জীবনে এক বা দুটি সন্তান প্রসব করলে ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি ভোগ করতে পারবেন।
তবে, দুটির অধিক সন্তান প্রসবের ক্ষেত্রে এই ছুটির সময়কাল কমে যায়। যদি কোন নারী দুটি সন্তান প্রসবের পর আবার গর্ভবতী হন, তাহলে তিনি মাত্র তিন মাসের ছুটি পাবেন। এই তিন মাসের ছুটির মধ্যে সন্তান প্রসবের আগে ও পরে সমান সময়কালের ছুটি অন্তর্ভুক্ত থাকবে।
এই ছুটির সুবিধা পাওয়ার জন্য একজন নারীর প্রতি বছর অন্তত ৮০ কর্মদিবস অফিসে উপস্থিত থাকা বাধ্যতামূলক। এই সংস্কারের ফলে বাংলাদেশি কর্মরত মহিলারা তাদের শিশুদের যথাযথ যত্ন নিতে আরও বেশি সময় পাবেন এবং কর্মক্ষেত্রে ফিরে আসার আগে নিজেদের শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করতে পারবেন।
মাতৃত্বকালীন ছুটির আবেদন পত্র লেখার নিয়ম
মাতৃত্বকালীন ছুটির আবেদন করার জন্য গর্ভধারণের তারিখ এবং প্রসবের তারিখ ইত্যাদি তথ্য দিয়ে একটি ফরম পূরণ করতে হয়। উক্ত ফরমটি জমা দেয়ার মাধ্যমে গর্ভধারণের জন্য ছুটির আবেদন করা যায়।
যারা গর্ভবতীকালীন সময়ের জন্য ছুটির আবেদন করতে চাচ্ছেন, তাদের জন্য নিচে আবেদনপত্রের একটি নমুনা উল্লেখ করে দেয়া হয়েছে। এই নমুনা অনুযায়ী আবেদন করলে আপনার ছুটি মঞ্জুর করা হবে। এছাড়া, আবেদন পত্রটির পিডিএফ কপি নিচে সংযুক্ত করে দেয়া হয়েছে।
বরাবর
বিভাগীয় কমিশনার মহোদয়
সিলেট
মাধ্যমে: যথাযথ কর্তৃপক্ষ
বিষয়: মাতৃত্বকালীন ছুটির আবেদন।
মহোদয়,
সবিনয় নিবেদন যে, নিম্নস্বাক্ষরকারী (কার্যালয়ের নাম। পদে দিন/(মাসের নাম)/বছর তারিখ হতে কর্মরত আছি। আমার মাতৃত্বকালীন ছুটি মঞ্জুরির লক্ষ্যে প্রয়োজনীয় তথ্যাদি নিম্নে পেশ করা হলো:
(০১) আবেদনকারীর নাম :
(০২) পরিচিতি নম্বর (যদি থাকে) :
(০৩) পদবি :
(০৪) অফিসের নাম :
(০৫) বর্তমান মূল বেতন :
(০৬) পদের মূল বেতন গ্রেড :
(০৭) মোবাইল নম্বর (ইংরেজিতে) :
(০৮) ই-মেইল ঠিকানা :
(০৯) সন্তান প্রসবের সম্ভাব্য তারিখ :
(ডাক্তারের প্রত্যয়নপত্র/চিকিৎসা পত্র সংযুক্ত করতে হবে।
(১০) বর্তমান মাতৃত্বকালীন ছুটি কততম? :
(১১) বর্তমান মাতৃত্বকালীন ছুটির চাহিত তারিখ :
(১২) ছুটিকালীন ঠিকানা :
অতএব, মহোদয় সমীপে প্রার্থনা যে, চাহিত তারিখ থেকে ০৬ (ছয়) মাসের মাতৃত্বকালীন ছুটি মঞ্জুরের আদেশ প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি।
তারিখ: দিন (মাসের নাম)/বছর
আবেদনকারীর স্বাক্ষর: ………………
সংযুক্তি: (১) পূরণকৃত বাংলাদেশ ফরম নম্বর ২৩৯৫
(২) ডাক্তারের প্রত্যয়নপত্র/চিকিৎসা পত্র
(৩) যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইতোপূর্বে মাতৃত্বকালীন ছুটি ভোগ করেছেন কিনা তার প্রত্যয়ন পত্র
উপরোক্ত আবেদনের নমুনার মতো একটি ফরম রয়েছে। উক্ত ফরমটি আপনার সকল তথ্য দিয়ে পূরণ করতে হবে। ফরমটি পূরণ করার পর সেটি জমা দিতে হবে বিভাগীয় কমিশনার মহোদয়ের নিকট। তাহলে, আপনার আবেদনটি অনুমোদিত করা হবে।
মাতৃত্বকালীন ছুটির আবেদন ফরম pdf
মাতৃত্বকালীন ছুটির আবেদন করার জন্য একটি নির্দিষ্ট ফরম আছে। উক্ত ফরমটি যথাযথ তথ্য দিয়ে পূরণ করতে হবে। এরপর, ফরমটি বিভাগীয় কমিশনার মহোদয়ের নিকট জমা দিতে হবে। তাহলে, ছুটির আবেদন মঞ্জুর করা হবে।
ফরমটি নিচে সংযুক্ত করে দেয়া হয়েছে। এখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিন। এরপর, আপনার তথ্য দিয়ে ফরমটি পূরণ করুন।
আবেদনের ফরমটি ডাউনলোড করার জন্য ডাউনলোড আইকনে ক্লিক করুন। অথবা, সরাসরি প্রিন্ট করতে চাইলে প্রিন্ট আইকনে ক্লিক করুন।
শেষ কথা
মাতৃত্বকালীন ছুটি কতদিন এবং ছুটি নেয়ার জন্য কিভাবে আবেদন করতে হয় বিস্তারিত শেয়ার করা হয়েছে এই পোস্টে। যারা মাতৃত্বকালীন ছুটির জন্য আবেদন করতে ইচ্ছুক, তারা পোস্টে উল্লিখিত নিয়ম অনুসরণ করুন।
এছাড়া, পোস্টে সংযুক্ত আবেদনের ফরমটি ডাউনলোড বা প্রিন্ট করে যথাযথ তথ্য দিয়ে পূরণ করার পর জমা দিলে ছুটি নিতে পারেন। মাতৃত্বকালীন ভাতা সংক্রান্ত তথ্য জানতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য পোস্টগুলো পড়তে পারেন।
- মাতৃত্বকালীন ভাতা মোট কত টাকা
- মাতৃত্বকালীন ভাতা অনলাইন আবেদন করতে কি কি লাগে
- মাতৃত্বকালীন ভাতা তালিকা দেখার নিয়ম
- অনলাইনে গর্ভবতী ভাতার জন্য আবেদন

প্রতিবন্ধী বিডি একটি সেবামূলক ওয়েবসাইট যেখানে বাংলাদেশের প্রতিবন্ধী শ্রেনীর নাগরিকদের প্রদানকৃত ভাতা ও অন্যান্য সেবা সমূহ নিয়ে তথ্য প্রদান করে থাকে। এছাড়াও সরকার দ্বারা প্রদানকৃত অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা নিয়েও জানানো হয়ে থাকে। তবে এটা কোনো সরকারি ওয়েবসাইট নয়।